ভার্সেটাইল শিল্পী হিসেবে রক, টেকানো, ফোক ফিউশনসহ নানা ধরনের গান গেয়ে শ্রোতা মনোযোগ কেড়েছেন কর্ণিয়া। এবার এই শিল্পীর কণ্ঠে শোনা গেল রবিঠাকুরের কালজয়ী গান– “মেঘ বলেছে ‘যাব যাব’, রাত বলেছে ‘যাই’, ...।”
নতুন করে এই গানের সংগীতায়োজন করেছেন। ফিল্ম ভেঞ্চার স্টুডিওর প্রযোজনায় ভিডিও নির্মাণ করেছেন রাজ বিশ্বাস শংকর। ভিডিওতে শিল্পী কর্ণিয়া নিজেই মডেল হিসেবে অংশ নিয়েছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে বুধবার শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। এ আয়োজন নিয়ে কর্ণিয়া বলেন, ‘প্রতিটি শিল্পীর মতো রবীন্দ্রসংগীতের প্রতি অন্য রকম এক ভালো লাগা আছে। সে ভালো লাগা আর বহুদিনের ইচ্ছা পূরণে এবার কবিগুরুর গান গাইলাম।
বিশ্বকবির জন্মজয়ন্তীর শ্রদ্ধাঞ্জলি হিসেবে গানটি প্রকাশ করলাম। আমার কণ্ঠে কালজয়ী এই রবীন্দ্রসংগীতটি যদি শ্রোতাদের ভালো লাগে, তাহলে এই প্রচেষ্টা সার্থক বলে মনে করব।’
.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বিশ্বের সবচেয়ে বয়স্ক অলিম্পিক চ্যাম্পিয়নের মৃত্যু
২৬ জুলাই ২০২৪, প্যারিসের টুইলারি বাগান। আকাশে ঝিরঝিরে বৃষ্টি। সেই বৃষ্টিভেজা সন্ধ্যাতেই জ্বলে উঠেছিল অলিম্পিক মশাল। শতবর্ষ পার করা চার্লস কস্তের জীবনে সেটাই ছিল ‘সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি’। সেদিন তিনি হাতে থাকা মশাল তুলে দিয়েছিলেন ফরাসি অলিম্পিয়ান টেডি রিনারের হাতে।
প্যারিস অলিম্পিক শুরুর প্রায় এক মাস আগে আয়োজকদের কাছ থেকে ফোন পেয়েছিলেন তিনি। অনেকটা নিভৃতেই তাঁকে জানানো হয়েছিল, উদ্বোধনী অনুষ্ঠানের শেষ দিকে মশালবাহকদের একজন হবেন তিনি।
১০১ বছর বয়সী সেই চার্লস কস্তে আর নেই। ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী মারিয়ানা ফেরারি গতকাল তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে বিদায় নিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ন।
১৯২৪ সালের ৮ ফেব্রুয়ারি জন্ম নেওয়া কস্তে ছিলেন ট্র্যাক সাইক্লিস্ট। ১৯৪৮ সালের লন্ডন অলিম্পিকে ছেলেদের টিম পারস্যুট ইভেন্টে তিনি জেতেন স্বর্ণপদক।
২০২৪ প্যারিস অলিম্পিকের উদ্ধোধনী অনুষ্ঠানে টেডি রেনার ও মেরি জোজের মশাল প্রজ্জ্বলন করছেন চার্লস কস্তে