মাটি বিক্রির জন্য রাতের অন্ধকারে কাটা হচ্ছিল পাহাড়। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হাতেনাতে একজনকে আটকের পর দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়নের ছোট মেরুং এলাকায় পরিচালনা করা হয় এ অভিযান।

যে ব্যক্তিকে জরিমানা করা হয়েছে, তাঁর নাম মো.

নুরুল হক। তিনি ছোট মেরুং এলাকার বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ।

ইউএনও মো. মামুনুর রশীদ প্রথম আলোকে বলেন, বেশ উঁচু পাহাড়টি অনুমোদনহীনভাবে কেটে প্রায় সমান করে ফেলা হয়েছে। প্রশাসনকে ফাঁকি দিতে রাতের বেলায় পাহাড় কাটা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মো. নুরুল হককে আটক করা হয়। তাঁকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। তিনি তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধ করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় পাহাড়ের মাটি কেটে বিক্রি করে আসছে একটি চক্র। মেরুং এলাকার বাসিন্দা মো. সোলাইমান বলেন, এলাকায় গত পাঁচ বছরে ছোট-বড় কমপক্ষে ১০০ টিলা-পাহাড় কেটে সমান করা হয়েছে। কেউ মাটি বিক্রি করার জন্য পাহাড় কাটেন, কেউবা ঘর করার জন্য। প্রশাসন জেল-জরিমানা করলে কিছুদিন বন্ধ রেখে পুনরায় মাটি কাটা শুরু হয়।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কুড়িগ্রামে সারের দাবিতে সড়কে কৃষকদের বিক্ষোভ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় সারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন কৃষকরা। এসময় তারা উপজেলা কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করেন। 

রবিাবর (১৪ সেপ্টেম্বর) দুপুরে ২টার দিকে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়ক অবরোধ করেন কৃষকরা। একপর্যায়ে তারা ভূরুঙ্গামারী উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সারোয়ার তৌহিদকে অবরুদ্ধ করেন। বিকেল ৫টার দিকে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্রের আশ্বাসে অবরোধ তুলে নেন কৃষকরা।

আরো পড়ুন:

বাগেরহাটে হরতাল কর্মসূচিতে পরিবর্তন

ফরিদপুরে মহাসড়ক ও রেলপথ অবরোধ, ভোগান্তি চরমে

আন্দোলনরত কৃষকরা জানান, তীব্র সার সংকট দেখা দিয়েছে। রোপা আমন ধানে সার দিতে না পেরে ক্ষতির মুখে পড়ছেন তারা। 

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, কৃষকরা বিকেল ৫টার দিকে অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ইউএনও দীপ জন মিত্র জানান, কৃষকরা কেন সার পাচ্ছেন না, সেটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/বাদশাহ/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • পাবনায় পুলিশ দেখে পালালেন শিকারিরা, উদ্ধার ৪৫টি ঘুঘু অবমুক্ত
  • শেরপুরে বেশি দামে সার বিক্রি: ২ ব্যবসায়ীকে সোয়া লাখ টাকা জরিমানা
  • কুড়িগ্রামে সারের দাবিতে সড়কে কৃষকদের বিক্ষোভ