দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারে নিজের প্রতিভা, সৌন্দর্য ও অভিনয়ের মুন্সিয়ানায় মৌসুমী যেভাবে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, তা এক কথায় অসাধারণ। ঢাকাই সিনেমা প্রিয়দর্শিনী দীর্ঘদিন অভিনয় থেকে দূরে রয়েছেন। তার ভক্তরা অপেক্ষা করছেন, কবে আবার অভিনয়ে ফিরবেন তাদের প্রিয় নায়িকা। কিন্তু মোসুমী ভক্তদের জন্য দুঃসংবাদ!

অভিনয়কে বিদায় জানাতে চাইছেন এক সময়ের অসম্ভব জনপ্রিয় এই নায়িকা। খবরটি জানিয়েছেন খোদ তার স্বামী অভিনেতা ওমর সানী।

২০২৩ সালের অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থান করছেন মৌসুমী। সেখানে তিনি তার মায়ের কাছে থাকেন। সঙ্গে আছেন মেয়ে ফাইজা। শিগগিরই তার দেশে ফেরার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ওমর সানী।

এ বিষয়ে সানী গণমাধ্যমকে বলেন, ‘মৌসুমী এখনই ফিরছেন না। মেয়ের পড়াশোনা ও শাশুড়ির অসুস্থতা মিলিয়ে ওর এখন পরিবারকেই সময় দেওয়া জরুরি।’

তিনি জানিয়েছেন, মৌসুমী নাকি এও বলেছেন, তিনি ভুলে যেতে চান তিনি মৌসুমী ছিলেন!

গণমাধ্যমকে দেওয়া এক এক সাক্ষাৎকারে ওমর সানী বলেন, ‘মৌসুমীর এই কথাটা খুব কষ্টের। তার মতো একটা লিজেন্ড নিয়ে ভালো কাজ তৈরি করবে, এমন ভাবনা তো কারো নেই।’

এমনকি তিনি নতুন প্রজন্মের শিল্পীদের আচরণ নিয়েও আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, ‘নতুনদের সৌজন্যবোধে ঘাটতি আছে। অনেকেই এখন মনে করেন, তারা মৌসুমীর চেয়েও বড় তারকা হয়ে গেছেন।’

‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হয় মৌসুমীর। এই সিনেমায় তার বিপরীতে ছিলেন প্রয়াত সালমান শাহ। এরপর করেছেন অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয়। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ওমর স ন

এছাড়াও পড়ুন:

গিলের জয়ের আনন্দ, স্টোকসের আফসোস

ম্যাচ জিততে পারবেন, এই আত্মবিশ্বাস কি ছিল? ভারতের অধিনায়ক শুবমান গিলের উত্তর, হ্যাঁ ছিল।

হ্যারি ব্রুকেরও একই বিশ্বাস ছিল। পুরস্কার বিতরণী মঞ্চে মাইকেল আথারটনকে বলেন, ‘আত্মবিশ্বাস ছিল আজকের দিনে। দুজন ভালো ব্যাটসম্যান ছিল (ক্রিজে)। ভেবেছিলাম, সহজেই জিতব।’

আরও পড়ুনওভালে অবিশ্বাস্য নাটক, ভারতের অসাধারণ জয়৫ ঘণ্টা আগে

আত্মবিশ্বাস তো তাঁর থাকতেই হবে। ওভাল টেস্ট জিততে আজ শেষ দিনে হাতে ৪ উইকেট রেখে ইংল্যান্ডের দরকার ছিল ৩৫ রান। ক্রিজে জেমি স্মিথের মতো স্বীকৃত ব্যাটসম্যার এবং জেমি ওভারটনের মতো অলরাউন্ডার, যিনি কিনা ব্যাটিংটাও ভালো করেন। এ অবস্থায় ব্রুকদের জয়ের আত্মবিশ্বাস না থাকাটাই বরং অস্বাভাবিক। কিন্তু শেষ পর্যন্ত ইংল্যান্ড ৬ রানে হারার পর এই টেস্ট না খেলা দলটির মূল অধিনায়ক বেন স্টোকস বলতে বাধ্য হলেন, ‘আমরা পারলাম না!’

ওভাল টেস্টে জয়ের পর ভারতের খেলোয়াড়দের উদ্‌যাপন

সম্পর্কিত নিবন্ধ