আইপিএলের উত্তেজনাপূর্ণ একমাত্র ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৫৮ রানের বড় ব্যবধানে হারিয়ে শীর্ষস্থান দখল করেছে গুজরাট টাইটান্স। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামা গুজরাট ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৭ রান করে। জবাবে রাজস্থান অলআউট হয় ১৫৯ রানে।

শুরুটা ভালো হয়নি গুজরাটের। মাত্র ২ রান করে আউট হয়ে যান অধিনায়ক শুভমান গিল। তবে এরপরই জ্বলে ওঠেন সাই সুদর্শন ও জস বাটলার। দুইজনই শুরুতে সামলে নিয়ে পরে ঝড় তোলেন। পাওয়ারপ্লেতে ৫৬ রান তোলে গুজরাট। বাটলার ২৫ বলে ৩৬ রান করে আউট হলেও সুদর্শনের ব্যাটে রান ছিল অব্যাহত। ফিফটির পর সেঞ্চুরির দিকেও ছুটছিলেন তিনি, যদিও ৫৩ বলে ৮২ রান করে আউট হন।

তাদের সঙ্গে যোগ দেন শাহরুখ খান, যিনি খেলেন ২০ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস। শেষ দিকে তেভাটিয়া ১২ বলে ২৪ ও রশিদ খান ৪ বলে ১২ রান করে ইনিংসটি বড় করতে সাহায্য করেন। রাজস্থানের হয়ে তুষার দেশপান্ডে ও মাহিশ থিকশানা ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট তুলেছেন জোফরা আর্চার এবং সন্দ্বীপ শর্মা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় রাজস্থান। দ্রুত ফিরে যান যশস্বী জায়সোয়াল ও নীতিশ রানা। এরপর স্যামসন ও রিয়ান পরাগ কিছুটা প্রতিরোধ গড়েন। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। স্যামসন করেন ২৮ বলে ৪১ রান, আর হেটমায়ার করেন ৩২ বলে ৫২ রান। কিন্তু কেউই ম্যাচ জেতানোর মতো পারফরম্যান্স দিতে পারেননি।

শেষদিকে আর কেউ টিকতে না পারায় ১৫৯ রানেই গুটিয়ে যায় রাজস্থান। গুজরাটের হয়ে প্রসিধ কৃষ্ণা ৩টি, রশিদ খান ও সাই কিশোর ২টি করে উইকেট নেন। এই জয়ে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে গুজরাট টাইটান্স।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র ন কর উইক ট

এছাড়াও পড়ুন:

ক্ষমতায় গেলে নারীদের মর্যাদা, নিরাপত্তা নিশ্চিত করা হবে: জামায়াত আমির

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন দলটির আমির শফিকুর রহমান।

আজ বৃহস্পতিবার সকালে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ কথা বলেন। ঢাকার পুরানা পল্টনে এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।

সমাবেশে জামায়াতের আমির বলেন, ‘প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের আর কোনো কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা বোনদের নিশ্চয়তা দিচ্ছি, তাঁরা তাঁদের যোগ্যতা অনুযায়ী পছন্দের কর্মক্ষেত্রে কাজ করবেন।’ এখন দেশে নারীদের কোনো সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নেই, বলেন জামায়াতের আমির।

শ্রমিক দিবসের সমাবেশেশফিকুর রহমান বলেন, ‘মিল-ফ্যাক্টরির উদ্যোক্তারা (মালিকপক্ষ) সহকর্মী শ্রমিক-কর্মচারীদের উপযুক্ত মূল্যায়ন করেন না, তাঁদের শ্রমের মর্যাদা দেন না। এটি যেমন বাস্তবতা, আরেকটি বাস্তবতা হলো, তাঁরা নির্যাতনের শিকার হন চাঁদাবাজদের হাতে। চাঁদাবাজরা বিভিন্ন রূপে, বিভিন্ন দিবস পালনের জন্য তাঁদের কাছে হাজির হয়। আমরা এটি চাই না।’

বাংলাদেশে কর্ম-উপযোগী ৭০ শতাংশ মানুষ শ্রমজীবী। তাঁদের উপেক্ষা করে কোনো সমাজ সামনের দিকে এগিয়ে যেতে পারে না বলেন জামায়াতের আমির। তিনি বলেন, ‘আমরা পারস্পরিক বোঝাপড়ায় যে টেকসই সমাজ গড়ার কথা বলছি, সে সমাজ আল্লাহর আইন ছাড়া কোনো কিছু দিয়েই গড়ে তোলা সম্ভব নয়।’

ঢাকার পুরানা পল্টনে আজ বৃহস্পতিবার সকালে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন

সম্পর্কিত নিবন্ধ