প্রকৌশলীর গাড়িতে পাওয়া ৩৭ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা
Published: 17th, March 2025 GMT
নাটোরের সিংড়া উপজেলায় তল্লাশির সময় গাইবান্ধার এলজিইডি নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামের গাড়ি থেকে জব্দ করা প্রায় ৩৭ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) দুপুরে তদন্তকারী কর্মকর্তা জেলার সরকারি কোষাগারে (ট্রেজারি) জমা দেন।
রোববার (১৬ মার্চ) বিকেলে সিংড়া আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান এ টাকা জমা দেওয়ার আদেশ দেন। এর আগে দুপুরে তদন্ত কর্মকর্তা সিংড়া থানার উপপরিদর্শক রাজু আহমেদ রাষ্ট্রীয় কোষাগারে জব্দ করা টাকা জমা দেওয়ার নির্দেশ চেয়ে আদালতে আবেদন করেন।
পুলিশ জানান, গত বৃহস্পতিবার (১৩ মার্চ) দিনগত রাত ২টার সিংড়া উপজেলার চলনবিল গেট এলাকায় নাটোর-সিংড়া মহাসড়কে যৌথবাহিনী গাড়ি তল্লাশির সময় নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামের গাড়ি থেকে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।
ছাবিউল ইসলাম পুলিশের কাছে ওই টাকা তার জমি বিক্রির বলে দাবি করেন। তবে পুলিশের কাছে কোনো প্রমাণ দিতে পারেননি। এরপর শুক্রবার সন্ধ্যায় ওই নির্বাহী কর্মকর্তা মুচলেকা দিয়ে ছাড়া পান।
সিংড়া আমলী আদালতের জিআরও নুরে আলম জানান, তদন্তকারী কর্মকর্তা জব্দকৃত টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছেন।
সিংড়া থানার ওসি মো.
ঢাকা/আরিফুল/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর কর মকর ত তদন ত
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।
ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।
লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন