ব্রাজিল কেন পারছে না, রহস্য জানালেন রোমারিও
Published: 26th, April 2025 GMT
‘জোগো বনিতো’ তথা সুন্দর ফুটবল থেকে ব্রাজিল দূরে সরে গেছে অনেক আগেই। ফলনির্ভর ফুটবলে জোর দিতে গিয়েই মূলত নিজেদের আত্মপরিচয় বিসর্জন দেয় দলটি। তবে এখন তো ফলনির্ভর ফুটবলটাও ঠিকঠাক খেলতে পারছে না ব্রাজিল। একের পর এক ব্যর্থতা কোণঠাসা করে দিয়েছে ব্রাজিল দলকে।
সর্বশেষ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ব্রাজিল বিধ্বস্ত হয়েছে ৪–১ গোলে। এই হারের পর চাকরি হারিয়েছেন কোচ দরিভাল জুনিয়র। বিশ্বকাপের প্রায় ১৪ মাস আগে ব্রাজিল দলের দুরবস্থা হতাশায় ডুবিয়েছে দলটির সমর্থকদের।
প্রশ্ন হচ্ছে, কেন পারছে না ব্রাজিল? দলটিতে ইউরোপে দাপট দেখানো তারকার অভাব নেই। ভিনিসিয়ুস, আলিসন রাফিনিয়া কিংবা রদ্রিগোরা নিজেদের সময়ের অন্যতম সেরা তারকা। তাহলে কেন বারবার ব্যর্থ হচ্ছে ব্রাজিল?
আরও পড়ুনব্রাজিলীয় ফুটবল ঐতিহ্যের জন্য শোকগাথা০৯ জুলাই ২০২৪সম্প্রতি বিষয়টি নিয়ে কথা বলেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোমারিও। তাঁর মতে, ব্রাজিলের বর্তমান দলের খেলোয়াড়েরা আগের প্রজন্মের খেলোয়াড়দের মতো ক্ষুধার্ত নন। পাশাপাশি তরুণেরা যতটা ক্লাব–অন্তপ্রাণ, জাতীয় দলের জন্য ততটা আবেগ তাঁদের নেই। আর এ কারণেই সফল হতে পারছেন না তাঁরা।
ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিও.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিসিবির পরিচালক রুবাবা দৌলা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদে করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলাকে মনোনয়ন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।
সোমবার (৩ নভেম্বর) সকালে জাতীয় ক্রীড়া পরিষদ তাকে নিয়োগ দেওয়ার খবর নিশ্চিত করে।
বিস্তারিত আসছে …
ঢাকা/ইয়াসিন