ভারতকে না খেললে কি এশিয়া কাপ হবে, সম্ভাবনা কতটুকু
Published: 19th, May 2025 GMT
এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, এশিয়া কাপ থেকে আনুষ্ঠানিকভাবে নাম প্রত্যাহার করে নিতে চলেছে ভারত। বিষয়টি মৌখিকভাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) জানিয়েও দেওয়া হয়েছে। এ বছরের এশিয়া কাপ হওয়ার কথাও ভারতেই।
তবে ইন্ডিয়ান এক্সপ্রেস-এর খবর কতটা সত্যি, তা নিয়েও প্রশ্ন উঠেছে। টাইমস অফ ইন্ডিয়া-কে দেওয়া এক বিবৃতিতে বিসিসিআই-এর যুগ্ম সচিব দেবজিত সাইকিয়া বলেছেন, ‘কিছু সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, বিসিসিআই এশিয়া কাপ এবং মহিলা ইমার্জিং এশিয়া কাপ থেকে সরে দাঁড়িয়েছে। কিন্তু এই খবরগুলো পুরোপুরি ভিত্তিহীন। এখন পর্যন্ত বিসিসিআই এমন কোনো সিদ্ধান্তই নেয়নি, এমনকি এই নিয়ে আলোচনা পর্যন্ত হয়নি। আমরা এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এএসি) কোনো চিঠিও দেইনি।’
সাইকিয়া এটাও স্পষ্ট করে জানান, ‘যখনই এএসিসি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হবে, সেটি আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমে জানানো হবে।’
সুতরাং বাস্তবতা হচ্ছে, এবার এশিয়া কাপ হবে না—এটা এখনই বলে দেওয়া যাচ্ছে না। আবার একই সঙ্গে এটাও সত্য, ভারত-পাকিস্তানের এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে এশিয়া কাপ না হওয়ার শঙ্কাও যথেষ্ট।
কেন ভারতের না খেলার শঙ্কা তৈরি হয়েছেএটা বোঝা মোটেও কঠিন কিছু নয়। সম্প্রতি ভারত-পাকিস্তান সংঘাতের সময়ই এই শঙ্কা জেগেছিল। যুদ্ধ পরিস্থিতির সময় ভারতের একাধিক সাবেক ক্রিকেটার পাকিস্তানের সঙ্গে ক্রিকেট সম্পর্ক ছিন্ন করার কথা বলেছেন। যাঁদের মধ্যে ছিলেন সুনীল গাভাস্কার, সৌরভ গাঙ্গুলী, গৌতম গম্ভীর, বীরেন্দর শেবাগ, শিখর ধাওয়ান, ইরফান পাঠানরা।
এসিসির বর্তমান সভাপতি মহসিন নাকভি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব স স আই
এছাড়াও পড়ুন:
ঢাকার তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তেজগাঁও সাউদার্ন পাম্পের পাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত খন্দকার সাইদুর রহমান (৩৮) পেশায় মার্চেন্ডাইজার ছিলেন। তাঁর বাড়ি ঢাকার পল্লবীর বাউনিয়ার আলাবদিরটেক এলাকায়। তাঁর বাবার নাম খন্দকার মোফাজ্জল হায়দার।
মৃতের ভাই মোস্তাফিজুর রহমান জানান, রাতে সাইদুর মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেলে সাইদুরের সঙ্গে তাঁর এক সহকর্মীও ছিলেন। তবে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান বলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মারুফ জানিয়েছেন।
আবদুল্লাহ আল মারুফ বলেন, যে ট্রাকটি সাইদুরের মোটরসাইকেলে ধাক্কা দিয়েছিল, তা আটক করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছেন।
পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই সাইদুরের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আল মারুফ।