আইপিএলের উত্তেজনাপূর্ণ একমাত্র ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৫৮ রানের বড় ব্যবধানে হারিয়ে শীর্ষস্থান দখল করেছে গুজরাট টাইটান্স। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামা গুজরাট ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৭ রান করে। জবাবে রাজস্থান অলআউট হয় ১৫৯ রানে।
শুরুটা ভালো হয়নি গুজরাটের। মাত্র ২ রান করে আউট হয়ে যান অধিনায়ক শুভমান গিল। তবে এরপরই জ্বলে ওঠেন সাই সুদর্শন ও জস বাটলার। দুইজনই শুরুতে সামলে নিয়ে পরে ঝড় তোলেন। পাওয়ারপ্লেতে ৫৬ রান তোলে গুজরাট। বাটলার ২৫ বলে ৩৬ রান করে আউট হলেও সুদর্শনের ব্যাটে রান ছিল অব্যাহত। ফিফটির পর সেঞ্চুরির দিকেও ছুটছিলেন তিনি, যদিও ৫৩ বলে ৮২ রান করে আউট হন।
তাদের সঙ্গে যোগ দেন শাহরুখ খান, যিনি খেলেন ২০ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস। শেষ দিকে তেভাটিয়া ১২ বলে ২৪ ও রশিদ খান ৪ বলে ১২ রান করে ইনিংসটি বড় করতে সাহায্য করেন। রাজস্থানের হয়ে তুষার দেশপান্ডে ও মাহিশ থিকশানা ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট তুলেছেন জোফরা আর্চার এবং সন্দ্বীপ শর্মা।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় রাজস্থান। দ্রুত ফিরে যান যশস্বী জায়সোয়াল ও নীতিশ রানা। এরপর স্যামসন ও রিয়ান পরাগ কিছুটা প্রতিরোধ গড়েন। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। স্যামসন করেন ২৮ বলে ৪১ রান, আর হেটমায়ার করেন ৩২ বলে ৫২ রান। কিন্তু কেউই ম্যাচ জেতানোর মতো পারফরম্যান্স দিতে পারেননি।
শেষদিকে আর কেউ টিকতে না পারায় ১৫৯ রানেই গুটিয়ে যায় রাজস্থান। গুজরাটের হয়ে প্রসিধ কৃষ্ণা ৩টি, রশিদ খান ও সাই কিশোর ২টি করে উইকেট নেন। এই জয়ে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে গুজরাট টাইটান্স।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
উখিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে হাতির মৃত্যুতে মামলা
কক্সবাজারের উখিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩০ বছর বয়সী একটি পুরুষ হাতির মৃত্যু হয়েছে। দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দুছড়ি এলাকায় রফিকের ঘোনা গ্রামের আবু তাহেরের বাড়ির পাশে ওই হাতির মৃত্যু হয়। বন বিভাগের অভিযোগ, পরিকল্পিতভাবে সেখানে বিদ্যুতের ফাঁদ পাতানো হয়েছিল।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বন বিভাগের কর্মকর্তারা খবর পেয়ে ঘটনাস্থলে যান। পরে মৃত হাতির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়।
বন বিভাগের উখিয়া রেঞ্জের কর্মকর্তা আব্দুল মান্নান বলেছেন, “আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে হাতিটির সুরতহাল করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে পাতানো বিদ্যুতের ফাঁদে স্পৃষ্ট হয়েই হাতিটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাড়ির মালিক আবু তাহেরসহ দুজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে মৃত হাতিটির সৎকার করা হয়েছে।”
ঢাকা/তারেকুর/রফিক