নারায়ণগঞ্জে দু’টি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুর, আটক ৪৫
Published: 13th, April 2025 GMT
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইপিজেডের (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) ভেতরে দুটি পোশাক কারখানা ভাঙচুর করেছে একদল জনতা। এই ঘটনায় ৪৫ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১২ এপ্রিল) রাতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে বিকেল ৫টার দিকে এই হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা জানান, বিকেল ৫টার দিকে ইপিজেডের ভেতরে ইউনেস্কো বিডি লিমিটেড ও অনন্ত হুয়াশিং লিমিটেড নামে দুটি রপ্তানিমুখী পোশাক কারখানায় ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এছাড়া, আশেপাশের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। অন্তত আধাঘণ্টা ধরে চলে ভাঙচুর। পরে শিল্প পুলিশ, র্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী আরও বলেন, “জেলা পুলিশ ঘটনাটি পরে জেনেছে। ইপিজেডে কুইক রেসপন্স করেছে র্যাব ও সেনাবাহিনী। সেনাবাহিনী ৪৫ জনকে আটক করে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করেছে।”
ঢাকা/অনিক/টিপু
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সাংবাদিক শাওনের মায়ের মৃত্যুতে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের শোক
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও চ্যানেল ২৪ এর স্টাফ করোসপনডেন্ট আহসান সাদিক শাওনের মমতাময়ী মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ । শুক্রবার ( ১ লা নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে তারা এ শোক প্রকাশ করেন।
গনমাধ্যমে পাঠানো শোক বার্তায় বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের আহবায়ক জি এম সুমন বলেন, মরহুমার মৃত্যুতে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ গভীর ভাবে শোকাহত। তার বিদেহী আত্মার শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
উল্লেখ্য, দীর্ঘ ১ মাস অসুস্থ থাকার পর গত বুধবার (২৯ অক্টোবর) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।