২০২২ সালের টি-২০ বিশ্বকাপের ঠিক আগে সংক্ষিপ্ত সংস্করণকে বিদায় বলেছিলেন মুশফিকুর রহিম। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির পরে আন্তর্জাতিক ওয়ানডে ফরম্যাটকে বিদায় বললেন ডানহাতি এই ব্যাটার। সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৮ বছরের প্রান্তে থাকা মুশফিক। তার বিদায়ে অভিনন্দন জানিয়েছেন সতীর্থ ও ভাইরা মাহমুদউল্লাহ রিয়াদ। 

এছাড়া পঞ্চপাণ্ডবের দু’জন তামিম ইকবাল ও মাশরাফি মর্তুজা সামাজিক মাধ্যমে প্রশংসা করেছেন মুশফিককে। জাতীয় দলের অধিনায়ক নাজমুল শান্ত শুভেচ্ছা জানিয়েছেন দেশের ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটারকে। তাওহীদ হৃদয় স্মৃতিমন্থন করেছেন। 

মুশফিককে নিয়ে ফেসবুকে এক পোস্ট দিয়ে রিয়াদ লিখেছেন, ‘মুশফিক, অসাধারণ ওয়ানডে ক্যারিয়ারের জন্য অভিনন্দন। দুবাইয়ে তোমার ভাঙা পাঁজর নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে করা সেঞ্চুরি আমার মনে ভাসছে। শীর্ষ পর্যায়ে পারফর্ম করতে তোমার ত্যাগ, পরিশ্রম প্রমাণ করে খেলার প্রতি তুমি কতটা সম্মান দেখিয়েছ। নিঃসন্দেহে তুমি বাংলাদেশ ক্রিকেটের একটা রত্ন। টেস্ট ফরম্যাটের জন্য তোমাকে শুভকামনা।’ 

মাশরাফি সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে লিখেছেন, ‘তোমার বিদায়ের ঘোষণায় এক লহমায় অনেক কিছু ভেসে উঠল চোখে। এত বছরের একসঙ্গে পথচলা, মাঠের ভেতরে-বাইরে কতশত স্মৃতি ওয়ানডেতে তোমার রেকর্ডই তোমার হয়ে স্বাক্ষ্য দেবে। রেকর্ড বইয়ে লেখা থাকবে না, কতটা নিবেদন আর নিষ্ঠায় তুমি ক্যারিয়ার গড়েছিলে। আশা করি, সাদা পোশাকের বাকি অধ্যায়টুকু রঙিন করে তুলবে।’

তামিম ভিডিও বার্তা দিয়ে মুশফিককে নিয়ে বলেছেন, ‘তার সঙ্গে আমার ২০-২৫ বছরের সম্পর্ক। তাকে শুধু এতটুকু বলতে চাই, দোস্ত তোর সঙ্গে অনূর্ধ্ব-১৫ থেকে খেলা শুরু। সাধারণ থেকে দেশের অন্যতম সেরা ব্যাটার হইছোস তুই। আমি দেখছি, একটা ছেলে কতটা কষ্ট করতে পারে। খেলার প্রতি তার ত্যাগ, ভালোবাসা বলে বোঝানো যাবে না। তুই যা-ই অর্জন করেছিস তা অসাধারণ। তোর অবদান বছরের পর বছর মনে রাখা হবে। তুই অন্তত ১০০ টেস্ট খেলবি, এটাই আমার আশা। যেটা বাংলাদেশের কেউ এখনো পারেনি।’

মুশফিককে ধন্যবাদ দিয়ে জাতীয় দলের অধিনায়ক শান্ত লিখেছেন, ‘মুশফিক ভাই, আমাদের মতো লক্ষ্য তরুণকে উৎসাহিত করায় আপনাকে ধন্যবাদ। আপনার ক্রিকেটের প্রতি আত্মত্যাগ আমাদের জন্য আদর্শ হয়ে থাকবে। বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী প্রজন্মকে উৎসাহ দেবে। বাংলাদেশ ক্রিকেট আপনার অবদান ভুলবে না।’ 

তাওহীদ হৃদয় লিখেছেন, ‘বগুড়ায় ছোটবেলায় আপনাকে দেখার আশায় স্টেডিয়ামের গেইট ধরে দাঁড়িয়ে থাকা, ওডিআই ক‍্যাপ গ্রহণ করা এবং ড্রেসিংরুম শেয়ার করা; আমার কাছে রূপকথার থেকে কম নয়! আপনি আমার আইডল। আপনার অবসর আনন্দের হোক। আমি আপনাকে সবার চেয়ে এবং সবকিছুর চেয়ে বেশি মিস করবো।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: বছর র

এছাড়াও পড়ুন:

ঘোড়ার গাড়িতে চড়িয়ে শিক্ষক ও অফিস সহায়ককে বিদায়

ঝিনাইদহের কালীগঞ্জে ঘোড়ার গাড়িতে চড়িয়ে স্কুল শিক্ষক ও অফিস সহায়ককে বিদায় জানিয়েছেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমানকে বিদায় সংবর্ধনা জানানো হয়।

বিদায় সংবর্ধনা উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে স্মৃতিচারণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি মো. দেদারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, সিনিয়র শিক্ষক রুহুল আমিন প্রমুখ।

আরো পড়ুন:

সাতক্ষীরায় নিখোঁজের ৩৬ দিনেও স্কুলছাত্রী উদ্ধার হয়নি

স্কুল ভবনে ক্লাস চলাকালে বিধ্বস্ত হয় প্রশিক্ষণ বিমান

আয়োজকরা জানান, দীর্ঘদিন শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমান এই প্রতিষ্ঠানে চাকরি করেছেন। সম্প্রতি তারা অবসরে গেছেন। তাদের বিদায় সংবর্ধনা স্মরণীয় করে রাখতে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় জানানো হয়েছে। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষক আজিবর রহমান বলেন, ‘‘দীর্ঘ ২১ বছর এই বিদ্যালয়ে চাকরি করেছি। চলার পথে কোনো ভুল-ত্রুটি হলে সবাই ক্ষমা করবেন। চাকরি জীবন শেষে এমন সংবর্ধনা পাব কল্পনাও করিনি। এ জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’’ এ সময় শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।

প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা বলেন, ‘‘চাকরি জীবনে সবাইকেই অবসর নিতে হবে। আজ আমরা ইংরেজি শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমানকে বিদায় জানিয়েছি। এটা কষ্টের হলেও সবাইকে মেনে নিতে হবে। বিদায়ের দিনটি স্মরণীয় করে রাখতে তাদের দুজনকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় জানানো হয়েছে।’’

ঢাকা/সোহাগ/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • ঘোড়ার গাড়িতে চড়িয়ে শিক্ষক ও অফিস সহায়ককে বিদায়