বগুড়ার শেরপুরে অটোরিকশাচালককে ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়েছে ছিনতাইকারী। গতকাল শনিবার রাত ১০টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর পৌরশহরের উপজেলা গেটের সামনে এ ঘটনা ঘটে।

ওই চালককে রক্তাক্ত অবস্থায় মহাসড়কের পাশে ফেলে যায় ছিনতাইকারী। ওই অটোরিকশাচালকের নাম মো. নাহিদ (৩০)। তাঁর বাড়ি উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভাদাইশপাড়া গ্রামে।

খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় ওই গাড়িচালককে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, ওই চালকের ডান হাতের কবজি এবং বাঁ কানের পেছনে ধারালো অস্ত্রের গুরুতর জখম আছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত অটোরিকশাচালক মো.

নাহিদ বলেন, ধুনট রোড বাসস্ট্যান্ড থেকে যাত্রী সেজে এক যুবক (২৫) তাঁর অটোরিকশায় ওঠেন। উপজেলা গেটের সামনে যাওয়ার পর পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তাঁর শরীরে একাধিকবার আঘাত করেন ওই যুবক। একপর্যায়ে গাড়ি থেকে তাঁকে মহাসড়কের পাশে ফেলে দিয়ে তাঁর গাড়িটি নিয়ে চলে যান বগুড়ার দিকে। পরে স্থানীয় লোকজন তাঁকে রক্তাক্ত অবস্থায় মহাসড়কের পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

শেরপুর টাউন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ছিনতাই হয়ে যাওয়া গাড়িটি উদ্ধারে তাঁরা অনুসন্ধান শুরু করেছেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চ লকক উপজ ল

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ