‘আমরা এসেছি ইতিহাস গড়তে’ –আত্মবিশ্বাসে বলীয়ান আর্তেতা
Published: 7th, May 2025 GMT
আজ বুধবার দিবাগত রাতে (০৭ মে) চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের উত্তেজনাকর ফিরতি লেগে প্যারিস সেন্ট-জার্মেইনের (পিএসজি) মুখোমুখি হবে আর্সেনাল। প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থাকা দলটি এবার খেলবে প্রতিপক্ষ পিএসজির ঘরের মাঠে।
তবে সব চাপকে পাশ কাটিয়ে জয়ের পূর্ণ প্রস্তুতিতে আশাবাদী আর্সেনাল শিবির। কোচ মিকেল আর্তেতার কণ্ঠে তাই আত্মবিশ্বাসের ঝলক, “আমরা এখানে ইতিহাস গড়তে এসেছি। আমাদের লক্ষ্য একেবারে পরিষ্কার—জিততে হবে, এবং ফাইনালে উঠতেই হবে।”
প্রতিপক্ষ পিএসজিকে হালকাভাবে না নিয়ে তিনি বলেন, “তারা বলের দখলে দারুণ পটু, খেলার প্রতিটি স্তরে আধিপত্য বিস্তার করে। খুবই আক্রমণাত্মক ও চাপ সৃষ্টিকারী দল তারা।”
আরো পড়ুন:
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন শমিত
রোনালদোর ছেলে ডাক পেলেন পর্তুগাল দলে
তবুও নিজ দলের মানসিকতা নিয়ে সন্তুষ্ট আর্তেতা। জানালেন, “আমরা জানি কী করতে হবে। আমরা প্রস্তুত। ইউরোপের সেরা দলগুলোর বিপক্ষে লড়াই করে আমরা সেটা প্রমাণও করেছি। একটি জয় আমাদের আরও আত্মবিশ্বাসী করে তুলবে।”
দলের অন্যতম ভরসা, মিডফিল্ডার ডেকলান রাইসও একই সুরে কথা বলেন, “এটা আমাদের জন্য বিশাল চ্যালেঞ্জ, কিন্তু আমরা প্রস্তুত। আমরা জানি এই মুহূর্তে কী প্রয়োজন।” তিনি অধিনায়ক মার্টিন ওডেগার্ডের প্রশংসা করতেও ভোলেননি, ‘‘ওডেগার্ড আমাদের জন্য সত্যিকারের অনুপ্রেরণা।”
প্রথম লেগে পিছিয়ে থাকলেও ফাইনালে ওঠার আশা ছাড়েনি আর্সেনাল। জিততে হবে অন্তত ২ গোলের ব্যবধানে। তবে মাঠে নামার আগে দলের মাঝে রয়েছে তীব্র আত্মবিশ্বাস, লড়াইয়ের মানসিকতা আর ইতিহাস গড়ার তাড়না।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল চ য ম প য়নস ল গ আর স ন ল আম দ র
এছাড়াও পড়ুন:
ম্যাচ রেফারি পাইক্রফ্ট ক্ষমা চাওয়ার পরই খেলতে রাজি হয়েছিল পাকিস্তান
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে টসের আগ পর্যন্ত দারুণ নাটকীয়তায় ঘেরা ছিল পাকিস্তানের ড্রেসিং রুম। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে দায়িত্ব থেকে সরানোর দাবি তোলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে আইসিসি সে দাবি আমলে নেয়নি। শেষ পর্যন্ত নিজের ভুল স্বীকার করে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা ও দলের ম্যানেজারের কাছে ক্ষমা চান পাইক্রফ্ট। এরপরই মাঠে নামতে রাজি হয় পাকিস্তান দল।
ঘটনার সূত্রপাত ১৪ সেপ্টেম্বরের ভারত-পাকিস্তান ম্যাচ থেকে। টসের সময় দুই অধিনায়কের করমর্দন হয়নি। আরও বড় বিতর্ক তৈরি হয় ম্যাচ শেষে। জয়ী ভারতের ক্রিকেটাররা করমর্দন এড়িয়ে দ্রুত ড্রেসিং রুমে ফিরে যান। সালমান আলী আগার নেতৃত্বে পাকিস্তানের খেলোয়াড়রা দাঁড়িয়ে অপেক্ষা করলেও সূর্যকুমার যাদব, শিভাম দুবেসহ পুরো ভারতীয় দল সেই শিষ্টাচার মানেনি।
আরো পড়ুন:
আজ মুখোমুখি শ্রীলঙ্কা-আফগানিস্তান, যে ম্যাচে ঝুলছে বাংলাদেশের ভাগ্য
আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান
এমন ঘটনার প্রতিবাদে পাকিস্তান অধিনায়ক পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন করেন। পরে আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানায় পিসিবি। তাদের দাবি ছিল, ম্যাচ রেফারি পাইক্রফ্ট ইচ্ছাকৃতভাবেই দুই অধিনায়কের হাত মেলানো আটকান, যা আইসিসির আচরণবিধি ও ক্রিকেটের স্পিরিটের পরিপন্থী।
যদিও আইসিসির ব্যাখ্যা ছিল ভিন্ন। তারা জানায়, এসিসির কর্মকর্তাদের নির্দেশেই কাজ করেছেন পাইক্রফ্ট। কিন্তু পাকিস্তান নড়েচড়ে বসে। এমনকি জানিয়ে দেয়, পাইক্রফ্ট দায়িত্বে থাকলে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে না তারা। এই হুমকির কারণে ম্যাচের শুরুর সময় এক ঘণ্টা পিছিয়ে দিতে বাধ্য হয় আয়োজকরা।
লাহোরে রমিজ রাজা, নাজাম শেঠিসহ শীর্ষ কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। পরে সমঝোতার পথ খোঁজা হয়। অবশেষে পাইক্রফ্ট স্বীকার করেন, ভুল বোঝাবুঝির কারণেই পরিস্থিতি এতদূর গড়ায়, এবং তিনি পাকিস্তান অধিনায়ক ও ম্যানেজারের কাছে ক্ষমা চান। তাতেই সন্তুষ্ট হয়ে মাঠে নামার সিদ্ধান্ত নেয় পাকিস্তান দল।
বুধবার রাতে ‘এ’ গ্রুপে নিজেদের সেই শেষ ম্যাচে আরব আমিরাতকে ৪১ রানের ব্যবধানে হারিয়ে সুপার ফোরে ভারতের সঙ্গী হয় সালমান-শাহীনরা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তান সংগ্রহ করে ৯ উইকেটে ১৪৯ রান। লক্ষ্য তাড়া করতে নেমে ১৭.৪ ওভারে ১০৫ রানেই গুটিয়ে যায় আরব আমিরাত।
ঢাকা/আমিনুল