পিএসএলে রিশাদদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো
Published: 29th, March 2025 GMT
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২০২৫ মৌসুমের জন্য লাহোর কালান্দার্সের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের সাবেক প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। ইংলিশ কোচ ড্যারেন গফ দায়িত্ব নেওয়ার পর ব্যক্তিগত কারণে সরে দাঁড়ানোয় তার স্থলাভিষিক্ত হয়েছেন ডমিঙ্গো। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে লাহোর ফ্র্যাঞ্চাইজি।
আট বছর ধরে লাহোরের প্রধান কোচ ও ক্রিকেট অপারেশনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন আকিব জাভেদ। তবে পাকিস্তান জাতীয় নির্বাচক কমিটিতে যোগ দেওয়ায় তাকে সরে দাঁড়াতে হয়। পরবর্তীতে তিনি পাকিস্তান জাতীয় দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্বও গ্রহণ করেন।
আকিবের বিদায়ের পর গ্লোবাল সুপার লিগের (জিএসএল) আগে গফকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় লাহোর। পিএসএলেও তার দায়িত্ব পালনের কথা থাকলেও টুর্নামেন্ট শুরুর কয়েক সপ্তাহ আগে তিনি সরে দাঁড়ান। ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছাড়লেও লাহোর ফ্র্যাঞ্চাইজি গফের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, 'গফ সবসময় কালান্দার্স পরিবারের গুরুত্বপূর্ণ অংশ থাকবে এবং আমরা তার জন্য শুভকামনা জানাই।'
গফের বদলে প্রধান কোচের দায়িত্ব নেওয়া রাসেল ডমিঙ্গো নতুন চ্যালেঞ্জের জন্য উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, 'পিএসএলের ২০২৫ মৌসুমে লাহোর কালান্দার্সের অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। আমি দলটির সঙ্গে কাজ করতে এবং সবার প্রত্যাশা পূরণ করতে মুখিয়ে আছি।'
চার বছরে তৃতীয় শিরোপার লক্ষ্যে ডমিঙ্গোর ওপর আস্থা রেখেছে লাহোর। আগামী ১১ এপ্রিল শুরু হতে যাচ্ছে পিএসএলের এবারের আসর। প্রথম ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে লাহোর কালান্দার্স। আসন্ন মৌসুমে দলটির হয়ে খেলবেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনও।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
৭ কোটি বাজেটে ৯০ কোটি আয়, সবাইকে টেক্কা দিয়েছে এই সিনেমা
হিন্দিতে ‘ছাবা’, ‘সাইয়ারা’ চলতি বছর বক্স অফিসে ঝড় তুলেছিল। দক্ষিণি সিনেমার মধ্যে ‘লোকাহ চ্যাপটার ১: চন্দ্র’, ‘কানতারা: চ্যাপটার ১’ ভালো ব্যবসা করেছে। কিন্তু বাজেটের তুলনায় ব্যবসায়িক সাফল্যে বিচার করলে সবাইকে পেছনে ফেলেছে একটি দক্ষিণি সিনেমা। মাত্র ৭ কোটি রুপি বাজেটের ছবিটি আয় করেছে ৯০ কোটি রুপি!
২০২৫ সালের প্রথমার্ধে বড় তারকা ও বাজেটের সিনেমা যেমন হিট হয়েছে, তেমনই কিছু চমকপ্রদ সাফল্য এসেছে ছোট বাজেটের চলচ্চিত্র থেকে। সেই ছোট বাজেটের তামিল ছবি ‘টুরিস্ট ফ্যামিলি’ পুরো বছরকে ছাপিয়ে গেছে, যা এখন ২০২৫ সালের সবচেয়ে লাভজনক সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে।
‘টুরিস্ট ফ্যামিলি’: হৃদয়স্পর্শী গল্পের সাফল্য
‘টুরিস্ট ফ্যামিলি’ পরিচালনা করেছেন অভিশান জেভিন্থ, যিনি এটি দিয়ে পরিচালনায় অভিষেক করছেন। সিনেমার কাহিনি শ্রীলঙ্কা থেকে আসা এক তামিল পরিবারের ভারতযাত্রাকে ঘিরে। পরিবারটি অর্থনৈতিক সংকট থেকে ‘উন্নত জীবনের’ আশায় দেশ ছাড়ে।