ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার একই স্থানে ও একই সময়ে বিএনপির দুটির পক্ষের পাল্টাপাল্টি সভাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। আজ বৃহস্পতিবার সকালে একটি পক্ষের সভাস্থলের মঞ্চের পেছন থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। একটি পক্ষের সভায় প্রধান অতিথি হিসিবে বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রুমিন ফারহানা থাকার কথা আছে।

স্থানীয় বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামীকাল শুক্রবার বিকেলে উপজেলার আড়াইসিধা কাদির ভূঁইয়া উচ্চবিদ্যালয় মাঠে বিএনপিঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের দাবিতে সভা আহবান করে আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল। সভার অনুমতি চেয়ে ১০ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কাছে একটি আবেদন করে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল বিপ্লব। সেই আবেদনের অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও আড়াইসিধা কাদির ভূঁইয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে দেওয়া হয়। ওই সভায় কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা প্রধান অতিথি থাকার কথা আছে।

এদিকে একই স্থানে ও একই সময়ে ইউনিয়ন বিএনপির কর্মিসভা আয়োজন করেছে আড়াইসিধা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.

বাদল মিয়া। তিনি স্বেচ্ছাসেবক দলের আবেদনের ১০ দিন পর ২০ ফেব্রুয়ারি কর্মিসভার অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। বাদল মিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজের পক্ষের নেতা। তিনিও আবেদনের অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও আড়াইসিধা কাদির ভূঁইয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে দেন।

বিএনপি নেতা রুমিন ফারহানা পক্ষের সভার জন্য তিনদিন ধরে মাঠে প্যান্ডেল ও মঞ্চ প্রস্তুতের কাজ করছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। গত বুধবার রাতে ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা এতে বাধা দেন। এতে উভয় পক্ষের নেতা–কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আজ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠানস্থলের মাঠে নির্মাণাধীন মঞ্চের পেছন থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকতে দেখে স্বেচ্ছাসেবক দলের নেতা–কর্মীরা পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি ককটেল উদ্ধার করে। এ নিয়ে উপজেলায় বিএনপির দুটি পক্ষের মধ্যে উত্তেজনা চলছে।

আশুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাকিম পাটোয়ারি বলেন, তিনটি ককটেল পরিত্যক্ত ও অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যান। সেখান থেকে ককটেল তিনটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। সেনা সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আতঙ্ক সৃষ্টি করার জন্য কেউ এই কাজ করেছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান সিরাজ প্রথম আলোকে বলেন, ‘আমি হাসপাতালে আছি। এখন কথা বলতে পারব না। পরে কথা বলব।’

রুমিন ফারহানা প্রথম আলোকে বলেন, ‘আমি সন্ত্রাস, চাঁদাবাজ ও পেশিশক্তির বিরুদ্ধে। যাঁরা রাস্তা থেকে উঠে এসে রাজনীতি করছেন, তাঁদের বিরুদ্ধে আমার রাজনীতি। আমি সন্ত্রাসী, চাঁদাবাজ ও অবৈধপথে উপার্জিত ব্যক্তিদের সবসময় বিরোধিতা করি। আমি স্বচ্ছ ও সুষ্ঠু রাজনীতিতে বিশ্বাসী। যত কিছুই করুক আগামীকালের সভায় আমি যাবই।’

আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামল চন্দ্র বসাক প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে বিএনপির কোনো পক্ষকেই সভা করার অনুমতি দেওয়া হয়নি। জেলা প্রশাসন যে পক্ষকে অনুমতি দেবে, সেই পক্ষকে সভা করতে দেওয়া হবে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যা যা করার তাই করা হবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর মকর ত ব এনপ র ন ব এনপ ককট ল একই স উপজ ল

এছাড়াও পড়ুন:

খুলনায় ৮ ঘণ্টার ব্যবধানে ২ জনকে কুপিয়ে হত্যা

খুলনায় মাত্র আট ঘণ্টার ব্যবধানে দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় মনোয়ার হোসেন টগর নামে এক যুবক এবং শনিবার (২ আগস্ট) ভোরে দিঘলিয়া উপজেলার বারাকপুরে আল-আমিন সিকদার নামে এক ভ্যানচালক খুন হন। 

দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা
পুলিশ জানায়, শনিবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে দিঘলিয়া উপজেলার বারাকপুর নন্দনপ্রতাপ গ্রামে আল-আমিন সিকদার (৩৩) নামে এক ভ্যানচালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিহত আল-আমিন ওই গ্রামের কাওসার শিকদারের ছেলে।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, “আল-আমিনের স্ত্রীর সাবেক স্বামী মো. আসাদুল ঝিনাইদহ থেকে এসে অতর্কিতে তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর আসাদুল পালিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার সাবেক স্ত্রীকে বিয়ে করার কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।”

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

নগরীতে ছুরিকাঘাতে যুবক খুন
অপরদিকে, শুক্রবার রাত সোয়া ৯টার দিকে খুলনা নগরীর সোনাডাঙ্গা থানাধীন সবুজবাগ এলাকায় নিজ বাড়িতে ছুরিকাঘাতে খুন হন মনোয়ার হোসেন টগর (২৫) নামে এক যুবক। তিনি ওই এলাকার বাসিন্দা জামাল হাওলাদারের ছেলে। 

স্থানীয়রা জানান, রাত সোয়া ৯টার দিকে কয়েকজন যুবক টগরের বাড়িতে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে ছুরিকাঘাত করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনাডাঙ্গা মডেল থানার এসআই আবদুল হাই বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, হত্যাকারীরা টগরের পূর্ব পরিচিত।  তাদের সবাইকে শনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারে অভিযান চলছে।” 

ঢাকা/নুরুজ্জামান/ইভা 

সম্পর্কিত নিবন্ধ