ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় চুরির অপবাদ দিয়ে তিন নারীর চুল কেটে নির্যাতন করার অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুমন দাস নামে একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ এপ্রিল) আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন বলেন, “নারীদের চুল কাটার অভিযোগে সুমন দাসকে আটক করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।”

আটক সুমন দাস আখাউড়া সড়ক বাজারের ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স এস.

এম ইলেকট্রিক কর্ণারের মালিক। এ ঘটনায় মো. রাব্বিসহ আরো কয়েকজন জড়িত বলে জানান স্থানীয়রা।

আরো পড়ুন:

পরকীয়ার অভিযোগ, স্ত্রীকে শেকলবন্দি করলেন স্বামী

জামালপুরে ‘পাওনা টাকা’ দেওয়ার কথা বলে যুবককে নির্যাতন

প্রতক্ষ্যদর্শীরা জানান, রবিবার (১৩ এপ্রিল) রাত ৮টার দিকে পৌর শহরের সড়ক বাজার এনসিসি ব্যাংকের নিচে অবস্থিত চাঁদপুর এলুমিনিয়াম স্টোরের সামনে চুরির অপবাদে তিন নারীকে মারধরসহ চুল কেটে নির্যাতনের ঘটনা ঘটে। এসময় ওই নারীদের সঙ্গে থাকা একটি শিশু ভয়ে চিৎকার করতে থাকে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

ঢাকা/মাইনুদ্দীন/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আটক অভ য গ

এছাড়াও পড়ুন:

বিশ্বের সবচেয়ে বয়স্ক অলিম্পিক চ্যাম্পিয়নের মৃত্যু

২৬ জুলাই ২০২৪, প্যারিসের টুইলারি বাগান। আকাশে ঝিরঝিরে বৃষ্টি। সেই বৃষ্টিভেজা সন্ধ্যাতেই জ্বলে উঠেছিল অলিম্পিক মশাল। শতবর্ষ পার করা চার্লস কস্তের জীবনে সেটাই ছিল ‘সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি’। সেদিন তিনি হাতে থাকা মশাল তুলে দিয়েছিলেন ফরাসি অলিম্পিয়ান টেডি রিনারের হাতে।

প্যারিস অলিম্পিক শুরুর প্রায় এক মাস আগে আয়োজকদের কাছ থেকে ফোন পেয়েছিলেন তিনি। অনেকটা নিভৃতেই তাঁকে জানানো হয়েছিল, উদ্বোধনী অনুষ্ঠানের শেষ দিকে মশালবাহকদের একজন হবেন তিনি।

১০১ বছর বয়সী সেই চার্লস কস্তে আর নেই। ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী মারিয়ানা ফেরারি গতকাল তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে বিদায় নিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ন।

১৯২৪ সালের ৮ ফেব্রুয়ারি জন্ম নেওয়া কস্তে ছিলেন ট্র্যাক সাইক্লিস্ট। ১৯৪৮ সালের লন্ডন অলিম্পিকে ছেলেদের টিম পারস্যুট ইভেন্টে তিনি জেতেন স্বর্ণপদক।

২০২৪ প্যারিস অলিম্পিকের উদ্ধোধনী অনুষ্ঠানে টেডি রেনার ও মেরি জোজের মশাল প্রজ্জ্বলন করছেন চার্লস কস্তে

সম্পর্কিত নিবন্ধ