রাঙামাটিতে ভেঙে ফেলা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য
Published: 16th, May 2025 GMT
রাঙামাটি শহরের উপজেলা পরিষদের সামনে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে। আজ শুক্রবার বিকেলে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার অবস্থান কর্মসূচি থেকে ভাস্কর্যটি ভেঙে ফেলার ঘোষণা দেওয়া হয়। এরপর বিকেলে এটি ভাঙা শুরু হয়। এর আগে গত মঙ্গলবার দুপুরে এক বিক্ষোভ মিছিল থেকে শেখ মুজিবুর রহমানের মূর্তি অপসারণের জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছিল।
আজ বেলা তিনটার দিকে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার ব্যানারে শহরের ভেদভেদী বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এরপর উপজেলা প্রশাসনের সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়। কর্মসূচি থেকে পাশে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ৩১ ফুট উঁচু ভাস্কর্য ভেঙে ফেলার ঘোষণা দেওয়া হয়। পরে বিকেলে সাড়ে পাঁচটার দিকে ১০ থেকে ১৫ জন শ্রমিক দিয়ে ভাস্কর্য ভেঙে ফেলার কাজ শুরু করা হয়। এ সময় আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি।
বিশাল ভাস্কর্যটির মাথা আগে থেকেই ত্রিপল দিয়ে ঢেকে রাখা ছিল। এরপর শ্রমিকেরা বেদিতে দাঁড়িয়ে ভাস্কর্যের পায়ের কাছে আঘাত করা শুরু করেন। বড় বড় হাতুড়ি দিয়ে ভাঙার চেষ্টার পর আনা হয় ড্রিল মেশিন ও বৈদ্যুতিক কাটার। দুটি যন্ত্রের সাহায্যে চলতে থাকে ভাস্কর্য ধ্বংসের কাজ। সন্ধ্যা সাতটা পর্যন্ত ভাস্কর্যের ৪০ থেকে ৫০ শতাংশ ভাঙা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
সন্ধ্যা ছয়টার দিকে গিয়ে দেখা যায়, রাঙামাটি-চট্টগ্রাম সড়কে সদর উপজেলা পরিষদের সামনে অর্ধশত তরুণ ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন। ১০ থেকে ১৫ জন শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য হাতুড়ি দিয়ে ভাঙার চেষ্টা করছেন। মূর্তি ভাঙার দৃশ্য মুঠোফোনে ধারণ করছিলেন শত শত মানুষ। কোনো বাধা ছাড়াই এভাবে ভাস্কর্যটি ভেঙে ফেলা হচ্ছে।
ভেঙে ফেলা হচ্ছে রাঙামাটি উপজেলা পরিষদের সামনে অবস্থিত ৩১ ফুট উঁচু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। এর আগে গত আগস্ট মাসে ভাস্কর্যের মাথা ঢেকে দেওয়া হয়েছিল। আজ সন্ধ্যা ছয়টায় তোলা.উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ খ ম জ ব র রহম ন র ভ স কর য র স মন উপজ ল অবস থ
এছাড়াও পড়ুন:
স্টেডিয়ামের পাশে গাড়িচাপায় আহত ১৩, কিছুক্ষণ বন্ধ ছিল এস্পানিওল-বার্সা ম্যাচ
এস্পানিওল-বার্সেলোনা ম্যাচ শুরুর আগে আরসিডিই স্টেডিয়ামের পাশে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে জনতাকে চাপা দেয়। এতে অন্তত ১৩ জন আহত হয়েছেন। এতে কয়েক মিনিট বন্ধ ছিল এস্পানিওল-বার্সা ম্যাচ। খবর স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের
প্রতিবেদনে বলা হয়, কাতালান পুলিশ তদন্তে নেমেছে। পুলিশ মনে করছে, চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন।
জানা গেছে, সাদা রঙের গাড়িটি চালাচ্ছিলেন ৪৫ বছর বয়সী এক নারী। গাড়িটি প্রথমে একটি মেয়েকে ধাক্কা দেয়। এ সময় উত্তেজিত জনতা গাড়ি লক্ষ্য করে হাতের কাছে যা কিছু পেয়েছেন ছুঁড়ে মেরেছেন। এরপরই চালক গাড়ির গতি বাড়ান এবং তাতে দুর্ঘটনা ঘটে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। চালককে আটক করেছে পুলিশ।
এস্পানিওলের পক্ষ থেকে স্টেডিয়ামের স্পিকারে ম্যাচের ৭ মিনিটে এই ঘটনা দর্শকদের জানিয়ে বলা হয়, ‘স্টেডিয়ামের বাইরে যে ঘটনাটি ঘটেছে, সেটি এখন নিয়ন্ত্রণে। কেউ মারাত্মক আঘাত পাননি।’ এরপর কয়েক মিনিটের জন্য বন্ধ ছিল খেলা। রেফারি সোটো গ্রাদো এরপর দুই দল এবং কাতালান পুলিশের সদস্যদের সঙ্গে কথা বলে খেলা পুনরায় শুরু করেন।