সীমান্তে বিজিবির ওপর হামলা করে গরু ছিনতাই
Published: 16th, March 2025 GMT
সিলেটের জৈন্তাপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ওপর হামলা চালিয়ে গরু ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এতে বিজিবির দুই সদস্য আহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার টিপরাখলা সীমান্তে এ ঘটনা ঘটে। হামলায় আহত বিজিবি সদস্যরা হলেন- ল্যান্স নায়েক হারুনুর রশিদ ও জামশেদ হোসেন।
বিজিবি সূত্র জানায়, রাজবাড়ী বিওপির সদস্যরা সীমান্তের ১২৮৭-৮৮ মেইন পিলারের মধ্যবর্তী এলাকায় টহল দিচ্ছিলেন। ওই সময় সীমান্ত দিয়ে চোরাকারবারিরা ভারতীয় কয়েকটি গরু নিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে। সেখানে টহলরত বিজিবি সদস্যদের অবস্থান টের পেয়েই তাদের ওপর হামলা চালায় চোরাকারবারিরা। এ সময় বিজিবি সদস্যদের লক্ষ্য করে হামলাকারীরা ইট ও পাথর নিক্ষেপ করে গরু নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি টহল দলের আহত সদস্য হারুনুর রশিদ ও জামশেদ হোসেনকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে তারা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
জৈন্তাপুর বিওপির দায়িত্বরত ক্যাম্প কমান্ডারের মোবাইল ফোনে কল করলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, চোরাকারবারিদের হামলায় তাদের দুই সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। বর্তমানে অবস্থা ভালো।
.উৎস: Samakal
কীওয়ার্ড: সদস য
এছাড়াও পড়ুন:
বিএনপি ৭ হাজারের বেশি সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে: তারেক রহমান
ছবি: তারেক রহমানের ফেসবুক পোস্ট থেকে