আগামী সংসদ নির্বাচনের আগেই কুমিল্লা নামে বিভাগ হবে: হাসনাত আবদুল্লাহ
Published: 16th, May 2025 GMT
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমরা অন্তবর্তীকালীন সরকারের প্রতি বিশ্বাস রাখতে চাই, ভরসা রাখতে চাই। আগামী সংসদ নির্বাচনের পূর্বেই কুমিল্লা নামে বিভাগ হবে। আমি আপনাদেরকে সঙ্গে নিয়েই কুমিল্লা নামে বিভাগ করব।’
তিনি বলেন, ‘এই কুমিল্লার প্রশ্নে, কুমিল্লার উন্নয়নের প্রশ্নে এবং কুমিল্লার অগ্রগতির প্রশ্নে আমরা প্রত্যকটি রাজনৈতিক দল নিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কুমিল্লার মানুষ দলমতের উর্ধে উঠে, ব্যক্তি স্বার্থের উর্ধে উঠে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। নেতৃত্বের সময় আমরা সামনে থাকি কিন্তু প্রাপ্তির সময় আমরা থাকি না।’
শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লায় আহত শহীদ ও বীর সন্তানদের সম্মানে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে হাসনাত বলেন, ‘হাসিনা ও তার বাবা দুইজনেরই দিবা এবং রাতের দুঃস্বপ্ন হচ্ছে কুমিল্লা। কোনোভাবে যদি আওয়ামী লীগ ফেরত আসে, এই কুমিল্লাকে আলাদা একটি স্টেট বানিয়ে আমাদেরকে আলাদা করে দেবে।’
কুমিল্লার উন্নয়ন প্রসঙ্গে এনসিপি নেতা হাসনাত বলেন, ‘দীর্ঘদিন বন্ধ থাকা কুমিল্লা বিমানবন্দর চালু ও কর্মসংস্থান বাড়াতে ইপিজেডের আরও উন্নয়নসহ অন্যান্য যৌক্তিক দাবিগুলো পর্যালোচনার মধ্যে রয়েছে। আমরা আশা করছি, এগুলো ধাপে ধাপে হয়ে যাবে।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: এনস প
এছাড়াও পড়ুন:
বিশ্বের সবচেয়ে বয়স্ক অলিম্পিক চ্যাম্পিয়নের মৃত্যু
২৬ জুলাই ২০২৪, প্যারিসের টুইলারি বাগান। আকাশে ঝিরঝিরে বৃষ্টি। সেই বৃষ্টিভেজা সন্ধ্যাতেই জ্বলে উঠেছিল অলিম্পিক মশাল। শতবর্ষ পার করা চার্লস কস্তের জীবনে সেটাই ছিল ‘সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি’। সেদিন তিনি হাতে থাকা মশাল তুলে দিয়েছিলেন ফরাসি অলিম্পিয়ান টেডি রিনারের হাতে।
প্যারিস অলিম্পিক শুরুর প্রায় এক মাস আগে আয়োজকদের কাছ থেকে ফোন পেয়েছিলেন তিনি। অনেকটা নিভৃতেই তাঁকে জানানো হয়েছিল, উদ্বোধনী অনুষ্ঠানের শেষ দিকে মশালবাহকদের একজন হবেন তিনি।
১০১ বছর বয়সী সেই চার্লস কস্তে আর নেই। ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী মারিয়ানা ফেরারি গতকাল তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে বিদায় নিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ন।
১৯২৪ সালের ৮ ফেব্রুয়ারি জন্ম নেওয়া কস্তে ছিলেন ট্র্যাক সাইক্লিস্ট। ১৯৪৮ সালের লন্ডন অলিম্পিকে ছেলেদের টিম পারস্যুট ইভেন্টে তিনি জেতেন স্বর্ণপদক।
২০২৪ প্যারিস অলিম্পিকের উদ্ধোধনী অনুষ্ঠানে টেডি রেনার ও মেরি জোজের মশাল প্রজ্জ্বলন করছেন চার্লস কস্তে