সোনারগাঁয়ে নবায়নযোগ্য জ্বালানির দাবিতে পরিবেশবাদীদের সমাবেশ
Published: 22nd, February 2025 GMT
নারায়ণগঞ্জে এলএনজি আমদানি বিরোধী ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে পরিবেশবাদীদের সমাবেশ অনুষ্ঠিত হয়ছে।
শনিবার (২২ ফেব্রুয়ারী) জ্বালানি নীতিতে জীবাশ্ম জ্বালানির সম্প্রসারণের প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগড়াপাড়া চৌরাস্তা থানা রোডে পরিবেশবাদী সংগঠন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইট (ইএসএডিএস), ক্লিন ও বিডব্লিউজিইডির নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকার ও আর্জেন্ট এলএলসির মধ্যে স্বাক্ষরিত এলএনজি চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভকারীরা নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের দাবি তোলেন।
বক্তারা বলেন, এলএনজি আমদানির মাধ্যমে জ্বালানির উপর বিদেশি নির্ভরতা বাড়লে অর্থনৈতিক সংকট ও পরিবেশগত ঝুঁকি বাড়বে। ইএসএডিএস-এর মহাসচিব মীযানুর রহমান বলেন, “এলএনজির বদলে সৌর, বায়ুর মতো স্থানীয় নবায়নযোগ্য উৎসে বিনিয়োগই টেকসই সমাধান।”
সমাবেশে পাঁচ দাবি উত্থাপন করা হয়: এলএনজি চুক্তি বাতিল, জ্বালানি বাজেটের ৭০% নবায়নযোগ্য খাতে বরাদ্দ, দুর্নীতি বন্ধ, ২০৪০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামানো এবং বিকেন্দ্রীকৃত জ্বালানি ব্যবস্থা গঠন।
প্রাসঙ্গিক তথ্য অনুযায়ী, দেশের ৬২% জ্বালানি আসে প্রাকৃতিক গ্যাস থেকে, যা ১২ বছরের মধ্যে ফুরিয়ে যেতে পারে। আর্জেন্টের সাথে চুক্তি অনুযায়ী, বছরে ৪.
তরুণ প্রজন্ম ও স্থানীয়দের ব্যাপক সমর্থনপুষ্ট এ আন্দোলন জলবায়ু ন্যায়বিচারের দাবিকে শক্তিশালী করেছে। বিশ্লেষকদের মতে, জ্বালানি নীতি পরিবর্তন না হলে ভবিষ্যতে গণবিক্ষোভ আরও বেগবান হবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ESADS)-এর চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, মির্জা ওয়াসিম উদ্দিন, জহিরুল ইসলাম, এম,এ মহিন সরদার প্রমুখ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ পর ব শ
এছাড়াও পড়ুন:
নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে সিদ্ধিরগঞ্জে মহিলাদলের উঠান বৈঠক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা ৬নং ওয়ার্ড মহিলাদলের উদ্যোগে “নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ” শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা মহিলাদলের সহ-সভাপতি ও সোনারগাঁও উপজেলা মহিলাদলের সভাপতি সালমা আক্তার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, সোনারগাঁও উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ আল মুজাহিদ মল্লিক।
বক্তব্যে মোঃ আল মুজাহিদ মল্লিক বলেন,“দেশে আজ নারী নিরাপত্তা ও মর্যাদা চরমভাবে হুমকির মুখে। বিএনপি ক্ষমতায় গেলে নারীর মর্যাদা রক্ষা, শিক্ষা ও কর্মসংস্থানে সমান সুযোগ নিশ্চিত করা হবে। তারেক রহমানের ৩১ দফা রূপরেখায় নারীর ক্ষমতায়ন একটি অগ্রাধিকারভিত্তিক প্রতিশ্রুতি, যা বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।”
সভাপতির বক্তব্যে সালমা আক্তার বলেন, “নারীরা সমাজ ও রাষ্ট্র গঠনের অগ্রভাগে থাকবে—এটাই বিএনপির অঙ্গীকার। নারী সমাজকে সংগঠিত ও সচেতন করে তুলতে মহিলাদল মাঠে কাজ করে যাচ্ছে।”
এসময় সিদ্ধিরগঞ্জ থানা ৬নং ওয়ার্ড মহিলাদলের নেত্রীবৃন্দসহ স্থানীয় নারী কর্মীরা উপস্থিত ছিলেন।