প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ মাসে বলেছেন, তাঁর শুল্কের কারণে যুক্তরাষ্ট্র এরই মধ্যে দিনে ২০০ কোটি মার্কিন ডলার রাজস্ব আয় করতে শুরু করেছে। বাস্তবতা হচ্ছে, এই সময়ে দৈনিক গড়ে ১৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার রাজস্ব আয় হয়েছে।

এটা ঠিক যে ট্রাম্পের শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রে পণ্য আমদানি শুল্ক থেকে আয় কিছুটা বেড়েছে। তবে সেটা প্রেসিডেন্ট ট্রাম্প আয় যেভাবে বাড়বে বলেছেন, তার ধারেকাছেও নেই। যুক্তরাষ্ট্রের বাণিজ্য অধিদপ্তর ২৫ এপ্রিল শুক্রবার এ বিষয়ে সর্বশেষ তথ্য প্রকাশ করেছে। ওই তথ্য অনুযায়ী, সেদিন যুক্তরাষ্ট্র শুল্ক ও কিছু নির্দিষ্ট আবগারি কর থেকে ২৮ কোটি ৫০ লাখ ডলার রাজস্ব আয় করেছে।

আর সেদিন পর্যন্ত এপ্রিলে শুল্ক থেকে মোট রাজস্ব আয় ১ হাজার ৬১০ কোটি ডলারের বেশি।

যুক্তরাষ্ট্রে গত ১৭ জানুয়ারি শুল্ক থেকে রাজস্ব আয় ছিল ১২ কোটি ৮০ লাখ ডলার। পূর্ববর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে সেদিনই শুল্ক থেকে যুক্তরাষ্ট্রের দৈনিক রাজস্ব আয়ের সর্বশেষ তথ্য প্রকাশ করা হয়েছিল।

সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের যত বাণিজ্য অংশীদার রয়েছে, তাদের প্রায় সবার ওপরই পাল্টা শুল্ক আরোপের হুমকি দিয়ে রেখেছেন ট্রাম্প। সবচেয়ে বেশি শুল্ক আরোপ করেছেন চীনের ওপর। দেশটির ওপর আগে থেকে ২০ শতাংশ শুল্ক আরোপ করা ছিল। তার সঙ্গে বাড়তি আরও ১২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন।

আরও পড়ুনপাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিত করলেন ট্রাম্প, এ সময় এই শুল্ক থাকছে ১০ শতাংশ০৯ এপ্রিল ২০২৫

তবে ট্রাম্প চীন বাদে অন্য দেশগুলোর ওপর ২ এপ্রিল ঘোষণা করা শুল্কের বাস্তবায়ন আপাতত স্থগিত রেখেছেন। তার পরিবর্তে ৯ এপ্রিল তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন।

এ ছাড়া মার্চে ট্রাম্প গাড়ি, ইস্পাত, অ্যালুমিনিয়াম ও পটাশ আমদানিতে যে শুল্ক আরোপ করেছেন, সেটাও বহাল আছে। এসব শুল্কের কারণে এই খাত থেকে যুক্তরাষ্ট্রে রাজস্ব আয় বেড়েছে।

আরও পড়ুন১৮ ঘণ্টায় কী ঘটেছিল, যা ট্রাম্পকে শুল্কনীতি স্থগিত করতে বাধ্য করেছিল১০ এপ্রিল ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র ওপর

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ