ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় বিএনপির দু’পক্ষে সংঘর্ষের ঘটনায় মামলা করেনি কোনো পক্ষই। সংঘর্ষের মধ্যে প্রতিপক্ষের দিকে প্রকাশ্যে গুলি ছোড়া যুবকের পরিচয় মিলেছে। কিন্তু তাকে এখনও আটক করা যায়নি। পুলিশ জানিয়েছে, তারা সোহাগ নামে ওই যুবককে আটক ও আগ্নেয়াস্ত্রটি উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করছে।
প্রকাশ্যে পিস্তল দিয়ে গুলি ছোড়া আলোচিত সোহাগের বাড়ি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৭ নম্বর ওয়ার্ডে। সে সিদ্ধিরগঞ্জের কদমতলী দক্ষিণপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে। সোহাগ নিজেকে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগরের ফুফাতো ভাই বলে পরিচয় দেয়।
নাসিকের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো.
রাকিবুর রহমান সাগর বলেন, ‘কোনো সন্ত্রাসীকে আমি কখনোই প্রশ্রয় দিইনি, দেব না। সোহাগের সঙ্গে পারিবারিকভাবে আমার কোনো সম্পর্ক নেই। সে আমার দূর সম্পর্কের আত্মীয়। এই পরিচয় দিয়ে বিভিন্ন সুবিধা আদায় করে।’ তাঁকে বিতর্কিত করতেই তৃতীয় পক্ষের প্ররোচনায় সে (সোহাগ) সংঘর্ষের সময় এমন কাজ করেছে বলেও মনে করেন সাগর।
আদমজী ইপিজেডের ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির কয়েকটি পক্ষের মধ্যে কয়েক মাস ধরে বিরোধ চলছে। এর জের ধরে বৃহস্পতিবার বিকেলে রাকিবুর রহমান সাগরের অনুসারীদের সংঘর্ষ হয় নাসিকের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন, জেলা বিএনপির সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক শাহআলম মানিক ও রুহুল আমিনের লোকজনের সঙ্গে। এ সময় আদমজী-নারায়ণগঞ্জ সড়কের পূর্ব পাশে ডিএনডি সেচ খালের সেতুর ওপর দাঁড়িয়ে গুলিবর্ষণ করতে দেখা যায় সোহাগকে। এ দৃশ্য শুক্রবার দৈনিক সমকালের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত হয়। পরে ছবিটি আলোচনার কেন্দ্রে উঠে আসে। টনক নড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।
গতকাল শুক্রবার পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দেয়নি বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মাদ শাহীনুর আলম। তিনি বলেন, পরিচয় জানার পরই অস্ত্রধারী ওই যুবককে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ ব এনপ র স ঘর ষ
এছাড়াও পড়ুন:
সুজন নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির ২০২৪ -২০২৬ প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে সংগঠনের সভাপতি ধীমান সাহা জুয়েলে’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশু আশরাফুলের সঞ্চালনায় আলী আহমদ চুনকা নগর পাঠাগারে প্রানবন্ত এবং আনন্দমুখর পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উক্ত কমিটির ভবিষ্যৎ কার্যক্রমের বিভিন্ন বিষয়ে সম্পর্কে আলোচনা করা হয়। আলোচ্য বিষয়সমূহের মধ্যে যে সকল সিন্ধান্ত সমূহ গৃহীত হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হলো জেলা কমিটির সদস্য সংগ্রহ,উপজেলা কমিটি গঠন,আঞ্চলিক সমস্যার মধ্যে যানজট নিরসন, জলাবদ্ধতা নিরসন,শব্দ দূষণ, বায়ু দূষণ ও নদী দূষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করা সহ আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সুজন এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভাপতির নেতৃত্বে ১২ নভেম্বর সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে পালন করা হবে। সকাল ১১ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার হতে শোভাযাত্রা এবং র্যালী অনুষ্ঠিত হবে। পরবর্তীতে কেক কাটার মধ্যে দিয়ে আলোচনা অনুষ্ঠান শুরু হবে। এই সময় সুজনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শাহিদুল ইসলাম টিটু, সহ-সভাপতি এম আর হায়দার রানা, অর্থ সম্পাদক রাজলক্ষ্মী, সদস্য এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সহ কমিটির আরো নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ‘
আলোচনা শেষে সভাপতি, সকলের সু স্বাস্থ্য কামনা করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।