নিরাপত্তাহীনতায় ভুগছেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান। তাঁর অফিসে ঢুকে গত ৮ এপ্রিল দেখে নেওয়ার হুমকি দিয়েছে কতিপয় ব্যক্তি। ঘটনার পরপরই থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।

জানা গেছে, আংশিক নির্মাণ হওয়া উপজেলা পরিষদের সীমানাপ্রাচীরের গ্রিল, ইট লুটপাট করছে একটি মহল। সীমানাপ্রাচীর ভাঙচুর করেছে। অফিসের গুরুত্বপূর্ণ ফাইলপত্র, ইলেকট্রনিক ডিভাইসসহ বিভিন্ন সরঞ্জামের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন কর্মকর্তারা। উপজেলা পরিষদটি জনবিচ্ছিন্ন এলাকায় হওয়ায় রাতের বেলা অফিসার্স কোয়ার্টার ও ডরমিটরিতে বসবাসরত মানুষ নিরাপত্তাহীনতায় রয়েছেন। পরিত্যক্ত ভবনগুলোর দরজা-জানালা, গ্রিল ও বৈদ্যুতিক সরঞ্জাম প্রতিনিয়ত লুট হচ্ছে। রাতের বেলা উপজেলা পরিষদের বিভিন্ন অংশে মাদকসেবীদের আড্ডা জমে ওঠে।

সরেজমিন দেখা যায়, উপজেলা পরিষদের চারদিকে পরিপূর্ণ সীমানাপ্রাচীর নেই। উপজেলা পরিষদের উত্তর পাশে ইউএনওর বাসভবন। স্থানীয় একটি মহল উপজেলা পরিষদ চত্বরের রাষ্ট্রীয় সম্পদ লুট, সীমানাপ্রাচীর ঘেঁষে সেপটিক ট্যাঙ্ক স্থাপন ও সীমানাপ্রাচীর ভাঙচুর করে। এ নিয়ে থানায় সাধারণ ডায়েরি করায় হুমকি দিচ্ছে মহলটি। নিরাপত্তাহীনতায় ভুগছেন ইউএনও আতাউর রহমান। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হোসেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খবিরুজ্জামান খান জানান, অফিসে গুরুত্বপূর্ণ নথিপত্র ও ইলেকট্রনিক ডিভাইস থাকে। সেসব চুরি হয়ে গেলে বিপাকে পড়তে হবে তাদের। এ ক্ষেত্রে কঠোর নিরাপত্তা প্রয়োজন, কিন্তু দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদে তা নেই। অনতিবিলম্বে উপজেলা পরিষদের সীমানাপ্রাচীর নির্মাণসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ এলাকায় কঠোর নিরাপত্তা প্রয়োজন। রাতের বেলা মাঠে ও পুকুরপাড়ে বখাটেদের আড্ডা জমে। উপজেলা পরিষদ চত্বর খোলামেলা। মাদকসেবীদের আনাগোনাও লক্ষ্য করা যাচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমানের ভাষ্য, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। সীমানাপ্রাচীর ভাঙচুর করে রাষ্ট্রীয় অর্থ বিনষ্ট করেছে একটি মহল। তিনি বাধা দিতে গেলে একটি পক্ষ অপমানজনক কথাবার্তা বলছে। বিভিন্নজনের কাছে বিচার দিচ্ছে। তিনি বলেন, ‘গত ৮ এপ্রিল আমার অফিসে এসে– কীভাবে চাকরি করি, দেখে নেবে বলে হুমকি দিয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছি। শুক্রবারও আমার বাসভবনের সামনে এসে বিভিন্ন ধরনের অশুভ কথা বলেছে। আমি সেনাবাহিনীকে জানিয়েছি।’ কারা হুমকি দিয়েছে– জানতে চাইলে অভিযুক্তদের পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করেন ইউএনও। জিডিতেও কারও নাম উল্লেখ করা হয়নি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: কর মকর ত উপজ ল

এছাড়াও পড়ুন:

তিনি হিমালয়ে উঠেছেন সাইকেল নিয়ে

বরফের ওপর সাইকেল নিয়ে সন্তর্পণে এগোচ্ছেন। একটু হড়কে গেলেই অবধারিত মৃত্যু, গিরিখাত বেয়ে একেবারে নিচে। কখনো সাইকেল চালিয়ে, কখনো কাঁধে নিয়ে হাঁটতে হচ্ছিল। এভারেস্ট অঞ্চলের কংমা লা পাস অতিক্রম করার সময় একটু ভয় ভয় লাগছিল। কারণ, এখানটায় এসে মৃত্যুর অনেক ঘটনা আছে। ট্রেইলটা বেশ কঠিন। ১০ কেজি ওজনের সাইকেল কাঁধে, আর ছয়–সাত কেজির ব্যাগ নিয়ে ওপরে উঠতে হচ্ছিল।

‘ভয়ের সঙ্গে আবার সুন্দর মুহূর্তও আছে। পাসগুলো থেকে নামার সময় ভালো লাগত। অপূর্ব সুন্দর সব দৃশ্য,’ বলছিলেন আরিফুর রহমান উজ্জল (৪১)। কুমিল্লার মানুষ, উজ্জল নামেই পরিচিত। গত ৭ সেপ্টেম্বর থেকে সাইকেল নিয়ে চষে বেড়িয়েছেন এভারেস্ট অঞ্চলসহ হিমালয়ের নানা ট্রেক। এসব ট্রেকে সাধারণত পর্বতারোহীরা পায়ে হেঁটে যান। উজ্জল গেছেন দ্বিচক্রযানে চেপে। গতকাল রোববার সন্ধ্যায় সর্বশেষ কথা হয় তাঁর সঙ্গে। তিনি প্রায় দুই মাসের অভিযান শেষ করে কাঠমান্ডুতে এসেছেন।

চ্যালেঞ্জিং এই অভিযানে ছিল কাদামাখা পাথুরে পথ, অতি উচ্চতা, অক্সিজেন স্বল্পতা, ভূমিধস, বরফে ঢাকা পথ, গ্লেসিয়ার ও একদম খাড়া টানা একেকবার ৩–৪ কিলোমিটার রাস্তা। অক্সিজেন স্বল্পতার কারণে রাতে না ঘুমিয়ে পরদিন ট্রেক করতে হয়েছে। বরফ ও রৌদের তাপ, জ্বর, হাতে ফ্রস্টবাইট, পায়ে মাসাল ক্র্যাম্প, বৃষ্টি মাথায় নিয়ে, বাতাসের সঙ্গে যুদ্ধ করে তাঁকে একেকটা পাস অতিক্রম করতে হয়েছে। অনেক পর্বতারোহীর কাছে এটি স্রেফ পাগলামি। এই অভিযানে উজ্জলকে কখনো সাইকেল চালাতে হয়েছে, কখনো কাঁধে বইতে হয়েছে, কখনোবা ঠেলে উপরে তুলতে হয়েছে।

মানাসলু সার্কিট ট্রেইল

পর্বতারোহণ এমনিতেই কষ্টসাধ্য কাজ। নিজের শরীরটা ওপরে টেনে তোলাই যেখানে বিরাট চ্যালেঞ্জ, সেখানে উজ্জল সাইকেল নিয়ে এক অভিযানেই ঘুরেছেন এভারেস্টসহ হিমালয়ের তিনটি ট্রেইলে। তিনি ঘুরেছেন নেপালের মানাসলু ও অন্নপূর্ণা সার্কিট ট্রেইল। নেপালের পশ্চিমের এই দুটি ট্রেইলে ঘোরা শেষ করে পাড়ি দিয়েছেন ৭০০ কিলোমিটার পূর্বে এভারেস্টের তিন পাসে। পাস তিনটি হচ্ছে কংমা লা পাস, চো লা পাস এবং রেঞ্জো লা পাস।

৭ সেপ্টেম্বর থেকে অভিযান শুরু করেন এই সাইক্লিস্ট। তার আগে ঢাকা থেকে বিমানে করে গেছেন কাঠমান্ডু। শুরুতেই মানাসলু সার্কিট ট্রেইল। এটা গিরিপথ, রাস্তা। মানাসলু পর্বতকে ঘিরে যে রাস্তা সেটাকে সার্কিট বলে। এই মানাসলুর সর্বোচ্চ বিন্দু, যার উচ্চতা ১৭ হাজার ৩৯০ ফুট। সেখানে নিজের প্রিয় দ্বিচক্রযানটির চাকার ছাপ রেখে এসেছেন। ১৭৪ কিলোমিটার দীর্ঘ সার্কিট ট্রেইলটি শেষ করতে তাঁর ১১ দিন লেগেছে।

রেঞ্জো লা পাস

সম্পর্কিত নিবন্ধ