ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় বিএনপির দু’পক্ষে সংঘর্ষের ঘটনায় মামলা করেনি কোনো পক্ষই। সংঘর্ষের মধ্যে প্রতিপক্ষের দিকে প্রকাশ্যে গুলি ছোড়া যুবকের পরিচয় মিলেছে। কিন্তু তাকে এখনও আটক করা যায়নি। পুলিশ জানিয়েছে, তারা সোহাগ নামে ওই যুবককে আটক ও আগ্নেয়াস্ত্রটি উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করছে।
প্রকাশ্যে পিস্তল দিয়ে গুলি ছোড়া আলোচিত সোহাগের বাড়ি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৭ নম্বর ওয়ার্ডে। সে সিদ্ধিরগঞ্জের কদমতলী দক্ষিণপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে। সোহাগ নিজেকে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগরের ফুফাতো ভাই বলে পরিচয় দেয়।
নাসিকের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো.
রাকিবুর রহমান সাগর বলেন, ‘কোনো সন্ত্রাসীকে আমি কখনোই প্রশ্রয় দিইনি, দেব না। সোহাগের সঙ্গে পারিবারিকভাবে আমার কোনো সম্পর্ক নেই। সে আমার দূর সম্পর্কের আত্মীয়। এই পরিচয় দিয়ে বিভিন্ন সুবিধা আদায় করে।’ তাঁকে বিতর্কিত করতেই তৃতীয় পক্ষের প্ররোচনায় সে (সোহাগ) সংঘর্ষের সময় এমন কাজ করেছে বলেও মনে করেন সাগর।
আদমজী ইপিজেডের ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির কয়েকটি পক্ষের মধ্যে কয়েক মাস ধরে বিরোধ চলছে। এর জের ধরে বৃহস্পতিবার বিকেলে রাকিবুর রহমান সাগরের অনুসারীদের সংঘর্ষ হয় নাসিকের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন, জেলা বিএনপির সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক শাহআলম মানিক ও রুহুল আমিনের লোকজনের সঙ্গে। এ সময় আদমজী-নারায়ণগঞ্জ সড়কের পূর্ব পাশে ডিএনডি সেচ খালের সেতুর ওপর দাঁড়িয়ে গুলিবর্ষণ করতে দেখা যায় সোহাগকে। এ দৃশ্য শুক্রবার দৈনিক সমকালের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত হয়। পরে ছবিটি আলোচনার কেন্দ্রে উঠে আসে। টনক নড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।
গতকাল শুক্রবার পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দেয়নি বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মাদ শাহীনুর আলম। তিনি বলেন, পরিচয় জানার পরই অস্ত্রধারী ওই যুবককে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ ব এনপ র স ঘর ষ
এছাড়াও পড়ুন:
কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও সদস্য ফরম বিতরণ
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্তর্গত বন্দর উপজেলা বিএনপির আওতাধীন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম কার্যক্রম বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) বিকেল চারটায় কলাগাছিয়া ইউনিয়নের আলতাফ কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি'র নেতৃবৃন্দের কাছে তুলে দেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ূন কবির, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী নুরউদ্দিন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ূন কবির, বন্দর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহি উদ্দিন শিশির, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এড. মতিউর রহমান মতিন, সাবেক সাধারণ সম্পাদক ফরিদ হোসেন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ পনেজ, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হুমায়ূন কবির, সহ- সভাপতি দিদার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক সজিব খন্দকার, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল প্রধানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।