Risingbd:
2025-11-03@12:00:52 GMT

ডাচদের বিপক্ষে হার এড়াল স্পেন

Published: 21st, March 2025 GMT

ডাচদের বিপক্ষে হার এড়াল স্পেন

ম্যাচটা হেরেই যাচ্ছিল স্পেন। তবে বদলি হয়ে নামা মিডফিল্ডার মিকেল মেরিনো শেষ মুহূর্তে গোল করে নেদারল্যান্ডসের বিপক্ষে পরাজয়ের হাত থেকে বাঁচান দলকে। বৃহস্পতিবার (২০ মার্চ, ২০২৫) দিবাগত রাতে উয়েফা ন্যাশনস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ ডাচদের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে স্পেন।

রটারডামে লুইস দে লা ফুয়েন্তের স্পেনকে প্রথমার্ধের নয় মিনিটের মাথায় লিড এনে দেন নিকো উইলিয়ামস। ডাচ ফুল-ব্যাক জরেল হাতো নিজের ডিফেন্সে বল হারালে উইলিয়ামস সুযোগটি কাজে লাগান। এরপরই স্বাগতিকরা দারুণভাবে ঘুরে দাঁড়ায়। ২৮ মিনিটে জাস্টিন ক্লুইভার্টের পাস থেকে নিচু শটে জাল খুঁজে নেন লিভারপুল ফরোয়ার্ড কোডি গাকপো।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে না হতেই এগিয়ে যায় ডাচরা। বিরতির পর খেলা শুরু হলে ৩৯ সেকেন্ডের মাথায় তিজানি রেইন্ডার্সের নিচু শট এগিয়ে দেয় তাদের। সেই ব্যবধান রেখেই খেলা এগুচ্ছিল। তবে ম্যাচের ৮১ মিনিটে হাতো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে, দশজনের দলে পরিণত হয় ডাচরা। স্পেন সে সুবিধা ভালোভাবেই কাজে লাগিয়েছে। যোগ করা সময়ে মেরিনো গোল করে বর্তমান চ্যাম্পিয়নদের ড্র নিশ্চিত করেন।

আরো পড়ুন:

স্পেনে বাড়ি কিনতে দিতে হবে ১০০ শতাংশ কর

চমক রেখে স্পেনের নেশন্স লিগের দল 

এই নিয়ে টানা ১৭ ম্যাচে অপরাজিত রইলো ২০২৪ ইউরো চ্যাম্পিয়ন স্পেন। সবশেষ গত বছরের ২২ মার্চ লন্ডনে প্রীতি ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরেছিল তারা।

আগামী রোবিবার (২৩ মার্চ, ২০২৫) ভ্যালেন্সিয়ায় দ্বিতীয় লেগে মাঠে নাম্বে দুদল। 

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল

এছাড়াও পড়ুন:

৭ কোটি বাজেটে ৯০ কোটি আয়, সবাইকে টেক্কা দিয়েছে এই সিনেমা

হিন্দিতে ‘ছাবা’, ‘সাইয়ারা’ চলতি বছর বক্স অফিসে ঝড় তুলেছিল। দক্ষিণি সিনেমার মধ্যে ‘লোকাহ চ্যাপটার ১: চন্দ্র’, ‘কানতারা: চ্যাপটার ১’ ভালো ব্যবসা করেছে। কিন্তু বাজেটের তুলনায় ব্যবসায়িক সাফল্যে বিচার করলে সবাইকে পেছনে ফেলেছে একটি দক্ষিণি সিনেমা। মাত্র ৭ কোটি রুপি বাজেটের ছবিটি আয় করেছে ৯০ কোটি রুপি!
২০২৫ সালের প্রথমার্ধে বড় তারকা ও বাজেটের সিনেমা যেমন হিট হয়েছে, তেমনই কিছু চমকপ্রদ সাফল্য এসেছে ছোট বাজেটের চলচ্চিত্র থেকে। সেই ছোট বাজেটের তামিল ছবি ‘টুরিস্ট ফ্যামিলি’ পুরো বছরকে ছাপিয়ে গেছে, যা এখন ২০২৫ সালের সবচেয়ে লাভজনক সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে।

‘টুরিস্ট ফ্যামিলি’: হৃদয়স্পর্শী গল্পের সাফল্য
‘টুরিস্ট ফ্যামিলি’ পরিচালনা করেছেন অভিশান জেভিন্থ, যিনি এটি দিয়ে পরিচালনায় অভিষেক করছেন। সিনেমার কাহিনি শ্রীলঙ্কা থেকে আসা এক তামিল পরিবারের ভারতযাত্রাকে ঘিরে। পরিবারটি অর্থনৈতিক সংকট থেকে ‘উন্নত জীবনের’ আশায় দেশ ছাড়ে।

‘টুরিস্ট ফ্যামিলি’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ

  • স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ৩০ পদে নিয়োগ, চাকরি পেতে করুন আবেদন
  • আজ টিভিতে যা দেখবেন (৩ নভেম্বর ২০২৫)
  • বার্জার পেইন্টসের অর্ধবার্ষিকে মুনাফা কমেছে ৩.৫৩ শতাংশ
  • অনুমতি ছাড়াই গাসিক কর্মকর্তা কিবরিয়ার বিদেশ যাত্রা
  • কোহিনুর কেমিক্যালের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ৩৩.৫৫ শতাংশ
  • নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন কত টাকা পাবে, সপ্তম হওয়া বাংলাদেশ পেয়েছে কত
  • আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৫)
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, জেনে নিন ৫ ইউনিটে আবেদনের যোগ্যতাসহ আদ্যপান্ত
  • সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের অফিসার পদের লিখিত পরীক্ষার তারিখ ও নির্দেশনা প্রকাশ
  • ৭ কোটি বাজেটে ৯০ কোটি আয়, সবাইকে টেক্কা দিয়েছে এই সিনেমা