রাজধানীর র‍্যাংগস ই-মার্টে শুরু হয়েছে এসি কার্নিভাল। শনিবার (১২ এপ্রিল) র‍্যাংগস ই-মার্টের গুলশান-২ শোরুমে এই কার্নিভাল ক্যাম্পেইনের উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেয়ার গ্রুপের চিফ মার্কেটিং অফিসার মেসবাহ উদ্দিন, হাইসেন্স দক্ষিণ এশিয়া অফিসের জেনারেল ম্যানেজার জেসন ওয়াং এবং সেলস ডিরেক্টর টেরি লিয়াং।

র‍্যাংগস ইমার্ট থেকে উপস্থিত ছিলেন ইয়ামিন শরীফ চৌধুরী, ডিভিশনাল ডিরেক্টর মো.

রাশেদুল ইসলাম, হেড অব বিজনেস গোলাম আজম খান, হেড অব সেলস তাসকিন হোসেন, হেড অব মার্কেটিং রায়হান আহমেদ হেড অব প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ডসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ফেয়ার গ্রুপের চিফ মার্কেটিং অফিসার মেসবাহ উদ্দিন বলেন, “র‍্যাংগস ই-মার্ট এসি কার্নিভাল আমাদের গ্রাহকদের উন্নত সেবা এবং বিশ্বমানের পণ্য সরবরাহের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি আমাদের গ্রাহকদের কাছে সর্বাধুনিক প্রযুক্তি সহজলভ্য করার পাশাপাশি, তাদের চাহিদা পূরণে আমাদের অঙ্গীকারকে আরো দৃঢ় করবে।”

হাইসেন্স দক্ষিণ এশিয়া অফিসের জেনারেল ম্যানেজার জেসন ওয়াং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “র‍্যাংগস ইমার্টের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। হাইসেন্স এয়ার কন্ডিশনার আমাদের গ্রাহকদের জীবনে আরাম এবং স্বাচ্ছন্দ্য নিয়ে আসে। আমাদের লক্ষ্য হলো অত্যাধুনিক প্রযুক্তি এবং পরিবেশ-বান্ধব সল্যুশন তৈরি করা, যা আপনার জীবনের মান উন্নত করবে। দক্ষিণ এশিয়ার বাজারে আমাদের এসি পণ্যগুলোর সাফল্য আমাদের প্রতিশ্রুতিকে প্রমাণ করে এবং আমরা ভবিষ্যতে আরো উদ্ভাবন এবং উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছি।”

ক্যাম্পেইনটি সম্পর্কে ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী বলেন, “র‍্যাংগস ই-মার্ট সবসময় গ্রাহকদের সর্বোচ্চ মানের পণ্য এবং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। এসি কার্নিভাল ক্যাম্পেইন আমাদের সেই অঙ্গীকারেরই একটি মাইলফলক, যা গ্রাহকদের অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। সামারকে সামনে রেখেই আমাদের এই উদ্যোগ, যেন ক্রেতারা তাদের পছন্দের যেকোনো ব্র্যান্ডের এসি সহজেই নিতে পারেন।

ক্রেতাদের সুবিধার্থে র‍্যাংগস ইমার্টের এই কার্নিভালে থাকছে ৬টি ব্র্যান্ড হাইসেন্স, এলজি, প্যানাসনিক, হুন্দাই, দাইকিন এবং তোশিন র‍্যানকনসহ আরো অনেক প্রিমিয়াম গ্লোবাল ব্র্যান্ড এর ৪৮,৫০০-১,৪০,০০০ পর্যন্ত মূল্যের ২৩ টিরও বেশি এসি। এই কার্নিভালে আরো থাকছে দুর্দান্ত অফারসহ প্রিমিয়াম ব্র্যান্ডের এসি জিতে নেওয়ার সুযোগ। ২৪ ঘণ্টার মধ্যে ফ্রি ইন্সটলেশন সুবিধা, নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের এসিতে এক্সটেন্ডেড ওয়ারেন্টি, এসি ফ্রি ক্লিনিং সার্ভিস, ফ্রি ডেলিভারি এবং ২৪ মাস পর্যন্ত ০% ই এম আই সুবিধা। আমরা বিশ্বাস করি, এই ক্যাম্পেইন গ্রাহকদের জন্য একটি সময়োপযোগী আয়োজন।”

ঢাকা/হাসান/সাইফ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক য ম প ইন গ র হকদ র হ ড অব আম দ র অফ স র

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১ মে ২০২৫)

পিএসএলে আজ দুটি ম্যাচ। বাংলাদেশের রিশাদ হোসেনের দল লাহোর খেলবে কোয়েটার বিপক্ষে।

টেনিস

মাদ্রিদ ওপেন
বিকেল ৫টা, সনি স্পোর্টস ৫

পিএসএল

মুলতান-করাচি
বিকেল ৪-৩০ মি., নাগরিক টিভি

লাহোর-কোয়েটা
রাত ৯টা, নাগরিক টিভি

আইপিএল

রাজস্থান-মুম্বাই
রাত ৮টা, টি স্পোর্টস

ইংলিশ প্রিমিয়ার লিগ

নটিংহাম-ব্রেন্টফোর্ড
রাত ১২-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

ইউরোপা লিগ: সেমিফাইনাল

বিলবাও-ম্যান ইউনাইটেড
রাত ১টা, সনি স্পোর্টস ২ ও ৩

টটেনহাম-বোডো/গ্লিমট
রাত ১টা, সনি স্পোর্টস ১

কনফারেন্স লিগ: সেমিফাইনাল

জুরগার্ডেনস-চেলসি
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ