ঢাকার গুলশান-২ এ অবস্থিত র‍্যাংগস ই-মার্ট শোরুমে শুরু হয়েছে প্যানাসনিক এসি কার্নিভাল ক্যাম্পেইন। সম্প্রতি উদ্বোধন হওয়া এই ক্যাম্পেইনে ৬টি প্রিমিয়াম ব্র্যান্ড অংশগ্রহণ করছে, যার মধ্যে রয়েছে প্যানাসনিক, এলজি, হাইসেন্স, হুন্দাই, দাইকিন এবং তোশিন র‍্যানকনসহ আরও অনেক বিশ্বমানের ব্র্যান্ড।

এই ক্যাম্পেইনে ২৩টি এসির মডেল প্রদর্শিত হচ্ছে, যার মূল্য ৪৮ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে ১ লাখ ৪০ হাজার টাকা পর্যন্ত। গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফারের পাশাপাশি বিশেষ সুযোগও রাখা হয়েছে, যেমন এসি জিতে নেওয়ার সুবর্ণ সুযোগ, ২৪ ঘণ্টার মধ্যে ফ্রি ইন্সটলেশন, এক্সটেন্ডেড ওয়ারেন্টি, এসি ফ্রি ক্লিনিং সার্ভিস, ফ্রি ডেলিভারি এবং ২৪ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানাসনিকের সিনিয়র জেনারেল ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং ভুপেন ভার্দওয়াজ এবং জিবিএসের পক্ষ থেকে বিজয় সিং। র‍্যাংগস ই-মার্ট থেকে উপস্থিত ছিলেন ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী, হেড অব বিজনেস মো.

রাশেদুল ইসলাম, হেড অব মার্কেটিং তাসকিন হোসেন এবং হেড অব প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড রায়হান আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জেরাল্ড চুন বলেছেন, র‍্যাংগস ই-মার্ট এসি কার্নিভাল আমাদের গ্রাহকদের উন্নত সেবা এবং বিশ্বমানের পণ্য সরবরাহের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি আমাদের গ্রাহকদের কাছে সর্বাধুনিক প্রযুক্তি সহজলভ্য করার পাশাপাশি, তাদের চাহিদা পূরণে আমাদের অঙ্গীকারকে আরও দৃঢ় করবে।

ঢাকা/হাসান/এনএইচ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১ মে ২০২৫)

পিএসএলে আজ দুটি ম্যাচ। বাংলাদেশের রিশাদ হোসেনের দল লাহোর খেলবে কোয়েটার বিপক্ষে।

টেনিস

মাদ্রিদ ওপেন
বিকেল ৫টা, সনি স্পোর্টস ৫

পিএসএল

মুলতান-করাচি
বিকেল ৪-৩০ মি., নাগরিক টিভি

লাহোর-কোয়েটা
রাত ৯টা, নাগরিক টিভি

আইপিএল

রাজস্থান-মুম্বাই
রাত ৮টা, টি স্পোর্টস

ইংলিশ প্রিমিয়ার লিগ

নটিংহাম-ব্রেন্টফোর্ড
রাত ১২-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

ইউরোপা লিগ: সেমিফাইনাল

বিলবাও-ম্যান ইউনাইটেড
রাত ১টা, সনি স্পোর্টস ২ ও ৩

টটেনহাম-বোডো/গ্লিমট
রাত ১টা, সনি স্পোর্টস ১

কনফারেন্স লিগ: সেমিফাইনাল

জুরগার্ডেনস-চেলসি
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ