সপ্তাহে ১ দিন কাজ ছয় দিন ছুটি—বিশ্বের কোন দেশে আছে এমন চাকরি
Published: 22nd, April 2025 GMT
বিশ্বের বিভিন্ন দেশে চার দিনের অফিস ও তিন দিন ছুটি শুরু করেছে। এ কাজে ভালো ফলও পাচ্ছে দেশগুলো। তাদের ভাষ্য এতে কর্মীদের উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে। অনেক দেশে স্থায়ীভাবে এ পদ্ধতিতে যেতে চায়। এর পরও কর্মঘণ্টার দৈর্ঘ্য নিয়েও নানা আলোচনা শোনা যায়। ‘ওয়ার্ক কালচার’ নিয়ে দিনে দিনে সচেতনতা বাড়ছে মানুষের মধ্যে। অল্প বেতনে অনেক কাজ করিয়ে নেওয়া বা ঘণ্টার পর ঘণ্টা অফিসে থাকার চেয়ে অনেক দেশ ৪ দিনের সপ্তাহের দিকে এগিয়ে যাচ্ছে। এরই মধ্য সপ্তাহে মাত্র এক দিন কাজ হয় এমন দেশও আছে। সিএনবিসির এক প্রতিবেদন থেকে জানা গেছে এমন তথ্য।
অলীক কল্পনা কিন্তু নয়। ৬ দিন ছুটি আছে এমন দেশও আছে। এমন নিয়ম আছে প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্রে। দেশটির নাম ভানুয়াতু। কাজের পরিবেশের দিক দিয়ে অনন্য নজির গড়ে তুলেছে ছোট্ট দ্বীপদেশটি। দেশটি বিশ্বের সবচেয়ে কম গড় কর্মঘণ্টায় এগিয়ে অন্য সবার চেয়ে। দেশটির মানুষ প্রতি সপ্তাহে গড়ে মাত্র ২৪ দশমিক ৭ ঘণ্টা কাজ করেন।
এখন মনে হতে পারে এভাবে কি সম্ভব। দেশটি এটিই সম্ভব করে দেখিয়েছে। ভানুয়াতুর এই স্বল্প কর্মঘণ্টার সংস্কৃতি তাদের সমাজ ও সংস্কৃতির মধ্য প্রোথিত। দেশটির মানুষ ব্যক্তিগত সুখ, পরিবার সঙ্গে সময় কাটানোকে গুরুত্ব দেয়। বন্ধুবান্ধব এবং আপনজনের সঙ্গে সময় কাটানোকে বিশেষ গুরুত্ব দেওয়া দেশটি এ মনোভাব কর্মজীবনের সঙ্গে ব্যক্তিগত জীবনের সুষম সমন্বয় সাধন করেছে।
আরও পড়ুন৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা, মানতে হবে যে ৪ গুরুত্বপূর্ণ নির্দেশনা২১ এপ্রিল ২০২৫ভানুয়াতুর উদাহরণ দেখিয়ে বিশেষজ্ঞরা বলছেন, কম কর্মঘণ্টার অর্থ কম উৎপাদনশীলতা নয়। বরং, এটি কর্মীদের মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রাখতে সহায়তা করে। আর এর ফলে দীর্ঘ মেয়াদে কর্মদক্ষতা বৃদ্ধি পায় কর্মীর।
এদিকে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) এক প্রতিবেদন অনুসারে ভুটানে ৬১ শতাংশ কর্মজীবী প্রতি সপ্তাহে ৪৯ ঘণ্টার বেশি কাজ করেন। ভারতে এ হার ৫১ শতাংশ, বাংলাদেশে ৪৭ শতাংশ এবং পাকিস্তানে ৪০ শতাংশ। এই অতিরিক্ত চাপ কর্মীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই বিশ্বের বিভিন্ন দেশ এখন কর্মঘণ্টা কমানোর দিকে মনোযোগ দিচ্ছে। আইসল্যান্ডে চার দিনের কর্মসপ্তাহ পরীক্ষামূলকভাবে চালু করেছে অনেক আগেই। যুক্তরাজ্যও সাপ্তাহিক ৫ দিন থেকে ৪ দিন কাজের সপ্তাহের করা চিন্তাভাবনা করছে। স্পেন ও নিউজিল্যান্ডও এ উদ্যোগের দিকে এগিয়ে যাচ্ছে। এমনকি সৌদি আরবের একটি কোম্পানি পরীক্ষামূলকভাবে চার দিনের অফিস শুর করেছে।
আরও পড়ুন৬০০ বৃত্তির সুযোগ গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে, জেনে নিন বিস্তারিত২১ এপ্রিল ২০২৫আরও পড়ুনচার দিনের অফিস শুরুর ফল যেমন হচ্ছে২৩ মার্চ ২০২৩.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইটি অফিসার পদে নিয়োগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) আইটি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (QAC) অধীনে এই নিয়োগ দেওয়া হবে।
পদের নাম: আইটি অফিসারপদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম সিজিপিএ–৩.০০ (৪.০০ স্কেলে)–সহ চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। একাডেমিক জীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকা যাবে না।
প্রাসঙ্গিক ক্ষেত্রে (যেমন কোয়ালিটি অ্যাসিওরেন্স, একাডেমিক প্রশাসন, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন বা ডেটা অ্যানালাইসিস) স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানে পূর্ণকালীন তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুনপ্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগের সুযোগ বাদ৪১ মিনিট আগেবয়সসীমাসর্বোচ্চ ৪০ বছর।
বেতন–ভাতাআলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
আবেদন প্রক্রিয়াআগ্রহী প্রার্থীদের স্বাক্ষরিত আবেদনপত্রের সঙ্গে বিস্তারিত সিভি, সব শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং দুই কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে জমা দিতে হবে।
আরও পড়ুনইউরোপে পাইলটদের বেতন কোন দেশে কত ৮ ঘণ্টা আগেআবেদনের ঠিকানা
পরিচালক,
ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ),
ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০।
আবেদনের শেষ তারিখ১৩ নভেম্বর ২০২৫