ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে বাক্প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ
Published: 14th, March 2025 GMT
বরিশালের মুলাদী উপজেলায় ধারালো অস্ত্র দিয়ে হত্যার ভয় দেখিয়ে হাত-পা বেঁধে এক বাক্প্রতিবন্ধী তরুণীকে (২১) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় খোকন কবিরাজ (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে মুলাদী পৌর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম আজ শুক্রবার সকালে বলেন, এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে মুলাদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ওই মামলায় খোকন কবিরাজকে গ্রেপ্তার করা হয়েছে।
এজাহারের বরাত দিয়ে থানা-পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই তরুণী ও তাঁর ভাইয়ের ছেলে (৮) বাড়িতে ছিলেন। বেলা দুইটার দিকে শিশুটি বাইরে খেলতে বের হয়। তখন প্রতিবেশী খোকন একটি দা নিয়ে ওই বাড়িতে আসেন। তিনি ওই তরুণীকে দা দিয়ে জবাই করার ভয় দেখান। পরে হাত-পা বেঁধে তাঁকে ধর্ষণ করেন। এর কিছুক্ষণ পর শিশুটি বাড়ি ফিরে এ ঘটনা দেখে। এরপর দ্রুত সাইকেল চালিয়ে সে তার বাবার কাছে গিয়ে বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্যরা মুলাদী থানা-পুলিশকে বিষয়টি জানান। বিকেলে পৌর এলাকার চরডিক্রীর কালাপাহাড় এলাকা থেকে খোকনকে আটক করে পুলিশ।
মুলাদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিন উদ্দিন জানান, খোকন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন। পুলিশের প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগী তরুণীকে আজ শুক্রবার বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।
আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।
ইমরান//