নুরুলের নেতৃত্বে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে খেলবেন এনামুল–শরীফুলরা
Published: 4th, May 2025 GMT
ঢাকা প্রিমিয়ার লিগে পারফর্ম করে ‘এ’ দলে জায়গা পাওয়া নুরুল হাসানের কাঁধে উঠল নেতৃত্বের ভারও। আজ তাঁকে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে তিনটি একদিনের ম্যাচের প্রথম দুটির জন্য অধিনায়ক ঘোষণা করেছে বিসিবি। প্রিমিয়ার লিগে ধানমন্ডি ক্লাবের হয়ে ১১ ইনিংসে ৫৮ গড় ও ৯৩.৫৫ স্ট্রাইক রেটে ৫২২ রান করেছিলেন নুরুল।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে এখন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এর আগে কিউইদের বিপক্ষে ‘এ’ দলের সিরিজে জাতীয় দল ও এর আশপাশে থাকা বেশ কিছু ক্রিকেটারদের সুযোগ করে দেওয়া হয়েছে।
বিশেষত ঢাকা প্রিমিয়ার লিগের পারফর্মারদের মূল্যায়ন করা হয়েছে এ সিরিজে। ১৪ ম্যাচে ৮৭৪ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে সুযোগ পেয়েছিলেন এনামুল হক, এবার পেলেন ‘এ’ দলেও। ১১ ম্যাচে ৬১৮ রান করা মোহাম্মদ নাঈমকেও রাখা হয়েছে স্কোয়াডে।
জাতীয় দল থেকে বাদ পড়া শরিফুল ইসলামও ১৩ ম্যাচে ২১ উইকেট নেওয়ার পর সুযোগ পেয়েছেন ‘এ’ দলে। শুরুতে মোস্তাফিজুর রহমানকে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে রাখা হলেও এখন তাঁর জায়গা নিয়েছেন আরেক পেসার খালেদ আহমেদ।
আগামী ৫, ৭ ও ১০ মে সিলেটে অনুষ্ঠিত হবে ওয়ানডে সংস্করণের ম্যাচগুলো। একই ভেন্যুতে চার দিনের প্রথম ম্যাচটি শুরু হবে ১৪ মে, ২১ মে ঢাকায় হবে দ্বিতীয় ম্যাচ। এই সিরিজের সবগুলো ম্যাচই সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইসল ম
এছাড়াও পড়ুন:
ভারতের কর্মকাণ্ড নিরাপত্তা পরিষদকে জানাবে পাকিস্তান
ভারতের আগ্রাসী পদক্ষেপ ও প্ররোচনার ব্যাপারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অবহিত করবে পাকিস্তান। রবিবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
২২ এপ্রিল অধিকৃত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই পর্যটক। ভারত কোনো প্রমাণ ছাড়াই দাবি করছে, এই হামলার পেছনে পাকিস্তানের মদদ রয়েছে। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে। বিষয়টি নিয়ে দুই দেশের উত্তেজনা বেড়েই চলছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির সেনাবাহিনীকে সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য ‘কার্যকরী স্বাধীনতা’ প্রদান করেছেন। অপরদিকে, নয়াদিল্লির যেকোনো দুঃসাহসিক কাজের ‘দ্রুত’ জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবদ।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন অনলাইন জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখারকে নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।
পাকপররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, “পাকিস্তান ভারতের আক্রমণাত্মক কর্মকাণ্ড, উস্কানি ও উস্কানিমূলক বক্তব্য সম্পর্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবহিত করবে। সিন্ধু পানি চুক্তি স্থগিত করার জন্য ভারতের অবৈধ পদক্ষেপের কথা পাকিস্তান বিশেষভাবে তুলে ধরবে।”
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তান স্পষ্ট করবে যে নয়াদিল্লির আগ্রাসী পদক্ষেপ কীভাবে এই অঞ্চলে “শান্তি ও নিরাপত্তাকে বিপন্ন করছে। এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সঠিক তথ্য উপস্থাপনের জন্য পাকিস্তানের প্রচেষ্টার অংশ।”
ঢাকা/শাহেদ