চৈত্রের খরতাপে পুড়ছে চারদিক। গরম বাড়লেও সন্ধ্যার পর আকাশে দেখা যাচ্ছে নানা ধরনের মহাজাগতিক দৃশ্য। আর তাই সময় করে সন্ধ্যার আকাশে চোখ রাখলেই আকাশে নানা চমক দেখার সুযোগ মিলবে। ১২ এপ্রিল পর্যন্ত দেশের আকাশে যেসব চমক দেখা যাবে, সেগুলো জেনে নেওয়া যাক।

১০ এপ্রিল

আজ বৃহস্পতিবার ঢাকার আকাশ থেকে এনজিসি ৫১২৮ গ্যালাক্সি দেখতে পাবেন সন্ধ্যা ৭টা ৪৩ মিনিট থেকে ভোররাত ৪টা ৩৭ মিনিট পর্যন্ত। এ ছাড়া সন্ধ্যার আকাশে মি৮১ ও এনজিসি ২৭২৬ গ্যালাক্সি দেখা যাবে। সন্ধ্যার আকাশে সবচেয়ে আলোকিত অবস্থায় দেখা যাবে ক্যানোপাস ও সিরিয়াস।

১১ এপ্রিল

পশ্চিম আকাশে রাত আটটার পরে এম৮১, এনজিসি ৫১২৮, এম৮৩সহ বেশ কিছু গ্যালাক্সির উপস্থিতি থাকবে। পশ্চিম আকাশে বৃহস্পতি গ্রহ ও ইউরেনাস গ্রহের অবস্থা স্পষ্ট দেখা যাবে।

১২ এপ্রিল

মধ্যরাতে এদিন আর্কটুরাস তারা করোনা বোরেয়ালিস তারকামণ্ডলে স্পষ্ট দেখা যাবে। ভোরের আকাশে চারটা থেকে শুক্র গ্রহ স্পষ্ট দেখা যাবে।

সূত্র: বিবিসি স্কাই অ্যাট নাইট ম্যাগাজিন, অ্যাস্ট্রোনমি, স্কাই অ্যান্ড টেলিস্কোপ ও স্কাই ম্যাপস

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. আরিফুল। শুক্রবার বেলা এগারোটার দিকে তিনি ভবন থেকে পড়ে যান বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক নিংতম বলেন, বেলা এগারোটার দিকে কয়েকজন ওই শ্রমিককে নিয়ে আসেন। অবস্থা গুরুতর দেখে তখনই তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

নির্মাণাধীন ভবনটির ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোমিনুল করিম শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, ভবনটির নির্মাণকাজ বর্তমানে বন্ধ রয়েছে। তবে কিছু শ্রমিক ওই ভবনে থাকেন। দুপুরের দিকে তিনি জানতে পারেন একজন শ্রমিক ভবন থেকে পড়ে গেছেন। তাঁকে এনাম মেডিকেলে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। সন্ধ্যাবেলায় তাঁকে জানানো হয় ওই শ্রমিক মারা গেছেন।

তবে এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার সুলতান প্রথম আলোকে বলেন, জাহাঙ্গীরনগর থেকে একজন রোগীকে আনা হয়েছিল। উনি ছাদ থেকে পড়ে গেছেন বলে জানানো হয়। মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।

শুক্রবার রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমি আধা ঘণ্টা আগে খবর পেয়েছি। সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছি। এমন একটি ঘটনা আমাদের আগে জানানো হয়নি কেন, তা জিজ্ঞাসা করেছি। বিষয়টি প্রো-ভিসি (এডমিন) দেখছেন।’

সম্পর্কিত নিবন্ধ