ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের অশালীন গালিগালাজের ঠিক এক সপ্তাহের মাথায় বিলাসবহুল বাড়ি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের ফুটবল তারকা ফিল ফোডেনের মা, ক্লেয়ার রোল্যান্ডস। ম্যানচেস্টার ডার্বিতে তার উদ্দেশে দেওয়া কুরুচিপূর্ণ স্লোগানের পর তিনি ও তার পরিবার আর সেই বাড়িতে থাকতে চান না বলেই ধারণা করা হচ্ছে।

চেশায়ারের অভিজাত এলাকা প্রেস্টবুরিতে অবস্থিত বাড়িটি ফোডেন কিনেছিলেন ২০২১ সালে, প্রায় ২.

৮ মিলিয়ন পাউন্ডে। বর্তমানে বাজারে এই বাড়িটি ৩ মিলিয়ন পাউন্ডের বেশি দামে বিক্রির জন্য তোলা হয়েছে। বাড়িটিতে রয়েছে ব্যক্তিগত সিনেমা হল, সুইমিং পুল, জিম, ওয়াইন সেলার এবং অত্যাধুনিক গলফ সিমুলেটর। এই বাড়িতেই একসময় ফোডেন বসবাস করতেন তার মা ক্লেয়ার ও বাবা ফিল সিনিয়রের সঙ্গে। পরে মঙ্গেত্রী রেবেকা কুক ও তিন সন্তানকে নিয়ে কাছাকাছি একটি বাড়িতে ওঠেন তিনি।

সম্প্রতি ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার সিটির সঙ্গে গোলশূন্য ড্র ম্যাচে ফোডেনকে লক্ষ্য করে কুরুচিকর স্লোগান দেয় ইউনাইটেড সমর্থকরা। ইনজুরির কারণে মাঠ ছাড়ার সময় তার মাকে লক্ষ্য করে অশালীন স্লোগান দেন তারা। ঘটনার তীব্র নিন্দা জানান ফোডেনের দাদি মেরি কিটস এবং সিটির কোচ পেপ গার্দিওলা। গার্দিওলা বলেন, ‘এটি বাজে আচরণ। একজন মায়ের বিরুদ্ধে এমন ভাষা ব্যবহার করা লজ্জাজনক।’

তবে শুধু গ্যালারির কটূক্তি নয়, বিভিন্ন সময় প্রতিবেশীদের সঙ্গে বিরোধেও জড়িয়েছেন ফোডেনের মা। ২০২২ সালে বাড়িতে আতশবাজি উৎসব আয়োজন করায় পুলিশে অভিযোগ আসে। কোনো আগাম ঘোষণা ছাড়াই আয়োজন করা ওই আতশবাজির শব্দে আশপাশের শিশু ও পোষা প্রাণীরা ভীত হয়ে পড়ে।

২০২৪ সালের জানুয়ারিতে এক নাইটক্লাব থেকে ফোডেনের মা’কে হাতকড়া পরিয়ে বের করে দেয় পুলিশ। ওয়েলসের বেন্টলিজ নাইটক্লাবে এক ব্যক্তির মাথা থেকে টুপি ফেলে দিয়ে আবার তা পরানোর চেষ্টা করেন তিনি। পরে আদালতে তিনি বলেন, ‘আমি বেশি খাই না, কিন্তু খেলে পশুর মতো হয়ে যাই। এটা আমার পার্টি ট্রিক।’ 

২০২২ সালে একটি বক্সিং ম্যাচে ক্লেয়ারের ওপর হামলার ঘটনাও আলোচনায় আসে। ম্যানচেস্টারের এও অ্যারিনায় সিটির এক ম্যাচ শেষে ফোডেনকে হেনস্তার পর পেছনের এলাকায় তার মাকে ঘুষি মারে এক দুর্বৃত্ত। এইসব বিতর্ক, প্রতিবেশীদের বিরক্তি এবং সর্বশেষ গালিগালাজের ঘটনার পর নতুন করে চাপের মুখে পড়েছে ফোডেন পরিবার। সব মিলিয়ে প্রেস্টবুরির সেই বাড়ি এখন তাদের কাছে যেন ‘ঝামেলার কেন্দ্র’ হয়ে উঠেছে। ফলে বাড়িটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন ক্লেয়ার রোল্যান্ডস।

ফিল ফোডেনও বর্তমানে সময় পার করছেন মাঠের বাইরে। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে সিটির সর্বশেষ ম্যাচে স্কোয়াডেই ছিলেন না তিনি। আগামী সপ্তাহে গুডিসন পার্কে এভারটনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে দলে পেতে চাইবে সিটিজেনরা।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন আজ বিকেলে, ক্লাস ১৩ নভেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তি কার্যক্রম আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে শুরু হচ্ছে। আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। এ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ১৩ নভেম্বর থেকে। গত রোববার (১৪ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

ভর্তির জন্য আবেদন করতে পারবেন যেসব শিক্ষার্থী

২০২০, ২০২১ ও ২০২২ সালের এসএসসি বা সমমান এবং ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ভর্তির জন্য। কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি) ও ডিপ্লোমা-ইন-কমার্স উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। এ-লেভেল, ও-লেভেল ও বিদেশি সনদধারীদের ক্ষেত্রে নির্ধারিত নিয়মে সরাসরি ডিন অফিসে বা ই–মেইলে আবেদন করতে হবে শিক্ষার্থীদের।
যেসব শিক্ষার্থী গত দুই শিক্ষাবর্ষে (২০২২-২৩ ও ২০২৩-২৪) স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল বা স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তি হয়ে রেজিস্ট্রেশন কার্ড পেয়েছেন, তাঁরা এই শিক্ষাবর্ষে নতুন করে ভর্তি হতে পারবেন না। তবে পূর্ববর্তী ভর্তি বাতিল করে নতুন শিক্ষাবর্ষে আবেদন করতে পারবেন। একই সঙ্গে কোনো শিক্ষার্থী দ্বৈত ভর্তি হলে তাঁর উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল হবে।

আবেদন ফি ৪০০ টাকা

ভর্তি ফি হিসেবে প্রাথমিক আবেদন ফি ৪০০ টাকা, যার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ ২৫০ টাকা এবং কলেজের অংশ ১৫০ টাকা। ভর্তি নিশ্চিত হওয়ার পর রেজিস্ট্রেশন ফি ৭২০ টাকা জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ আবেদনকারীর তথ্য যাচাই করে অনলাইনে নিশ্চয়ন করবে। তবে নিশ্চয়ন ছাড়া কোনো আবেদনকারীকে মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হবে না। আবেদন ফি ১৯ অক্টোবরের মধ্য জমা দিতে হবে।

আরও পড়ুনবাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা৪ ঘণ্টা আগে

আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্সভিত্তিক মেধাতালিকা প্রণয়ন করা হবে। একই মেধা নম্বরপ্রাপ্ত হলে এসএসসি ও এইচএসসির জিপিএ (৪০: ৬০ অনুপাতে) এবং প্রয়োজনে মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। এরপরও সমতা থাকলে বয়স কম শিক্ষার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ভর্তি কার্যক্রম ধাপে ধাপে প্রথম মেধাতালিকা, দ্বিতীয় মেধাতালিকা, কোটার মেধাতালিকা এবং প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে সম্পন্ন হবে। তবে এবারও তৃতীয় রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ থাকবে না।

বিস্তারিত দেখুন এখানে

আরও পড়ুনবিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, সুযোগ পাবেন ৪৮ জেলার যুবরা১১ সেপ্টেম্বর ২০২৫আরও পড়ুন১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো১৪ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন আজ বিকেলে, ক্লাস ১৩ নভেম্বর