রাজধানীর মোহাম্মদপুরসংলগ্ন বসিলা ব্রিজে গতকাল বৃহস্পতিবার রাতে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। তাঁর নাম সাদিকুল ইসলাম।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম আজ শুক্রবার সকালে প্রথম আলোকে বলেন, গতকাল রাত সাড়ে আটটার দিকে বছিলা ব্রিজে একটি ট্রাক পেছন থেকে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা থেকে ছিটকে পড়ে চালক সাদিকুল ইসলাম ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় অটোরিকশার দুই যাত্রী সামান্য আহত হন। তাঁদের একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সাদিকুলের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেছে।

ওসি সাইফুল ইসলাম বলেন, ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন। সাদিকুলের বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুরে। তিনি সপরিবার রাজধানীর মগবাজারের মধুবাগে থাকতেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ল ইসল ম

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ