Risingbd:
2025-08-02@05:06:20 GMT

ইবিতে শীর্ষ দুই পদে রদবদল

Published: 5th, March 2025 GMT

ইবিতে শীর্ষ দুই পদে রদবদল

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মনজুরুল হক। এছাড়া বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (পিডি) হিসেবে মোয়াজ্জেম হোসেন নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.

নকীব মোহাম্মদ নসরুল্লাহর স্বাক্ষরিত পৃথক আদেশে এসব নিয়োগ দেওয়া হয়। পুনরাদেশ না দেয়া পর্যন্ত তারা উক্ত পদে দায়িত্ব পালন করবেন।

নিয়োগ আদেশে বলা হয়েছে, এইচএম আলী হাসানকে তাঁর রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদ থেকে বুধবার (৫ মার্চ) থেকে অব্যাহতি দেওয়া হলো। তিনি পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের উপ-পরিচালক পদে যোগদান করবেন। এ পদে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মনজুরুল হককে নিয়োগ দেওয়া হলো।

আরো পড়ুন:

শেখ পরিবারের নামে থাকা ইবির ৫ স্থাপনার নাম পরিবর্তন

ইবি প্রক্টরকে জামায়াত ট্যাগ উপ-উপাচার্যের, উপাচার্য কার্যালয়ে হট্টগোল

অপর আদেশে বলা হয়েছে, ড. নওয়াব আলীকে পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক পদ থেকে বুধবার (৫ মার্চ) থেকে অব্যাহতি দিয়ে এস্টেট অফিসের উপ-রেজিস্ট্রার মোয়াজ্জেম হোসেনকে নিয়োগ দেওয়া হলো।

আদেশ দুইটিতে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা তাদের পদে দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক পদ সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা ভোগ করবেন।

নবনিযুক্ত রেজিট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, “আমার ২৬ বছরের শিক্ষকতায় কখনো পদ নিয়ে পড়ে ছিলাম না। আমি সবসময় শিক্ষার্থীদের সঙ্গেই ছিলাম। তারপরেও উপাচার্য আমাকে এই দায়িত্ব দিয়েছেন। আমি যথাসাধ্য চেষ্টা করবো ভালো কাজ করার। বিশ্ববিদ্যালয়ের ভালো কাজের সঙ্গে থাকব।”

তিনি বলেন, “কোন অন্যায় যাতে না হয়, সে বিষয়ে সচেষ্ট থাকব এবং বর্তমান প্রশাসনকে গতিশীল করতে যেসব কাজ করা প্রয়োজন, তা করব। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের খারাপ দিকগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করব। আমাকে সবাই সৎ পরামর্শ দিবেন। সবাইকে নিয়েই কাজ করতে চাই।”

ঢাকা/তানিম/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপ চ র য করব ন

এছাড়াও পড়ুন:

ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৯৪ শতাংশ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ জুলাই) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৯৪ শতাংশ।

শনিবার (২ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০.৩১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৫১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.২০ পয়েন্ট বা ১.৯৪ শতাংশ।

এর আগের সপ্তাহের (২৪ থেকে ২৮ জুলাই) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৭১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৩১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.৬০ পয়েন্ট বা ৬.১৮ শতাংশ।

খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৬.১০ পয়েন্টে, ব্যাংক খাতে ৭.১৯ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ৯.৮৯ পয়েন্ট, টেক্সটাইল খাতে ১০.৭০ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১১.০৮ পয়েন্টে, প্রকৌশল খাতে ১১.৩৫ পয়েন্টে, আর্থিক খাতে ১২.৬০ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১২.৭৭ পয়েন্টে, সিমেন্ট খাতে ১৪.১০ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৪.৯৪ পয়েন্টে, আইটি খাতে ১৬.৩১ পয়েন্টে, বিবিধ খাতে ১৬.৬৫ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ১৭.৯৬ পয়েন্ট, মিউচুয়াল ফান্ড খাতে ১৮.৪৩ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ২১.৮১ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ২১.৯৩ পয়েন্টে, পাট খাতে ২৬.১৯ পয়েন্টে, ট্যানারি খাতে ২৬.৭৭ পয়েন্টে,   এবং সিরামিক খাতে ৫৭.৪৭ পয়েন্টে অবস্থান করছে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ