ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদ মিছিল থেকে সিলেট নগরীর একাধিক বাটার জুতোর শো রুম ও কেএফসিতে হামলা করা হয়েছে। 

সোমবার বিকেল ৩টা থেকে বিকেল ৫টার মধ্যে নগরীর জিন্দাবাজার, দরগাগেট ও মীরবক্সটুলা এলাকার শো রুমে হামলা ও ভাঙচুর করা হয়।

ইসরায়েলি প্রতিষ্ঠান দাবি করে বিকেল ৩টার দিকে বিক্ষুব্ধ জনতা মীরবক্সটুলা এলাকার রয়েল মার্ক হোটেলের দ্বিতীয় তলায় অবস্থিত কেএফসিতে ইটপাটকেল নিক্ষেপ করে ও ভেতরের প্রবেশ করে ভাঙচুর চালায়। হামলার সময় কোমল পানীয়বাহী একটি পিকআপ ট্রাক সেখানে পৌঁছালে বিক্ষুব্ধ জনতার কবলে পড়ে সেটি। ট্রাক থেকে বিভিন্ন কোমল পানীয় বের করে রাস্তায় ফেলে দেয় তারা। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত রাস্তায় অবস্থান নিয়ে লোকজন ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা গেছে। ওই সময় রেস্টুরেন্টটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। 

বিকেল সাড়ে তিনটার দিকে দরগা গেট এলাকার বাটা ও পৌনে ৫টার দিকে জিন্দাবাজার মোড়ে অবস্থিত বাটার শো রুম ভাঙচুর করা হয়। ওই সময় শতশত জনতা শো রুমের সামনে বিক্ষোভ করে। এছাড়া জিন্দাবাজারের অপর শো রুম, একই এলাকার এপেক্স গ্যালারিসহ বন্দরবাজারের বাটার দোকানেও ইটপাটকেল নিক্ষেপ করে ক্ষুব্ধ জনতা। 

এছাড়া হাউজিং এস্টেটেটের রাস্তার মুখে একটি খাদ্য প্রতিষ্ঠান থেকে কোকাকোলা বের করে রাস্তায় ফেলে দিয়েছে জনতা।  

তারা অভিযোগ করে বলেন, বাটা ও কেএফসি প্রতিষ্ঠানটি ইসরাইলের। যারা নিরস্ত্র ফিলিস্তিনিদের গণহত্যাকারী। তাদের প্রতিষ্ঠানের ঠাঁই হবে না এ দেশে।
 
মহানগর পুলিশের ডিসি (উত্তর) দেবাশীষ রায় জানিয়েছেন পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: এল ক র ক এফস

এছাড়াও পড়ুন:

অজিতের পারিশ্রমিক ২৪১ কোটি টাকা!

ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। ভক্তদের কাছে তিনি থালা অজিত নামেই পরিচিত। গত ১০ এপ্রিল মুক্তি পায় তার অভিনীত ‘গুড ব্যাড আগলি’ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল এটি। এরই মাঝে গুঞ্জন উড়ছে, পারিশ্রমিক বাড়াতে যাচ্ছেন অজিত।

পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, অজিত কুমারের পরবর্তী সিনেমা ‘একে৬৪’। এখনো সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি। গুঞ্জন অনুযায়ী, এ সিনেমার জন্য অজিত কুমার তার পারিশ্রমিক ১৫০ কোটি রুপি থেকে বাড়িয়ে ১৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২০৭-২৪১ কোটি টাকার বেশি) করতে পারেন। 

আরো পড়ুন:

মুক্তির আগেই কত টাকা আয় করল ‘কানতারা টু’?

আমি খুব কেঁদেছিলাম: মোহিনী

অজিত কুমার মনে করেন—‘সাধারণ গল্পের সিনেমাকেও রাজকীয়ভাবে উপস্থাপন করা উচিত।’ এই কারণে, সিনেমাটির বাজেট সম্ভবত ৩০০ থেকে ৪০০ কোটি রুপির মধ্যে হতে পারে। তবে অজিতের টিমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

‘গুড ব্যাড আগলি’ সিনেমা নির্মাণ করেন পরিচালক আধিক রবিচন্দ্রন। ‘একে৬৪’ সিনেমাও তারই নির্মাণের কথা রয়েছে। রেসিং সিজনের বিরতিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। কারণ অজিত কুমার তখন তার সিনেমার দিকেই সম্পূর্ণ মনোযোগ দেবেন। শোনা যাচ্ছে, এই সিনেমা সব ধরণের দর্শকদের কথা মাথায় রেখে তৈরি করা হবে, যেখানে ‘গুড ব্যাড আগলি’ কেবল অজিত ভক্তদের কেন্দ্র করে নির্মিত হয়েছিল।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ