মৌসুমীর অভিনয় ছাড়ার বিষয়ে যা বললেন ওমর সানী
Published: 3rd, May 2025 GMT
দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারে নিজের প্রতিভা, সৌন্দর্য ও অভিনয়ের মুন্সিয়ানায় মৌসুমী যেভাবে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, তা এক কথায় অসাধারণ। ঢাকাই সিনেমা প্রিয়দর্শিনী দীর্ঘদিন অভিনয় থেকে দূরে রয়েছেন। তার ভক্তরা অপেক্ষা করছেন, কবে আবার অভিনয়ে ফিরবেন তাদের প্রিয় নায়িকা। কিন্তু মোসুমী ভক্তদের জন্য দুঃসংবাদ!
অভিনয়কে বিদায় জানাতে চাইছেন এক সময়ের অসম্ভব জনপ্রিয় এই নায়িকা। খবরটি জানিয়েছেন খোদ তার স্বামী অভিনেতা ওমর সানী।
২০২৩ সালের অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থান করছেন মৌসুমী। সেখানে তিনি তার মায়ের কাছে থাকেন। সঙ্গে আছেন মেয়ে ফাইজা। শিগগিরই তার দেশে ফেরার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ওমর সানী।
এ বিষয়ে সানী গণমাধ্যমকে বলেন, ‘মৌসুমী এখনই ফিরছেন না। মেয়ের পড়াশোনা ও শাশুড়ির অসুস্থতা মিলিয়ে ওর এখন পরিবারকেই সময় দেওয়া জরুরি।’
তিনি জানিয়েছেন, মৌসুমী নাকি এও বলেছেন, তিনি ভুলে যেতে চান তিনি মৌসুমী ছিলেন!
গণমাধ্যমকে দেওয়া এক এক সাক্ষাৎকারে ওমর সানী বলেন, ‘মৌসুমীর এই কথাটা খুব কষ্টের। তার মতো একটা লিজেন্ড নিয়ে ভালো কাজ তৈরি করবে, এমন ভাবনা তো কারো নেই।’
এমনকি তিনি নতুন প্রজন্মের শিল্পীদের আচরণ নিয়েও আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, ‘নতুনদের সৌজন্যবোধে ঘাটতি আছে। অনেকেই এখন মনে করেন, তারা মৌসুমীর চেয়েও বড় তারকা হয়ে গেছেন।’
‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হয় মৌসুমীর। এই সিনেমায় তার বিপরীতে ছিলেন প্রয়াত সালমান শাহ। এরপর করেছেন অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয়। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ওমর স ন
এছাড়াও পড়ুন:
রাশফোর্ডের চোখ ধাঁধানো জোড়া গোলে শুরু বার্সেলোনার
নিউক্যাসল ইউনাইটেড ১-২ বার্সেলোনা
মার্কাস রাশফোর্ড তাহলে ফিরলেন!
ইংলিশ ফুটবলপ্রেমীরা এই রাশফোর্ডকে আবার দেখার আশায় দিন গুণেছেন। সেন্ট জেমস পার্কে তাঁরা সেই রাশফোর্ডকে দেখলেন ঠিকই, সম্ভবত কিছুটা দীর্ঘশ্বাস জেগেছে কারও কারও মনে। ম্যানচেস্টার ইউনাইটেড তাঁকে ধারে বার্সেলোনায় পাঠাল গত জুলাইয়ে। তারপর এই প্রথম ইংল্যান্ডে প্রত্যাবর্তন, কিন্তু ইংলিশ ফুটবলপ্রেমীরা দেখলেন কী, তাদেরই ক্লাবের বিপক্ষে রাশফোর্ড করলেন জোড়া গোল! তাও যেন-তেন গোল নয়, দুটি গোলই মনে রাখার মতো।
রাশফোর্ডের জোড়া গোল নিউক্যাসল ইউনাইটেডকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে ভালো শুরু পেল বার্সা। রাশফোর্ডের নিজের জন্যও ম্যাচটা স্মরণীয় হয়ে থাকবে। বার্সার হয়ে প্রথম স্কোরশিটে নাম লেখালেন, সেটাও ক্লাবটির হয়ে চ্যাম্পিয়নস লিগে অভিষেকে। হ্যারি কেইনের পর দ্বিতীয় ইংলিশ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে ইংল্যান্ডের বাইরের ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগের ক্লাবের বিপক্ষে জোড়া গোল করলেন রাশফোর্ড।
তিনটি গোলই হয়েছে বিরতির পর। ৫৮ মিনিটে ডান প্রান্ত থেকে জুলস কুন্দের ক্রস পান রাশফোর্ড। বক্সের ভেতরে পোস্ট থেকে বেশ দূরেই দাঁড়িয়ে ছিলেন। কিন্তু বুলেট গতির হেডে পেয়ে যান প্রথম গোল। ১০ মিনিট পর ২০ গজ দূরত্ব থেকে করা শটে রাশফোর্ডের গোলটি দেখে ধারাভাষ্যকার দুটি কথা বললেন, ‘মিসাইল’ এবং ‘চ্যাম্পিয়নস লিগে এবার মৌসুমসেরা গোলের দৌড়ে থাকবে। নিউক্যাসল গোলকিপার পোপ ডান দিকে ঝাঁপ দিয়েছিলেন, ভিডিও রিপ্লেতে তা দেখে ধারাভাষ্যকার বলেছেন, ‘দরকার ছিল না’ কারণ শটটা এতটাই নিখুঁত ছিল!
নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোল করে স্বাগতিক সমর্থকদের জাগিয়ে তোলেন অ্যান্থনি গর্ডন। কিন্তু আর যোগ করা সময়ের ৭ মিনিটে সমতাসূচক গোলটি আর পায়নি নিউক্যাসল।
বিস্তারিত আসছে…।