ফতুল্লায় মুরিদ শাহিন বাহিনীর তান্ডব, যুবককে কুপিয়ে জখম
Published: 19th, March 2025 GMT
ফতুল্লার দাপা রেলস্টেশন এলাকায় মুরিদ শাহিন ও তার সহোযোগি সন্ত্রাসীরা একটি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, লুটতরাজ সহ আল আমিন নামের এক যুবক কে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে।
হামলা থেকে আল আমিন কে বাঁচাতে এলে তার মা-বোন কে ও মারধর করে মুরিদ শাহিন ও তার সহোযোগি সন্ত্রাসীরা।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় ফতুল্লা থানার রেল স্টেশন ব্যাংক কলোনী এলাকায়।
এ ঘটনায় বুধবার সকালে আল আমিনের স্ত্রী বাদী হয়ে শাহীন (৩০), আল-আমিন (৩৫), রনি (২৫), শুভ (৩৩),ইউসুফ (৩০), হেলাল (২৮) সহ অজ্ঞাতনামা ১০/১২জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়,শাহিন ওরফ মুরিদ শাহিন একজন মাদক ব্যবসায়ী ও পেশাদার অপরাধী। গত কয়েকদিন পূর্বে শাহিন কে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরপর কর্মকর্তারা মাদক সহ আটক করে।
সেই ঘটনায় শাহিন জেলা কারাগার থেকে বেরিয়ে এসে তাকে আটক করার সোর্স সন্দেহে মঙ্গলবার রাত ১১ টার দিকে দেশীয় তৈরি অস্ত্র- সস্ত্রে সজ্জিত হয়ে আল আমিনের বাড়ীতে হামলা চালায়।
এ সময় হামলাকারীরা আল আমিনকে কুপিয়ে টেনে হিচড়ে বাসা থেকে বের করে নিয়ে যেতে চাইলে তার মা,স্ত্রী, বোন এগিয়ে এলে তাদের কেও মারধর করে। একই সাথে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্নালংকার লুটে নিয়ে যায় মুরিদ শাহিন ও সহ অভিযুক্ত আসামিরা।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত স্বাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: য বক য বক ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
বিশ্বের সবচেয়ে বয়স্ক অলিম্পিক চ্যাম্পিয়নের মৃত্যু
২৬ জুলাই ২০২৪, প্যারিসের টুইলারি বাগান। আকাশে ঝিরঝিরে বৃষ্টি। সেই বৃষ্টিভেজা সন্ধ্যাতেই জ্বলে উঠেছিল অলিম্পিক মশাল। শতবর্ষ পার করা চার্লস কস্তের জীবনে সেটাই ছিল ‘সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি’। সেদিন তিনি হাতে থাকা মশাল তুলে দিয়েছিলেন ফরাসি অলিম্পিয়ান টেডি রিনারের হাতে।
প্যারিস অলিম্পিক শুরুর প্রায় এক মাস আগে আয়োজকদের কাছ থেকে ফোন পেয়েছিলেন তিনি। অনেকটা নিভৃতেই তাঁকে জানানো হয়েছিল, উদ্বোধনী অনুষ্ঠানের শেষ দিকে মশালবাহকদের একজন হবেন তিনি।
১০১ বছর বয়সী সেই চার্লস কস্তে আর নেই। ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী মারিয়ানা ফেরারি গতকাল তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে বিদায় নিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ন।
১৯২৪ সালের ৮ ফেব্রুয়ারি জন্ম নেওয়া কস্তে ছিলেন ট্র্যাক সাইক্লিস্ট। ১৯৪৮ সালের লন্ডন অলিম্পিকে ছেলেদের টিম পারস্যুট ইভেন্টে তিনি জেতেন স্বর্ণপদক।
২০২৪ প্যারিস অলিম্পিকের উদ্ধোধনী অনুষ্ঠানে টেডি রেনার ও মেরি জোজের মশাল প্রজ্জ্বলন করছেন চার্লস কস্তে