মৌসুমীর অভিনয় ছাড়ার বিষয়ে যা বললেন ওমর সানী
Published: 3rd, May 2025 GMT
দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারে নিজের প্রতিভা, সৌন্দর্য ও অভিনয়ের মুন্সিয়ানায় মৌসুমী যেভাবে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, তা এক কথায় অসাধারণ। ঢাকাই সিনেমা প্রিয়দর্শিনী দীর্ঘদিন অভিনয় থেকে দূরে রয়েছেন। তার ভক্তরা অপেক্ষা করছেন, কবে আবার অভিনয়ে ফিরবেন তাদের প্রিয় নায়িকা। কিন্তু মোসুমী ভক্তদের জন্য দুঃসংবাদ!
অভিনয়কে বিদায় জানাতে চাইছেন এক সময়ের অসম্ভব জনপ্রিয় এই নায়িকা। খবরটি জানিয়েছেন খোদ তার স্বামী অভিনেতা ওমর সানী।
২০২৩ সালের অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থান করছেন মৌসুমী। সেখানে তিনি তার মায়ের কাছে থাকেন। সঙ্গে আছেন মেয়ে ফাইজা। শিগগিরই তার দেশে ফেরার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ওমর সানী।
এ বিষয়ে সানী গণমাধ্যমকে বলেন, ‘মৌসুমী এখনই ফিরছেন না। মেয়ের পড়াশোনা ও শাশুড়ির অসুস্থতা মিলিয়ে ওর এখন পরিবারকেই সময় দেওয়া জরুরি।’
তিনি জানিয়েছেন, মৌসুমী নাকি এও বলেছেন, তিনি ভুলে যেতে চান তিনি মৌসুমী ছিলেন!
গণমাধ্যমকে দেওয়া এক এক সাক্ষাৎকারে ওমর সানী বলেন, ‘মৌসুমীর এই কথাটা খুব কষ্টের। তার মতো একটা লিজেন্ড নিয়ে ভালো কাজ তৈরি করবে, এমন ভাবনা তো কারো নেই।’
এমনকি তিনি নতুন প্রজন্মের শিল্পীদের আচরণ নিয়েও আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, ‘নতুনদের সৌজন্যবোধে ঘাটতি আছে। অনেকেই এখন মনে করেন, তারা মৌসুমীর চেয়েও বড় তারকা হয়ে গেছেন।’
‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হয় মৌসুমীর। এই সিনেমায় তার বিপরীতে ছিলেন প্রয়াত সালমান শাহ। এরপর করেছেন অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয়। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ওমর স ন
এছাড়াও পড়ুন:
ঢাকায় আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশ নেওয়া নেতা গ্রেপ্তার: পুলিশ
রাজধানীতে আওয়ামী লীগের (কার্যক্রমনিষিদ্ধ) একাধিক ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে দলটির এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তির নাম আবু জাহের দুলাল। তিনি নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির সিটি ইন্টেলিজেন্স অ্যানালিসিস বিভাগ গতকাল রোববার রাতে রাজধানীর নবাবপুর এলাকায় অভিযান চালিয়ে আবু জাহেরকে গ্রেপ্তার করে। আবু জাহের গত কয়েক মাসে ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশ নিয়েছেন।
ডিএমপি বলছে, এসব ঝটিকা মিছিলে অংশ নেওয়ার দৃশ্য আবু জাহের নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচার করেছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।