এবার আইপিএলে সবচেয়ে বেশি রান ও সবচেয়ে বেশি উইকেট কার
Published: 4th, May 2025 GMT
কখনো বিরাট কোহলি, কখনো সাই সুদর্শন। আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের কমলা ক্যাপ নিয়ে এই দুজনের মধ্যেই চলছে কাড়াকাড়ি। গতকাল চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচে ৬২ রান করে ক্যাপটার মালিক এখন কোহলি। সাইয়ের চেয়ে ১ রানে এগিয়ে ভারতের সাবেক অধিনায়ক।
বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারির বেগুনি ক্যাপ নিয়েও চলছে কঠিন লড়াই, যে লড়াইয়ে আপাতত এগিয়ে গুজরাটের প্রসিধ কৃষ্ণা। তাঁর সঙ্গে দুইয়ে থাকা জশ হ্যাজলউডের পার্থক্য ১ উইকেটের।
টুর্নামেন্ট শেষে কে থাকবে শীর্ষে? আপাতত এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। তবে এখন পর্যন্ত সেরার লড়াইয়ে কারা কারা আছেন, সেটা দেখে নেওয়া যেতে পারে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
অভিনেত্রীর সাত মাসের শিশুকে নিয়ে ট্রল, সাইবার সেলে মামলা
টেলিভিশনের জনপ্রিয় বাঙালি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যের সাত মাসের সন্তানকে ঘিরে সাইবার বুলিংয়ের ঘটনা সামনে এসেছে। সদ্যোজাত পুত্রসন্তান জয়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে হাজার হাজার কুরুচিপূর্ণ মন্তব্য, বিদ্রূপ, এমনকি বর্ণবিদ্বেষমূলক ট্রল করা হয়েছে। আর তাতেই ক্ষুব্ধ ও মর্মাহত হয়ে সাইবার সেলে আনুষ্ঠানিক অভিযোগ করেছেন দেবলীনা।
দেবলীনা ও তাঁর স্বামী শাহবাজ শেখের একমাত্র সন্তান জয়। জন্মের পর থেকেই ইনস্টাগ্রামে জয়কে নিয়ে বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করতেন দেবলীনা। তবে সম্প্রতি ছেলের গায়ের রং নিয়ে তাঁকে টার্গেট করে ভয়ানক বর্ণবাদী মন্তব্য করতে শুরু করেন অনেকে। ইনস্টাগ্রামের বিভিন্ন পোস্টে ছোট্ট জয়কে উদ্দেশ করে ব্যবহার করা হয় অশালীন ও কুরুচিপূর্ণ শব্দ।
স্বাভাবিকভাবে একজন মা হিসেবে এই অন্যায্য আচরণ আর সহ্য করতে পারেননি দেবলীনা। তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কিছু নেতিবাচক মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করেন এবং জানান, ইতিমধ্যেই তিনি সাইবার ক্রাইম সেলে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছেন। দেবলীনার ভাষায়, তাঁর সন্তানের উদ্দেশে দুই হাজারের বেশি বিরূপ মন্তব্য করা হয়েছে।
ইনস্টাগ্রাম ও ফেসবুকে এ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য