এক সপ্তাহ ধরে ভারত-পাকিস্তানের উত্তেজনা নিয়ে চিন্তিত গোটা বিশ্ব। দুই দেশের সংঘাত নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন বলিউডসহ ভারতের অনেক তারকা। গতকাল নিজেদের মাঝে চলমান যুদ্ধ থেকে নিজেদের অস্ত্রবিরতি রাখার সিদ্ধান্তে সম্মত হয়েছে উভয় দেশ।

তাৎক্ষনিক ও সম্পূর্ণ পরিসরে এই যুদ্ধবিরতিতে দুই দেশের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিশ্বনেতারা। যুদ্ধবিরতির এই সুসংবাদে আনন্দ ও স্বস্তির দেখা মিলেছে ভারতীয় শোবিজ অঙ্গনেও।

যুদ্ধবিরতিতে পোস্ট করেন বলিউডের ভাইজান সালমান খানও। তবে নেটিজেনদের তোপের মুখে পড়তে হয় অভিনেতাকে। যার ফলে সেই পোস্ট ডিলিটও করে দেন সালমান। 

ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতিকে অথচ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সালমান খান। যুদ্ধবিরতির জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান এ অভিনেতা।

তার এক্স হ্যান্ডলের পোস্ট বিদ্যুতের গতিতে ভাইরাল হয়। আর তার পর থেকেই ধেয়ে আসতে শুরু করে কটাক্ষ। নেটিজেনরা প্রশ্ন করতে শুরু করেন। কেউ প্রশ্ন করে বলেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের সময় চুপ ছিলেন কেন?’ আবার কেউ কেউ লিখেছেন, মাত্র আপনার ঘুম ভাঙল?

কারো মতে, সুযোগের সদ্ব্যবহার সালমানের কাছ থেকেই শেখা উচিত। সব মিলিয়ে একের পর এক কটাক্ষে বিরক্ত ভাইজান। তাই কিছুক্ষণের মধ্যে ওই পোস্টটি ডিলিট করে দেন তিনি। 

এর আগে অপারেশন সিঁদুর প্রসঙ্গে প্রায় বেশির ভাগ ভারতীয় তারকা মন্তব্য করলেও মন্তব্য করেননি সালমান খান। তবে পাকিস্তানে হামলার পর থেকেই চুপ সালমান খান, এমনটাই অভিযোগ নেটিজেনদের। 

এ প্রসঙ্গে সালমান খান এখনো কিছু বলেননি।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বিশ্বের সবচেয়ে বয়স্ক অলিম্পিক চ্যাম্পিয়নের মৃত্যু

২৬ জুলাই ২০২৪, প্যারিসের টুইলারি বাগান। আকাশে ঝিরঝিরে বৃষ্টি। সেই বৃষ্টিভেজা সন্ধ্যাতেই জ্বলে উঠেছিল অলিম্পিক মশাল। শতবর্ষ পার করা চার্লস কস্তের জীবনে সেটাই ছিল ‘সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি’। সেদিন তিনি হাতে থাকা মশাল তুলে দিয়েছিলেন ফরাসি অলিম্পিয়ান টেডি রিনারের হাতে।

প্যারিস অলিম্পিক শুরুর প্রায় এক মাস আগে আয়োজকদের কাছ থেকে ফোন পেয়েছিলেন তিনি। অনেকটা নিভৃতেই তাঁকে জানানো হয়েছিল, উদ্বোধনী অনুষ্ঠানের শেষ দিকে মশালবাহকদের একজন হবেন তিনি।

১০১ বছর বয়সী সেই চার্লস কস্তে আর নেই। ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী মারিয়ানা ফেরারি গতকাল তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে বিদায় নিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ন।

১৯২৪ সালের ৮ ফেব্রুয়ারি জন্ম নেওয়া কস্তে ছিলেন ট্র্যাক সাইক্লিস্ট। ১৯৪৮ সালের লন্ডন অলিম্পিকে ছেলেদের টিম পারস্যুট ইভেন্টে তিনি জেতেন স্বর্ণপদক।

২০২৪ প্যারিস অলিম্পিকের উদ্ধোধনী অনুষ্ঠানে টেডি রেনার ও মেরি জোজের মশাল প্রজ্জ্বলন করছেন চার্লস কস্তে

সম্পর্কিত নিবন্ধ