এনা ও স্টারলাইন পরিবহনের ১৯০ গাড়ি জব্দ
Published: 4th, May 2025 GMT
দুর্নীতি ও চাঁদা উত্তোলনের অভিযোগে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ, তার পরিবারের সদস্য ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত ১৯০টি গাড়ি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার আদালত। এসব গাড়ি খন্দকার এনায়েত উল্লাহ, তার স্ত্রী নার্গিস সামসাদ, ছেলে রিদওয়ানুল আশিক নিলয়, মেয়ে চামশে জাহান নিশি এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের নামে রয়েছে। স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে এনা পরিবহন ও স্টারলাইন স্পেশাল লিমিটেডের নাম উল্লেখযোগ্য।
আজ রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো.
আবেদনে বলা হয়, অভিযুক্ত খন্দকার এনায়েত উল্লাহ’র বিরুদ্ধে বিভিন্ন রুটে চলাচলকারী বাস থেকে দৈনিক ১ কোটি ৬৫ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগটি অনুসন্ধানের তিন সদস্যের টিম গঠন করা হয়েছে। অভিযোগটি অনুসন্ধানকালে এনায়েত উল্লাহ, তার স্ত্রী নার্গিস সামসাদ, ছেলে রিদওয়ানুল আশিক নিলয়, মেয়ে চামশে জাহান নিশি এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের নামে এসব রেজিস্ট্রেশনভুক্ত যানবাহন বা মোটরযানসমূহের তথ্য পাওয়া যায়। অভিযুক্তরা এসব যানবাহন বা মোটরযানসমূহের মালিকানা হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগটি সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব যানবাহন জব্দ করার আদেশ দেওয়া প্রয়োজন।
উৎস: Samakal
কীওয়ার্ড: নসম হ র
এছাড়াও পড়ুন:
রামুতে পলিথিনে মোড়ানো পা উদ্ধার
কক্সবাজারের রামুতে শরীর থেকে বিচ্ছন্ন করা একটি পা পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৪ মে) বিকেল ৪টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মির্জা আলী স্টেশনের ব্রিজের পাশ থেকে পাটি উদ্ধার হয়।
খুনিয়াপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ জয়নাল আবেদীন জানান, আজ আছরের নামাজের পর এলাকাবাসী ব্রিজের পাশে একটি পলিথিনে মোড়ানো সন্দেহজনক কিছু দেখতে পান। কাছে গিয়ে তারা দেখেন, সেটি শরীর থেকে বিচ্ছন্ন করা মানুষের পা। ঘটনাটি তিনি জানতে পরে পুলিশকে জানান।
আরো পড়ুন:
হাকিমপুর থানার ওসি সুজন মিঞা প্রত্যাহার
শাশুড়িকে হত্যার অভিযোগে মেয়ের জামাই গ্রেপ্তার
রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী বলেন, “ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/তারেকুর/মাসুদ