ঈদে ঢাকায় বিনোদন: জাতীয় চিড়িখানায় উৎসবের আমেজ
Published: 1st, April 2025 GMT
ঈদের ছুটির দ্বিতীয় দিন ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপস্থিতি উৎসবের আমেজ তৈরি করে। রাজধানী ও আশপাশের জেলার বাসিন্দারা পরিবার-পরিজন নিয়ে ঘুরে দেখছে খাঁচাবন্দি ‘চিড়িয়া’, পাখি, জলজ প্রাণী। ঈদে ঢাকার মানুষের বিনোদনের অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে এই চিড়িয়াখানা, যেখানে বিলুপ্তপ্রায় অনেক জীব-জন্তু রাখা আছে।
ঈদুল ফিতরের উৎসব ঘিরে টানা ৯ দিনের সরকারি ছুটি। এই ছুটিতে ঈদের দিনের মতো দ্বিতীয় দিন মঙ্গলবার (১ এপ্রিল) মিরপুর চিড়িয়াখানায় দেখা যায় দর্শনার্থীদের সরব সমাগম।
চিড়িয়াখানায় গিয়ে দেখা যায়, কেউ এসেছেন পরিবারের সদস্যদের সঙ্গে; কেউ কেউ এসেছেন বন্ধুদের সঙ্গে। ঘুরে ঘুরে বিভিন্ন প্রজাতির সাপ, জন্তু-জানোয়ার, হরেক রকমের পাখি দেখছেন তারা। খাঁচাবন্দি জন্তু, পাখি, উভচর প্রাণী দেখতে এক খাঁচা থেকে আরেক খাঁচায় ছুটতে দেখা যায় দর্শনার্থীদের।
চিড়িয়াখানার ভেতরে মো.
আরো পড়ুন:
ঈদের ঢাকা: মিরপুরে জাতীয় চিড়িখানায় উৎসবের আমেজ
সন্তানের কাছে তার বাবা সেলিব্রিটি না: অপু বিশ্বাস
সানাউর হক বলেন, “গত বছর থেকে চিড়িয়াখানায় আসার জন্য ছেলে-মেয়েরা বায়না ধরছিল। বিভিন্ন কারণে আসতে পারি নাই। আজ (ঈদের পরের দিন) সবাইকে নিয়ে এসেছি। পরিবারের সবার সঙ্গে দিনটি ভালোই কাটছে।”
সানাউল হকের মেয়ে সাদিয়া হক (১০) বলেন, “চিড়িয়াখানায় সাপ, বাঘ, হরিণ ও বানর দেখেছি। জীবনে প্রথম আসলাম। আমার খুবই ভালো লেগেছে। সব কিছু ঘুরে ঘুরে দেখছি।”
চিড়িয়াখানায় আসা আরেকজন দর্শনার্থী হালিম মোহাম্মদ। তার গ্রামের বাড়ি চট্টগ্রাম। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় ভাড়া থাকেন তারা।
রাইজিংবিডি ডটকমকে হালিম মোহাম্মদ বলেন, “গ্রামের বাড়ি বিভিন্ন সমস্যার কারণে যাওয়া হয়নি এবার। তাই শ্বশুর বাড়ির আত্মীয়, আমার বোন-ভাগিনাসহ চিড়িয়াখানায় ঘুরতে এসেছি। দিনটা ভালোই কাটছে।”
হালিম মোহাম্মদের ভাগ্নে আকাশ মাহমুদের সঙ্গে কথা বলে তার কাছ থেকে চিড়িয়াখানা দর্শনের সুন্দর অভিব্যক্তি পাওয়া গেলে। তিনি বলেন, “চিড়িয়াখানার বিভিন্ন জায়গায় ঘুরেছি। ভেতরের জায়গা অনেক সুন্দর। বিভিন্ন রকম পাখি-প্রাণী দেখেছি। বেশ আনন্দ করেছি। লেকের পাড়টি অনেক সুন্দর। আমার খুব ভালো লেগেছে।”
জাতীয় চিড়িয়াখানার তথ্য অনুযায়ী, জাতীয় চিড়িয়াখানায় বাঘ, ভাল্লুক, হরিণ, সিংহ, বানর, জলহস্তী, কুমির, সাপ, ইম্পালা, গয়াল, উট পাখি, লামা, ময়না, টিয়া, ক্যাঙারু, জিরাফ, জেব্রা, হাতি, ময়ূর, উটপাখি, ইমু, শঙ্খচিল, কুড়াবাজ, তিলাবাজ, গন্ডার, হায়েনাসহ ১৩৬ প্রজাতির তিন হাজার ৩৪টি প্রাণী ও পাখি রয়েছে।
জাতীয় চিড়িয়াখানার পরিচালক মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদারের সঙ্গ কথা হলে রাইজিংবিডি ডটকমকে তিনি বলেন, “ঈদের দিন (৩১ এপ্রিল) চিড়িয়াখানায় ৭০ হাজার দর্শনার্থী হয়েছিল। জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। গতকালের চেয়ে আজ (মঙ্গলবার) দর্শনার্থীর চাপ বেশি। আজকে কত হাজার দর্শনার্থী এসেছেন, তা পরে কাউন্ট করে জানানো হবে।”
ঘুরে দেখা গেল চিড়িয়াখানার ভেতরে খাবারের কোনো ব্যবস্থা নেই। ঈদের ছুটির কারণে পর্যটন করপোরেশনের ব্যবস্থাপনায় পরিচালিত ক্যান্টিনটিও বন্ধ রাখা হয়েছে।
খেয়াল করে দেখা গেল, দর্শনার্থীরা চিড়িয়াখানায় প্রবেশের আগেই গেটের সামনের রেস্তরাঁ থেকে খেয়ে নিচ্ছেন। আবার অনেকেই বাসা থেকে রান্না করা খাবার নিয়ে প্রবেশ করেছেন। ভেতরে কথা বলে জানা গেল, গরমে হেঁটে ক্লান্ত হয়ে পড়লে কিংবা বাচ্চাদের ক্ষুধা লাগলে পরিবারের সবাই খেয়ে নিচ্ছেন। বিশ্রামাগার এবং ঘাসের মধ্যে চাঁদর বিছিয়ে খাবার খেয়েছেন অনেকে।
সব মিলে চিড়িয়াখানায় ঈদের ছুটির উৎসব লেগেছে। বুধবার সকাল থেকেই চিড়িয়াখানায় আবার দর্শনার্থীদের মেলা বসবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
ঢাকা/এএএম/রাসেল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ঈদ পর ব র এস ছ ন
এছাড়াও পড়ুন:
পূজাকে ঘিরে আইনশৃঙ্খলায় বাহিনী তৎপর : ডিসি
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আইনসৃঙ্খলা স্বাভাবিক রয়েছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সকল ধর্মমত, সকল সম্প্রদায় তারা একত্রিত হয়েছে।
সকলেই সার্বিক সহয়তা করছে যাতে করে সনাতন ধর্মাবলম্বীদের পূজা উৎসব সুন্দর ভাবে পজলন করতে পারে। পূজাকে ঘিরে একটি গোষ্ঠি চাইবে পূজা উৎসব নষ্ট করে দেয়ার জন্য।
সে জন্য আমাদের তৎপরতা রয়েছে। আমাদের গোয়েন্দা সংস্থা কাজ করছে। তার পাশাপাশি র্যাব, বিজিবি, সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশবাহিহনী সবাই কাজ করছে যাতে করে সুন্দর ভাবে পূজা উৎসব শেষ করতে পারি।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শীতলক্ষ্যা নদীর তীরে ৫নং ঘাটে দূর্গা পূজার প্রতিমা বিসর্জনের স্থান পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।
দূর্গা পূজা বিজয়া দশমী শেষে প্রতিমা বিসর্জনের সময় যেকোনো অপ্রীতিকর দূর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। সুন্দর ভাবে প্রতিমা বিসর্জনের স্থান নিরাপদ রাখতে সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নারায়ণগঞ্জের ২২৩টি পূজা মণ্ডপে সুষ্ঠুভাবে পূজা উদযাপনে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং সম্প্রীতি বজায় রেখে বর্তমানে পূজা উদযাপনের প্রস্তুতি চলছে।
এসময় তিনি প্রতিটি মণ্ডপে সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে পূজা অনুষ্ঠান সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সবাইকে যথাযথ সহযোগিতার নির্দেশনা দেন।
তিনি বলেন, সকলে মিলে সব উৎসব উদযাপন করাই বাংলার ঐতিহ্য ও গৌরব।
এসময় জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিআইডব্লিউটিএ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।