নারায়ণগঞ্জে এলএনজি আমদানি বিরোধী ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে পরিবেশবাদীদের সমাবেশ অনুষ্ঠিত হয়ছে।


শনিবার (২২ ফেব্রুয়ারী) জ্বালানি নীতিতে জীবাশ্ম জ্বালানির সম্প্রসারণের প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগড়াপাড়া চৌরাস্তা থানা রোডে পরিবেশবাদী সংগঠন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইট (ইএসএডিএস), ক্লিন ও বিডব্লিউজিইডির নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকার ও আর্জেন্ট এলএলসির মধ্যে স্বাক্ষরিত এলএনজি চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভকারীরা নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের দাবি তোলেন।

বক্তারা বলেন, এলএনজি আমদানির মাধ্যমে জ্বালানির উপর বিদেশি নির্ভরতা বাড়লে অর্থনৈতিক সংকট ও পরিবেশগত ঝুঁকি বাড়বে। ইএসএডিএস-এর মহাসচিব মীযানুর রহমান বলেন, “এলএনজির বদলে সৌর, বায়ুর মতো স্থানীয় নবায়নযোগ্য উৎসে বিনিয়োগই টেকসই সমাধান।”

সমাবেশে পাঁচ দাবি উত্থাপন করা হয়: এলএনজি চুক্তি বাতিল, জ্বালানি বাজেটের ৭০% নবায়নযোগ্য খাতে বরাদ্দ, দুর্নীতি বন্ধ, ২০৪০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামানো এবং বিকেন্দ্রীকৃত জ্বালানি ব্যবস্থা গঠন।

প্রাসঙ্গিক তথ্য অনুযায়ী, দেশের ৬২% জ্বালানি আসে প্রাকৃতিক গ্যাস থেকে, যা ১২ বছরের মধ্যে ফুরিয়ে যেতে পারে। আর্জেন্টের সাথে চুক্তি অনুযায়ী, বছরে ৪.

৫ মিলিয়ন টন এলএনজি আমদানিতে ২ বিলিয়ন ডলার ব্যয়ের আশঙ্কা প্রকাশ করা হয়।

তরুণ প্রজন্ম ও স্থানীয়দের ব্যাপক সমর্থনপুষ্ট এ আন্দোলন জলবায়ু ন্যায়বিচারের দাবিকে শক্তিশালী করেছে। বিশ্লেষকদের মতে, জ্বালানি নীতি পরিবর্তন না হলে ভবিষ্যতে গণবিক্ষোভ আরও বেগবান হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ESADS)-এর চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, মির্জা ওয়াসিম উদ্দিন, জহিরুল ইসলাম, এম,এ মহিন সরদার  প্রমুখ।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ পর ব শ

এছাড়াও পড়ুন:

মে দিবসের সমাবেশকে সফল করতে মহানগর বিএনপির মতবিনিময় সভা 

মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের শ্রমিক সমাবেশকে সফল করতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) বিকেল চারটায় শহরের মিশন পাড়া হোসিয়ারি কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে এই সভার আয়োজন করা হয়।

সভায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড.সাখাওয়াত হোসেন খান খান ও সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপুর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী মহানগর বিএনপি'র আওতাধীন বিভিন্ন ইউনিট ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরকে বৃহস্পতিবার দুপুর দুইটার মধ্যে ব্যানার ফেস্টুনে সুসজ্জিত হয়ে মতিঝিল বিআরটিসি ভবনের সামনে জড়ো হওয়ার আহ্বান জানান।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় র‌্যালিতে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফহেত মোহাম্মদ রেজা রিপন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. এইচ এম আনোয়ার প্রধান, মাহবুব উল্লাহ তপন, বরকত উল্লাহ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল,  বন্দর থানা বিএনপির সম্পাদক নাজমুল হক রানা, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম, সদস্য সচিব ফারুক হোসেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মির্জা কামাল উদ্দিন জনি, বিএনপি নেতা আক্তার হোসেন, আবুল হোসেন রিপন, আক্তার হোসেন, শেখ সেলিম, আলমগীর কবির চঞ্চল, ইকবাল হোসেন, নজরুল ইসলাম সরদার, শাহাদুল্লাহ মুকুল, সাইফুল ইসলাম বাবু, হিরা সরদার, ইকবাল হোসেন, সোহেল খান বাবু, মহানগর কৃষক দলের সভাপতি খন্দকার এনামুল হক স্বপন, গোগনগর বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী, আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তাঁরা মিয়া, সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার, সাধারণ সম্পাদক মহসিন মিয়া, মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন ভূইয়া, সাধারণ সম্পাদক শাহেন শাহ্ মিঠু, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহম্মেদ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতন, মহানগর ওলামা দলের আহ্বায়ক হাফেজ শিবলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৩
  • নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস চালু হচ্ছে ১০ মাস পর
  • অটোরিকশার ধাক্কায় ছিটকে বাসের নিচে, দুই বন্ধু নিহত
  • গ্যাস খাতের পুরো বকেয়া শোধ করেছে পেট্রোবাংলা
  • আ’লীগ সরকার আমলের ৮ হাজার ৭০২ কোটি টাকার দেনা শোধ 
  • আজমির ওসমান বাহিনীর অন্যতম ক্যাডার মাসুম প্রকাশ্যে. আতঙ্ক
  • আ’লীগের রেখে যাওয়া ৮ হাজার ৭০২ কোটি টাকার দেনা শোধ 
  • মে দিবসের সমাবেশকে সফল করতে মহানগর বিএনপির মতবিনিময় সভা 
  • গণ-অভ্যুত্থানের সময় অগ্নিসংযোগ, পুলিশের জন্য কেনা হচ্ছে ২০০ জিপ
  • এলএনজি আমদানি: ব্যয় হবে ১৬২০ কোটি ৫ লাখ ২৮ হাজার টাকা