আগামী সংসদ নির্বাচনের আগেই কুমিল্লা নামে বিভাগ হবে: হাসনাত আবদুল্লাহ
Published: 16th, May 2025 GMT
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমরা অন্তবর্তীকালীন সরকারের প্রতি বিশ্বাস রাখতে চাই, ভরসা রাখতে চাই। আগামী সংসদ নির্বাচনের পূর্বেই কুমিল্লা নামে বিভাগ হবে। আমি আপনাদেরকে সঙ্গে নিয়েই কুমিল্লা নামে বিভাগ করব।’
তিনি বলেন, ‘এই কুমিল্লার প্রশ্নে, কুমিল্লার উন্নয়নের প্রশ্নে এবং কুমিল্লার অগ্রগতির প্রশ্নে আমরা প্রত্যকটি রাজনৈতিক দল নিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কুমিল্লার মানুষ দলমতের উর্ধে উঠে, ব্যক্তি স্বার্থের উর্ধে উঠে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। নেতৃত্বের সময় আমরা সামনে থাকি কিন্তু প্রাপ্তির সময় আমরা থাকি না।’
শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লায় আহত শহীদ ও বীর সন্তানদের সম্মানে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে হাসনাত বলেন, ‘হাসিনা ও তার বাবা দুইজনেরই দিবা এবং রাতের দুঃস্বপ্ন হচ্ছে কুমিল্লা। কোনোভাবে যদি আওয়ামী লীগ ফেরত আসে, এই কুমিল্লাকে আলাদা একটি স্টেট বানিয়ে আমাদেরকে আলাদা করে দেবে।’
কুমিল্লার উন্নয়ন প্রসঙ্গে এনসিপি নেতা হাসনাত বলেন, ‘দীর্ঘদিন বন্ধ থাকা কুমিল্লা বিমানবন্দর চালু ও কর্মসংস্থান বাড়াতে ইপিজেডের আরও উন্নয়নসহ অন্যান্য যৌক্তিক দাবিগুলো পর্যালোচনার মধ্যে রয়েছে। আমরা আশা করছি, এগুলো ধাপে ধাপে হয়ে যাবে।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: এনস প
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন