গাজীপুরের শ্রীপুরে কারখানা থেকে বের হওয়া সুতাবোঝাই কাভার্ডভ্যানে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার বিকেলে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া বড়চালা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছোড়ে ও ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে ওই কাভার্ডভ্যানের সামনের অংশে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। 
স্থানীয় সূত্রে জানা গেছে, ধনুয়া বড়চালা এলাকার পাশে নয়নপুরে রিদিশা গ্রুপের মালিকানাধীন ফর্মুলা-১ স্পিনিং লিমিটেড কারখানার অবস্থান। কয়েকদিন ধরে ওই কোম্পানির কারখানার ঝুট ব্যবসা নিয়ে বিএনপির স্থানীয় দুটি পক্ষের বিরোধ চলছে। কাভার্ডভ্যানে করে ঝুট নেওয়া হচ্ছে– এমন ধারণা থেকে হামলা হতে পারে। এদিন সকালেই কারখানা থেকে ঝুটবোঝাই দুটি গাড়ি বের হয়েছিল।
কাভার্ডভ্যানের চালকের আসনে ছিলেন জাহিদুল ইসলাম। তিনি বলেন, ফর্মুলা-১ স্পিনিং লিমিটেড কারখানার নিজস্ব কাভার্ডভ্যান ভর্তি করে সুতা নিয়ে যাচ্ছিলেন। ধনুয়া বড়চালা দাখিল মাদ্রাসার মোড় ছাড়িয়ে একটু সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে কয়েকটি মোটরসাইকেল নিয়ে কাভার্ডভ্যানের গতিরোধ করা হয়। এ সময় হামলাকারীরা ফাঁকা গুলি ছুড়ে ও কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। সঙ্গে সঙ্গে কাভার্ডভ্যানের সামনের অংশে অগ্নিসংযোগ করে। পরে মোটরসাইকেল নিয়ে হামলাকারীরা চলে যায়। এ সময় তিনিসহ আশপাশের লোকজন আতঙ্কে দৌড়ে পালিয়ে যান।
ফর্মুলা-১ স্পিনিং লিমিটেড কারখানার মানবসম্পদ কর্মকর্তা সারোয়ার হোসেন বলেন, ‘কারখানা থেকে আমাদের নিজস্ব কাভার্ডভ্যানে করে সুতা নেওয়া হচ্ছিল। দুর্বৃত্তরা এ কাভার্ডভ্যানে আক্রমণ চালিয়েছে। খবর পেয়ে সেখানে গিয়ে কাভার্ডভ্যানের আগুন নিয়ন্ত্রণ করি। চারটি ককটেলের খোসা উদ্ধার করে বালতিতে রাখি। পাশাপাশি পুলিশে খবর দেই।’
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে কয়েকদিন ধরেই ঝামেলা চলছে। কারখানা থেকে ঝুট বের করা হচ্ছে এমন খবরে কোনো এক পক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। কারা ঘটিয়েছে জানা যায়নি, জানতে তদন্ত হচ্ছে।
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ