মেসিকে এক মাসের জন্য হারানোর ভয় ইন্টার মায়ামির
Published: 6th, March 2025 GMT
হাসটন ডায়নামোর বিপক্ষে লিওনেল মেসিকে খেলাননি ইন্টার মায়ামির আর্জেন্টাইন কোচ হাভিয়ের মাশ্চেরানো। মেসি না খেলায় ডায়নামো ভক্তদের ম্যাচটি ফ্রিতে দেখার সুযোগ দিয়েছে। কারণ দর্শকরা মূলত মেসির খেলা দেখার জন্যই টিকিট কেটেছিলেন।
ওই ম্যাচে মেসি ছাড়া ইন্টার ৪-১ গোলে জয় পায়। ম্যাচ শেষে মেসিকে না খেলানোর ব্যাখ্যায় মাশ্চেরানো জানান, ক্লান্ত অনুভব করছিলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা। ঝুঁকি নিয়ে তাকে খেলিয়ে তারকা ফুটবলারকে এক বছরের জন্য হারাতে চাননি তিনি।
মাশ্চেরানো বলেন, ‘লিও’র কোন ইনজুরি ছিল না। অবশ্যই সে কিছুটা ক্লান্তি বোধ করছিল। এরই মধ্যে সে (তিন ম্যাচ খেলে ফেলায়) অতিরিক্ত চাপ নিয়ে ফেলেছে। সেজন্যই তাকে হাসটনে দলের সঙ্গে রাখা হয়নি।’
মেসির সাবেক বার্সেলোনা ও আর্জেন্টিনা সতীর্থ এবং আলবিসেলেস্তেদের বয়সভিত্তিক দলের সাবেক কোচ মাশ্চেরানো জানান, এরই মধ্যে তার দলের অনেকে ইনজুরিতে থাকায় মেসিকে নিয়ে ঝুঁকি নেননি, ‘এরই মধ্যে আমাদের অনেকে ইনজুরিতে আছেন। এমন কাউকে নিয়ে ঝুঁকি নিতে চাইনি, যে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশ্রাম না দিলে সে ইনজুরিতে পড়ে যেত এবং এক মাসের জন্য তাকে হারাতে হতো। যা আমি চাইনি।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: ম স ইন ট র ম য় ম র জন য ইনজ র
এছাড়াও পড়ুন:
চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।
আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।
ইমরান//