নরসিংদীর বেলাব উপজেলায় এনজিও কার্যালয়ে এক নারীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রবিবার (১৬ মার্চ) তৈরি পোশাক শ্রমিক ওই নারী দুজনের বিরুদ্ধে মামলা করেন। বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার দেলোয়ার হোসেন রাজু বেলাব গ্রামের বাসিন্দা এবং এনজিও কার্যালয়ের সহকারী। অপর আসামি উপজেলার বটেশ্বর গ্রামের ফার্নিচার ব্যবসায়ী শাহজাহান মিয়া।

মামলার বরাতে পুলিশ জানায়, দুই সন্তানের মা ওই নারীর স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে। তিনি শিবপুর উপজেলায় ভাড়া বাসায় থেকে একটি গামের্ন্টেসে চাকরি করেন। মোবাইল ফোনে তার সঙ্গে পরিচয় হয় ফার্নিচার ব্যবসায়ী শাহজাহান মিয়ার। 

শুক্রবার (১৪ মার্চ) শাহজাহান মিয়া তাকে এনজিও কার্যালয়ে নিয়ে যায় এবং সেখানে তিনি ও দেলোয়ার হোসেন রাজু মিলে তাকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। 

এ ব্যাপারে বিষয়ে জানতে শাহজাহান মিয়ার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। 

তবে তার ছেলে রিফাত ভূঁইয়া বলেন, “ওই নারী আমাদের পূর্বপরিচিত। সেই সুবাদে ওই নারী আমার বাবার কাছ থেকে আগে টাকা ধার নিয়েও ফেরত দেননি। নতুন করে শুক্রবার আমাদের দোকানে এসে দেড় লাখ টাকার ফার্নিচার বাকি নিতে চান। তাকে বাকিতে মাল না দেওয়ার কারণেই বাবার নামে মিথ্যা মামলা করেছেন বলে আমাদের ধারণা।”

বেলাব থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, “মামলার পর তাৎক্ষণিকভাবে দেলোয়ার হোসেন রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

ঢাকা/হৃদয়/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর শ হজ হ ন ম য় ওই ন র

এছাড়াও পড়ুন:

সিরাজ–কৃষ্ণাতে ম্যাচে ফিরল ভারত

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে মোহাম্মদ সিরাজের মতো আর কোনো পেসার নেই, এভাবে বলাই যায়। কারণ, সিরাজ ও ক্রিস ওকসই এই সিরিজের সব কটি ম্যাচ খেলেছেন। সেই ওকসও ওভাল টেস্টের প্রথম দিনে চোট পেয়ে টেস্ট থেকে ছিটকে গেছেন, টিকে আছেন সিরাজ।

টিকে থাকা সিরাজ কী করেছেন? গতকাল ওভাল টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ৮ ওভারের এক স্পেলে ফিরিয়েছেন ওলি পোপ, জো রুট, জ্যাকব বেথেলকে। এরপর আরও এক উইকেট। সিরাজকে যোগ্য সঙ্গ দিয়েছেন প্রসিধ কৃষ্ণা। দ্বিতীয় সেশনের শেষ ওভারে দুই উইকেটসহ তিনিও নিয়েছেন ৪ উইকেট। ভারতের ২২৪ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ইংল্যান্ড অলআউট হয়েছে ২৪৭ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত কাল দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ২ উইকেটে ৭৫ রান নিয়ে। দুই ‘জীবন’ পাওয়া যশস্বী জয়সোয়াল ৫১ ও আকাশ দীপ ৪ রান নিয়ে উইকেটে আছেন।

অথচ কাল প্রথম সেশন শেষে ম্যাচের চিত্র ছিল আলাদা। ইংল্যান্ড প্রথম ১৬ ওভারেই তোলে ১ উইকেটে ১০৯ রান। দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট ৭৭ বলে গড়েন ৯২ রানের জুটি। এমন বাজবলীয় শুরুর পর চিত্র পুরোপুরি বদলে যায় দ্বিতীয় সেশনে। শুরুটা করেন কৃষ্ণা। তাঁর শর্ট বলে পুল করতে গিয়ে ক্যাচ দেন ক্রলি। পরের গল্পটা সিরাজের। প্রথম স্পেলে ৪ ওভারে ৩১ রান দেওয়া সিরাজকে অধিনায়ক গিল যখন বোলিংয়ে আনেন, তখন ইংল্যান্ডের রান ২৪ ওভারে ২ উইকেটে ১৪২। তিনি একে একে ফেরান দুই সেট ব্যাটসম্যান পোপ (২২), রুটকে (২৯) ও বেথেলকে (৬)। এরপর কৃষ্ণার দুই উইকেটে দ্বিতীয় সেশনটা পুরোপুরি ভারতের হয়ে যায়। ইংল্যান্ড দ্বিতীয় সেশনে ১০৬ রান তুলতে হারায় ৬ উইকেট। তৃতীয় সেশনে আর ৩২ রান যোগ করতে পারে তারা।

আরও পড়ুনকাঁধের চোটে ভারতের বিপক্ষে আর খেলতে পারবেন না ওকস১১ ঘণ্টা আগেলোকেশ রাহুলকে আউট করার পর অ্যাটকিনসনের আনন্দ

সম্পর্কিত নিবন্ধ