রাতে মামলার ভয় দেখিয়ে টাকা দাবি, ভোরে মিলল লাশ
Published: 19th, March 2025 GMT
‘থানা থেকে বলছি, তোমার নামে মামলা হচ্ছে। নাম বাদ দিতে হলে আজ রাতের মধ্যেই দুই লক্ষ টাকা দিতে হবে। নইলে পুলিশ তোমাকে বাড়ি থেকে ধরে আনবে’– এমন কথা শুনে ভয়ে রাতে বাড়ি থেকে বের হবার পর ভোরে গ্রামের ড্রেনে পাওয়া গেছে সেই ব্যক্তির লাশ। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জে।
নিহত ব্যক্তির নাম আমিনুল ইসলাম (৫০)। তিনি স্থানীয় সিমলা রোকনপুর ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। গত ১৬ মার্চ তাঁর মরদেহ পাওয়া যায়। তবে মঙ্গলবার রাতে বিষয়টি জানাজানি হয়।
পরিবারের সদস্যরা জানান, লাশ উদ্ধারের পর ১৭ মার্চ কালীগঞ্জ থানায় তারা অভিযোগ দিলেও পুলিশ ভিন্ন কথা বলছে। পুলিশ বলছে, অভিযোগটি দেওয়ার পরই আবার ফেরত নিয়ে গেছে। আর চাঁদার বিষয়ে পুলিশের ভাষ্য, একটি প্রতারক চক্র ঈদ সামনে রেখে বিভিন্ন কৌশলে চাঁদা চেয়ে মানুষকে হয়রানি করছে।
নিহত আমিনুলের মেয়ে আফরোজা খাতুন তাঁর অভিযোগে উল্লেখ করেছেন, গত ১৫ মার্চ রাত ১০টা ২ মিনিটে আমিনুল ইসলামের ব্যবহৃত মোবাইল ফোনে ০১৩১৪-৮৯২০২১ নম্বর থেকে কল আসে। ফোনের অপর প্রান্ত থেকে বলে– আমি থানার পুলিশ বলছি। আপনার নামে মামলা হচ্ছে। মামলা থেকে নাম খারিজ করতে দুই লাখ টাকা দিতে হবে। ফোনে এমন কথা শুনে আমিনুল টাকা দিতে অপারগতা প্রকাশ করলে অপর প্রান্তের অজ্ঞাত ব্যক্তি তাঁকে গালাগাল, হুমকিসহ বাড়ি থেকে তুলে নেওয়ার হুমকি দেয়।
আফরোজা জানান, বিষয়টি পরিবারকে জানিয়ে তাঁর পিতা রাত সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যান। রাতে আর ফিরে আসেনি তিনি। পরদিন ১৬ মার্চ ভোরে পুকুরিয়া গ্রামের মাঠের একটি ড্রেনের মধ্য থেকে মৃতদেহ পাওয়া যায়।
পরিবার ও গ্রামবাসীর ধারণা, অজ্ঞাত চাঁদাবাজদের ভয়ে বাড়ি ছেড়ে পালাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন।
সিমলা রোকনপুরের ইউপি সদস্য ইউনুচ আলী বলেন, একই রাতে একই মোবাইল নম্বর থেকে এএসআই মাসুদ পরিচয়ে তাঁকে কল দিয়ে দুই লাখ টাকা দাবি করা হয়। তাঁর মতো আরও ৬ জন ইউপি সদস্যকে মোবাইল ফোনে হুমকি দিয়েছে চক্রটি।
জানতে চাইলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম হাওলাদার বলেন, আমিনুলের স্বজন থানায় একটি অভিযোগ দিয়েছিলেন। কিন্তু কিছু সময় পরই আবার অভিযোগটি নিয়ে গেছেন। তিনি বলেন, পুলিশ পরিচয়ে চাঁদা দাবি করার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ঝ ন ইদহ মরদ হ আম ন ল সদস য
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।
সিপিএল: কোয়ালিফায়ার-১ গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২
আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২
ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১
নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২
ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫