জামালপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে ১৪টিতে জয় লাভ করেছেন বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২টি পদে বিএনপি ও দুটি পদে জামায়াতপন্থী এবং একটি পদে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

গতকাল বুধবার ভোট গ্রহণ শেষে রাত একটায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আবদুল বারী। নির্বাচনে ‘আইনজীবী ঐক্য পরিষদ’ প্যানেলের গোলাম নবী (বিএনপিপন্থী) ১৯৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (আওয়ামীপন্থী) প্রার্থী নজরুল ইসলাম পেয়েছেন ১৫২ ভোট। এবারের নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবীদের কোনো প্যানেল ছিল না।
অন্যদিকে ১৭৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ‘আইনজীবী ঐক্য পরিষদ’ প্যানেলের রিশাদ রেজওয়ান (বিএনপিপন্থী)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এককভাবে স্বতন্ত্র প্রার্থী শামসুজ্জোহা ইসমাইল (আওয়ামীপন্থী) পেয়েছেন ১২২ ভোট।

বিএনপি-জামায়াত সমর্থিত ‘আইনজীবী ঐক্য পরিষদ’ প্যানেল থেকে নির্বাচিত বাকিরা হলেন সহসভাপতি পদে আবদুল আওয়াল (জামায়াতপন্থী) ও জামিল হাসান; সহসাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মতি ও মোবারক হোসেন; অডিটর শফিকুল ইসলাম; পাঠাগার ও সাহিত্যবিষয়ক সম্পাদক শামীমা তাসনিম; ক্রীড়া ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম। সেই সঙ্গে নির্বাহী কমিটির সদস্য পদে শাহাজাদা মিয়া, আল আমীন, মোহাম্মদ আনোয়ার হোসাইন, মাহমুদা আক্তার ওরফে স্বপ্না, আছিমুল ইসলাম (জামায়াতপন্থী) ও আজাদী হাসান ওরফে মামুন (গণতন্ত্র মঞ্চ) নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার আবদুল বারী ফলাফল ঘোষণার সময় গণমাধ্যমকর্মীদের বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে শেষ হয়েছে। জেলা আইনজীবী সমিতির ৪২৪ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৩৬৮ জন। ১৫টি পদে দুটি প্যানেলসহ স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স বতন ত র ল ইসল ম আইনজ ব হয় ছ ন আবদ ল ব এনপ

এছাড়াও পড়ুন:

মেরাদিয়ায় পশুর হাট বসানো যাবে না: হাইকোর্ট

আসন্ন কোরবানির ঈদে রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় গরুর হাট বসানো যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ সোমবার (২৮ এপ্রিল) এ আদেশ দিয়েছেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রিটকারীর আইনজীবীর জহিরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২১ এপ্রিল রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় পশুট হাট বসানোর সিদ্ধান্ত জানিয়ে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করেন বনশ্রী এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন সরকার। রিটের শুনানি নিয়ে গতকাল হাইকোর্ট মেরাদিয়ায় পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি তিন মাসের জন্য স্থগিত করেন। পাশাপাশি রুল জারি করেন।

আরেক আইনজীবী খুররম শাহ মুরাদ বলেছেন, বনশ্রী আবাসিক এলাকা। বনশ্রীর মেরাদিয়ায় পশুর হাট বসলে এ হাট পুরো আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন ওই এলাকার বাসিন্দারা। এ কারণে এলাকাবাসীর পক্ষে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছিল।

ঢাকা/এম/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য ৩ চিকিৎসকের
  • শ্রম আদালতে ঝুলছে ২২ হাজার মামলা
  • মাওলানা রইস হত্যার বিচার দাবি জানিয়ে ১০২ নাগরিকের বিবৃতি
  • বৈষম্যবিরোধী আন্দোলন ও কিশোর গ্যাংয়ের মামলায় আসামিপক্ষে সরকারি আইনজীবীদের না দাঁড়ানোর নির্দেশ
  • চিন্ময় দাসের জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, রোববার ফের শুনানি
  • চিন্ময় কৃষ্ণ দাসের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন, শুনানি হতে পারে রোববার
  • আনিসুল-সালমান-মামুন রিমান্ডে, নতুন মামলায় গ্রেপ্তার আতিক
  • আবারও নিরপরাধ দাবি হিটু শেখের, ভিন্ন কথা সাক্ষীদের
  • কিউআর কোডসহ অনলাইন যাচাই ব্যবস্থা প্রতিষ্ঠায় পদক্ষেপ নিতে কমিটি গঠনের নির্দেশ
  • মেরাদিয়ায় পশুর হাট বসানো যাবে না: হাইকোর্ট