দেয়ালের সৌন্দর্য সজীব রাখে যে রং
Published: 13th, March 2025 GMT
গৃহসজ্জা ও রঙের ক্ষেত্রে গ্রাহকদের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা হলো দেয়ালের সৌন্দর্য, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং রঙের দীর্ঘস্থায়ী উজ্জ্বলতা। গ্রাহকদের আকাঙ্ক্ষা পূরণ করতে এশিয়ান পেইন্টস বাংলাদেশ নিয়ে এলো দেশের প্রথম প্রযুক্তিনির্ভর আল্ট্রা ননস্টিক পেইন্ট, যা অ্যান্টি-স্টেইন পলিমার প্রযুক্তির সমন্বয়ে উন্নত করা হয়েছে। এই অত্যাধুনিক প্রযুক্তি দেয়ালেকে এমনভাবে সুরক্ষা দেয় যাতে ধুলো-ময়লা এবং দাগ জমতে দেয় না।
আল্ট্রা ননস্টিক পেইন্টের উন্নত প্রযুক্তি দেয়ালের সৌন্দর্য দীর্ঘস্থায়ী করে, সেইসঙ্গে ঘরের অভ্যন্তর ও বাইরের উভয় ক্ষেত্রেই বাড়ির দেয়াল দীর্ঘদিন ধরে উজ্জ্বল ও দৃষ্টিনন্দন রাখতে সহায়তা করে। এই পেইন্ট ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র উভয় ক্ষেত্রে সৌন্দর্যের নতুন মাত্রা যোগ করে। আল্ট্রা ননস্টিক ইন্টেরিয়র প্রিমিয়াম ইমালসন ঘরের অভ্যন্তরের দেয়ালের জন্য তৈরি, যা সাধারণ প্লাস্টিক পেইন্টের তুলনায় ৫ গুণ মসৃণতা এবং ২ গুণ বেশি উজ্জ্বলতা প্রদান করে। এটি দেয়ালে নরম ও চকচকে ফিনিশ এনে বিলাসবহুল পরিবেশ তৈরি করে। বাইরের দেয়ালের জন্য, আল্ট্রা ননস্টিক এক্সটেরিয়র প্রিমিয়াম ইমালসন ব্যবহৃত হয়, যার ডাস্ট পিক-আপ রেজিস্ট্যান্স প্রযুক্তি ধুলো জমতে দেয় না, ফলে রঙ দীর্ঘদিন উজ্জ্বল ও জীবন্ত থাকে।
এশিয়ান পেইন্টস বাংলাদেশ শুধুমাত্র রঙের সৌন্দর্যের উপর গুরুত্ব দেয় না, বরং দেয়ালের স্থায়িত্ব এবং পরিবেশবান্ধব উদ্ভাবনে সচেতন। আল্ট্রা ননস্টিক পেইন্ট কম ভিওসি নির্গমনকারী, যা ঘরের বাতাসকে বিশুদ্ধ রাখে এবং স্বাস্থ্যবান্ধব পরিবেশ নিশ্চিত করে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ট ক প ইন ট র স ন দর য আল ট র ইন ট র
এছাড়াও পড়ুন:
সরকারের ভেতরে একটা অংশ নির্বাচন বানচালের পাঁয়তারা করছে: এনসিপি
সরকারের ভেতরের একটি পক্ষ ঐকমত্য কমিশনের সুপারিশের বাইরে গিয়ে নিজেরাই ঐকমত্য কমিশন হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, এই চেষ্টার কারণে নির্বাচন ঝুঁকিতে পড়বে।
আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আখতার হোসেন এ কথা বলেন।
আখতার হোসেন বলেন, তাঁদের কাছে স্পষ্টতই প্রতীয়মান যে সরকারের ভেতরের কোনো একটা অংশ সংস্কারকে ভন্ডুল করে নির্বাচন বানচালের পাঁয়তারা করছে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ–আলোচনার ভিত্তিতেই কমিশন সুপারিশ উপস্থাপন করেছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে এনসিপির সদস্যসচিব বলেন, সেই সুপারিশের ভিত্তিতেই সরকার আদেশ জারি করবে, সেটাই হওয়ার কথা ছিল। কিন্তু যখন সরকারের তরফ থেকে সংবাদ সম্মেলন করে আরও এক সপ্তাহ রাজনৈতিক দলগুলোকে আলাপ–আলোচনার কথা বলা হয়, তখন মনে হয় যে সরকার আসলে এই সংস্কারের বিষয়গুলো নিয়ে সাপ-লুডো খেলছে। তিনি বলেন, ‘আমরা ৯৬-তে পৌঁছে গিয়েছিলাম, সেটাকে আবার তিনে নিয়ে আসা হয়েছে সাপ কেটে। এ অবস্থায় বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে সংকট আরও ঘনীভূত হচ্ছে।’
অতি দ্রুত সরকারকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে এনসিপির সদস্যসচিব বলেন, সরকারকে নিজেকেই দায়িত্ব নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। সামনের সংসদকে গাঠনিক ক্ষমতা প্রদান করার মধ্য দিয়ে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ঘোষণা করতে হবে। গণভোটের মাধ্যমে অর্জিত জনগণের অভিপ্রায় স্বয়ংক্রিয়ভাবে যেন বাস্তবায়িত হয়, সেই সুপারিশ বাস্তবায়ন করতে হবে।