রাজবাড়ীর কালুখা‌লী‌ উপজেলায় ‌নি‌খোঁজের তিন‌ দিন পর নীরব শেখের (১৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৩ মার্চ) সকা‌লে উপ‌জেলার রতন‌দিয়া ইউনিয়‌নের মাধবপুর গ্রা‌মের পদ্মা নদী থে‌কে লাশ উদ্ধার করা হয়। 

নিহত নীরব শেখ (১৭) একই ইউনিয়নের হ‌রিণবা‌ড়িয়া গ্রা‌মের জিয়ারুল শে‌খের ছে‌লে।

নিহতের স্বজ‌নেরা জানান, গত বৃহস্প‌তিবার (২০ মার্চ) রা‌তে নীবর বা‌ড়ির পা‌শে মাধবপুর বাজা‌রে যায়। গ‌ভীর রাত হ‌য়ে গে‌লেও বা‌ড়ি‌তে না ফেরায় স্বজনেরা খোঁজ কর‌তে থা‌কে। পরের দিন ‌খোঁজ না পে‌য়ে সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে সন্ধান চে‌য়ে পোস্ট দেন। এর কিছু সময় পর অপ‌রি‌চিত নম্বর থে‌কে ‌নীর‌বের বাবার কা‌ছে ফোন আসে। ফো‌নে ২০ লাখ টাকা দা‌বি ক‌রেন। টাকা না দি‌লে নীর‌বকে হত‌্যা কর‌বে বলে হুমকি দেন।  টাকা নি‌য়ে পাংশা উপ‌জেলার ব্রিজের কা‌ছে যে‌তে ব‌লে ফোন কে‌টে দেন। এরপর থে‌কে ওই নম্বর‌ বন্ধ। শ‌নিবার (২২ মার্চ) স্বজনেরা কালুখা‌লী থানায় সাধারণ ডা‌য়ে‌রি ক‌রেন। রবিবার (২৩ মার্চ) সকা‌লে স্থানীয় জে‌লেরা মাছ ধর‌তে গি‌য়ে নদী‌তে লাশ দেখ‌তে পে‌য়ে পু‌লি‌শে খবর দেয়। প‌রে পু‌লিশ লাশ উদ্ধার ক‌রে।

আরো পড়ুন:

গাজীপুরে ঘর থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার

হাসপাতালে টয়লেটের পাইপে নবজাতক

কালুখা‌লী থানার ওসি মুহাম্মদ জা‌হেদুর রহমান জানান, শ‌নিবার ছে‌লে‌টির বাবা  সাধারণ ডা‌য়ে‌রি ক‌রেন। পু‌লিশ এ বিষ‌য়ে কাজও কর‌ছি‌ল। সকা‌লে খবর পে‌য়ে পু‌লিশ লাশ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন‌্য ম‌র্গে পা‌ঠি‌য়ে‌ছে। কেন এই হত‌্যাকাণ্ড সেই বিষ‌য়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।

ঢাকা/রবিউল/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ

এছাড়াও পড়ুন:

নাটোরে ছুরিকাঘাতে প্রাণ গেল একজনের

নাটোরে ছুরিকাঘাতে খোরশেদ আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার তেগাছি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত খোরশেদ ওই এলাকার ইউনুস আলীর ছেলে ও পেশায় রিকশাচালক ছিলেন। অভিযুক্ত সালমান (১৭) একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালমানের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন খোরশেদ আলম। এ ঘটনায় সালমান ক্ষিপ্ত হয়ে খোরশেদকে কুপিয়ে জখম করে। স্বজনেরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

নোয়াখালীর মাদরাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা 

পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান আত্মগোপনে

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত সালমানকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এ বিষয়ে মামলাসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/আরিফুল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ