বন্দরে ১০ কেজি গাঁজাসহ পাঁচ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে

। শুক্রবার (২ মে) র‌্যাব-১১ এর স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার নারায়ণগঞ্জের বন্দর থানার মদনগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ আসামিদের আটক করে র‌্যাব।

আটককৃতরা হলেন- কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া থানার মোঃ রওশন আলীর ছেলে মোহাম্মদ আমান ওরফে জীবন (৫৪), একই এলাকার মৃত নশু মিয়ার ছেলে মো.

মাসু রানা (২৫), মৃত মানিক মিয়ার স্ত্রী জাহানারা বেগম (৫০), মো. মোস্তফার স্ত্রী বৃষ্টি (১৯), মৃত মানিক মিয়ার ছেলে ইয়াসিন (১৩)।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে মাদক পরিবহন ও সরবরাহ করে আসছিল। আটককৃত আসামিদের বিরুদ্ধে বন্দর থানায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।


 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

সাগরপথে মিয়ানমারে সার পাচারের চেষ্টা, আটক ১০ 

সাগরপথে অবৈধভাবে মিয়ানমারে পাচারের সময় একটি ট্রলার থেকে ৬০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। এসময় ১০ পাচারকারী আটক হয়।

শুক্রবার (২ মে) দুপুর আড়াইটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশিদ।

আটককৃতরা কক্সবাজার, চট্টগ্রাম ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

আরো পড়ুন:

ফেনীতে ৩ কোটি ২০ লাখ টাকার বালু জব্দ

ট্রেনে বিজিবির অভিযান, কোটি টাকার হেরোইন জব্দ

লেফটেন্যান্ট  কমান্ডার হারুন-অর-রশিদ জানান, ৫৮ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা চলমান থাকায় সাগরে কোনো ট্রলার অবস্থান করা বেআইনি। বৃহস্পতিবার (১ মে) মধ্যরাতে টেকনাফের সেন্টমার্টিন উপকূলের গভীর সাগরে কাঠের তৈরি একটি সন্দেহজনক মাছ ধরার ট্রলার দেখতে পান কোস্ট গার্ড জাহাজ ‘তাজউদ্দিন’-এর সদস্যরা। ট্রলারটিকে থামার নির্দেশ দিলে সেটি দ্রুত পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ট্রলারটি জব্দ করা হয়।

তিনি আরো জানান, ট্রলারটিতে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারের জন্য বহন করা ৬০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। এ সময় ট্রলারে থাকা ১০ পাচারকারীকেও আটক করা হয়। জব্দকৃত ট্রলারটি টেকনাফ স্থলবন্দর সংলগ্ন কোস্ট গার্ডের জেটিতে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধার করা সার টেকনাফ কাস্টমস অফিসে জমা রাখা হয়েছে।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।

ঢাকা/তারেকুর/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • সাগরপথে মিয়ানমারে সার পাচারের চেষ্টা, আটক ১০