চট্টগ্রাম নগরের লালখানবাজারে টাংকির পাহাড়ে আগুনের ঘটনা ঘটেছে। সোমবার রাত নয়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এতে অনেকগুলো বসতঘর পুড়ে গেছে। এর আগে সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পাহাড়েও আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, রাত নয়টার দিকে টাংকির পাহাড়ে আগুনের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে।

টাংকির পাহাড়ের বাসিন্দা মো.

রুবেল জানান, টাংকির পাহাড়ের নানা বাগান সাদেকের বাড়িতে আগুন লাগে। এতে ১৫-২০টি ঘর পুড়ে গেছে। সেখানে বেশ কয়েকটি বেড়ার ও সেমিপাকা ঘর ছিল। কোনো একটা ঘরে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। দিগ্বিদিক ছুটতে থাকেন স্থানীয়রা। পরে লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, ‘তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ করেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। কোনো হতাহত নেই।’

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার একটি পাহাড়ে আগুন লাগে সন্ধ্যায়। সাড়ে ছয়টার দিকে মেডিকেল কলেজের ছাত্রাবাসের পেছনের পাহাড়ে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত সম্পর্কে বিস্তারিত জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, খবর পেয়ে দুইটি ইউনিটের গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করে। তদন্ত করে আগুনের কারণ বের করা হবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: আগ ন

এছাড়াও পড়ুন:

ঢাকার তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তেজগাঁও সাউদার্ন পাম্পের পাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত খন্দকার সাইদুর রহমান (৩৮) পেশায় মার্চেন্ডাইজার ছিলেন। তাঁর বাড়ি ঢাকার পল্লবীর বাউনিয়ার আলাবদিরটেক এলাকায়। তাঁর বাবার নাম খন্দকার মোফাজ্জল হায়দার।

মৃতের ভাই মোস্তাফিজুর রহমান জানান, রাতে সাইদুর মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোটরসাইকেলে সাইদুরের সঙ্গে তাঁর এক সহকর্মীও ছিলেন। তবে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান বলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মারুফ জানিয়েছেন।

আবদুল্লাহ আল মারুফ বলেন, যে ট্রাকটি সাইদুরের মোটরসাইকেলে ধাক্কা দিয়েছিল, তা আটক করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছেন।

পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই সাইদুরের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আল মারুফ।

সম্পর্কিত নিবন্ধ