ম্যাচের দশম মিনিটের খেলা চলছিল। হামজা চৌধুরী প্রতিপক্ষ এক ফুটবলারকে চ্যালেঞ্জ করতেই ধারাভাষ্যকার বলে উঠলেন, “হামজা মিডফিল্ডে খেলা চালিয়ে যাচ্ছে। সে একটা লম্বা বিমানভ্রমণ করেছে; বাংলাদেশের জার্সিতে ভারতের বিপক্ষে খেলে এসেছে। আন্তর্জাতিক বিরতিতে বাংলাদেশের হয়ে অভিষেকে নায়কোচিত অভ্যর্থনা পেয়েছে সে।”

ঘটনাটি শুক্রবার (২৮ মার্চ) রাতে ইংলিশ চ্যাম্পিয়নশিপে। যেখানে হামজার অসাধারণ পারফরম্যান্সে কভেন্ট্রিকে ৩-১ গোলে হারিয়েছে শেফিল্ড ইউনাইটেড। এই জয়ে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল ক্রিস ওয়াইল্ডারের দল। ৩৯ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে সবার উপরে শেফিল্ড। যদিও ৮০ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা লিডস ইউনাইটেড খেলেছে ১ ম্যাচ কম।

গতরাতের ম্যাচটা হামজার জন্য একদম ভিন্নরকম ছিল। এর আগে ইংল্যান্ডের সর্বোচ্চ পর্যায় প্রিমিয়ার লিগে খেললেও, আন্তর্জাতিক কোন মূল দলে তার প্রতিনিধিত্ব করা হয়নি। কভেন্ট্রির বিপক্ষে তিনি যখন খেলেছেন, ততক্ষণে তার নামের পাশে বাংলাদেশে জাতীয় দলের তকমা লেগে গিয়েছে।

আরো পড়ুন:

ব্রাজিলের কোচ হওয়ার বিষয়ে যা বললেন আনচেলোত্তি

যৌন নিপীড়ন মামলায় খালাস পেলেন আলভেস

ম্যাচের শুরু থেকে ৮৮ মিনিটে পর্যন্ত মাঠে ছিলেন হামজা। এই ম্যাচে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলেছেন তিনি। যদিও আগের দুটো ম্যাচে এই ২৭ বছর বয়সী মিডফিল্ডারকে কোচ খেলিয়েছিলেন রাইটব্যাক পজিশনে। তিনি তার সহজাত ডিফেন্সিভ মিডফিল্ডার ভূমিকায় কভেন্ট্রির বিপক্ষে দারুণ খেলেছেন। পুরো ম্যাচে হামজা পাস ইন্টারসেপ্ট করেছেন ৪টি, শটও ব্লক করেছেন একটি। দুটো ট্যাকলের একটা সফল ছিল। পাস দিয়েছেন ৩১টি, যার মাঝে ৮০ শতাংশ ছিল সফল।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ