শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তিনি আজীবন কাজ করে গেছেন
Published: 9th, April 2025 GMT
সকালবেলার রোদটা একটু আলতো, বাতাসের দস্যিপনা নেই। একটা শান্ত, স্মৃতিমাখা স্পর্শ ছড়িয়ে যাচ্ছে সেগুনবাগিচার কচি-কাঁচার মেলা প্রাঙ্গণে। প্রাঙ্গণ ভরা শিশুদের দৌড়ঝাঁপ, কল্লোল। ওরা খেলছে সুনাগরিকের স্বপ্নালয়ে কচি-কাঁচার মেলায়। পাশেই কিছু বৃদ্ধ-বৃদ্ধা গল্পে মেতেছেন একটা নামে। নামটা দাদাভাই। যাঁর আসল নাম রোকনুজ্জামান খান।
বুধবার কচি-কাঁচার মেলার অডিটরিয়ামে তিন দিনব্যাপী দাদা ভাইয়ের জন্মশতবর্ষের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তাঁর সৃষ্টিশীলতা ও অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা তিন দিনব্যাপী এ অনুষ্ঠানমালার আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে মেলা প্রাঙ্গণে দাদাভাইয়ের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তারপর বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা পর্বে দাদাভাইয়ের জন্মশতবর্ষ শ্রদ্ধার্ঘ্যে রোকনুজ্জামান খান দাদাভাই বইয়ের স্মারক উন্মোচন করা হয়।
বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। অনুষ্ঠানে কচি-কাঁচার মেলার সভাপতি খোন্দকার মো.
অনুষ্ঠানে সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, দাদাভাই যখন কচি-কাঁচার মেলা নিয়ে কাজ শুরু করেছিলেন, তখন শিশু অধিকার নিয়ে সরকারের তেমন কোনো পরিকল্পনা ছিল না। শিশুদের সুনাগরিক ও আলোর মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তিনি আজীবন কাজ করে গেছেন। কচি-কাঁচার মেলা প্রতিষ্ঠা করে গেছেন। মৃত্যুর দিনও তিনি কচি-কাঁচার মেলা নিয়ে ব্যস্ত ছিলেন।
কচি-কাঁচার মেলার অডিটরিয়ামে তিন দিনব্যাপী দাদা ভাইয়ের জন্মশতবর্ষের সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক আয়োজনউৎস: Prothomalo
কীওয়ার্ড: অন ষ ঠ ন
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় পয়:নিস্কাশন ড্রেন থেকে মরদেহ উদ্ধার
ফতুল্লায় ৪৮ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ মে) সকালে ফতুল্লার শিহাচর নূর মসজিদ সংলগ্ন পয়:নিস্কাশন ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে ড্রেন থেকে অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ৪৮ বছর হবে।
তার বিস্তারিত নাম পরিচয় জানার চেষ্টা চলছে। তার পড়নে লুঙ্গি ও শার্ট ছিল। প্রাথমিকভাবে শরীরের কোথাও আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায় নি। ধারণা করা হচ্ছে, গতকাল রাতে কোনো একসময় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।