গণ–অভ্যুত্থানের মাধ্যমে দেশের জনগণ আওয়ামী লীগের রাজনীতিকে অস্বীকার করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অতিদ্রুত দলটির নিবন্ধন বাতিল এবং (গণহত্যার) বিচার চলাকালীন তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান।

আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাহিদ ইসলাম।

আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না, এই রায় দেশের জনগণ গত ৫ আগস্ট দিয়েছে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, জনরোষে ফ্যাসিস্ট সরকারের নেতাদের দেশ থেকে পালাতে হয়েছে। এরপর আওয়ামী লীগ এ দেশে রাজনীতি করবে কি না, এই আলোচনাই আসতে পারে না।

এনসিপির আহ্বায়ক বলেন, সংস্কার, নির্বাচন ও আওয়ামী লীগের বিচার—কোনোটিই একে অন্যের বিরোধী নয়। তিনটির সমন্বয়ে বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তর সম্ভব। তিনি আরও বলেন, মৌলিক সংস্কারের জায়গায় রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে আসতে হবে। যে সংস্কারের মাধ্যমে শাসনব্যবস্থা ও ক্ষমতার কাঠামো পরিবর্তন হতে পারে। তা না হলে জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে না।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচন মানেই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া। এই প্রক্রিয়া নিয়ে বাংলাদেশে সব সময় রাজনৈতিক দ্বন্দ্ব তৈরি হয়েছে। এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন এবং দলগুলোর নিজেদের মধ্যে আস্থা ও বিশ্বাস তৈরি করতে হবে। তাঁর আশা, এবার শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে সাংবিধানিক প্রক্রিয়া এবং রাজনৈতিক সংস্কৃতি তৈরি করা সম্ভব হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন হ দ ইসল ম র জন ত ক আওয় ম

এছাড়াও পড়ুন:

বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সাথে পুলিশের মতবিনিময়

পুলিশ সপ্তাহের দ্বিতীয়দিন বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিবদের সাথে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৩০ এপ্রিল) রাতে রাজারবাগ পুলিশ লাইনসে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আইন উপদেষ্টা বলেন, “পুলিশের মর্যাদা রক্ষার জন্য প্রয়োজনীয় সংস্কার করা হবে।” তিনি স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে পুলিশের অনন্য ভূমিকার প্রশংসা করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। এটি আরও উন্নত করার সুযোগ রয়েছে। তিনি গত ঈদুল ফিতরসহ অন্যান্য অনুষ্ঠানে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান।”

গণপূর্ত উপদেষ্টা বলেন, “৫ আগস্টের পরের পুলিশ হবে জনগণের পুলিশ।” তিনি পুলিশকে ফ্যাসিবাদী পুলিশের পরিবর্তে জনগণের পুলিশ হওয়ার আহ্বান জানান।

তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, “পুলিশ তখনই জনগণের পুলিশ হবে যখন পুলিশের কার্যক্রমে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়বে। পুলিশের তথ্য প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে আইসিটি বিভাগ প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।”

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী। 

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাহারুল আলমের সভাপতিত্বে পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি, অর্থ মন্ত্রণালয়ের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য রাখেন, সভা বাস্তবায়ন উপকমিটির সভাপতি ও হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি মো. দেলোয়ার হোসেন মিঞা। অনুষ্ঠানে পুলিশ সুপার থেকে তদূর্ধ্ব কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

পুলিশের অপারেশনাল কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে সভায় বিভিন্ন মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রস্তাব উত্থাপন করা হয়। এসময় উপদেষ্টারা পুলিশ কর্মকর্তাদের উত্থাপিত বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাসও দেন।

ঢাকা/এম/এস

সম্পর্কিত নিবন্ধ

  • এমন আবহ তৈরি করা হচ্ছে, নির্বাচন চাওয়া যেন অপরাধ
  • নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে জনগণ ক্ষমা করবে না: আমীর খসরু
  • করিডর নিয়ে যা বলছে, তার প্রতিটি কথার জবাব দিতে হবে: আমীর খসরু
  • জনগণ প্রভাবমুক্ত পুলিশ চাইলেও, রাজনৈতিক নেতারা পেশাদার পুলিশ চাননি
  • কোনো ব্যক্তির মনে যাতে ক্ষমতা ধরে রাখার ইচ্ছা না আসে, সেজন্য নির্বাচন প্রয়োজন
  • নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দিন: রুহুল কবির রিজভী
  • নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দিন: রিজভী
  • শেষ পর্যন্ত খনিজ চুক্তিতে স্বাক্ষর করলো যুক্তরাষ্ট্র ও ইউক্রেন
  • বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সাথে পুলিশের মতবিনিময়