কুষ্টিয়ায় ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি, আটক ৬
Published: 22nd, May 2025 GMT
কুষ্টিয়ায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে মিছিলের প্রস্তুতিকালে ছয়জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় লোকজন। আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে শহরের বাইপাস মহাসড়ক থেকে তাঁদের আটক করে পুলিশে দেন স্থানীয় লোকজন।
আটকের সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, বাইপাস মহাসড়কে কয়েকটি মোটরসাইকেলে করে একদল যুবক যাচ্ছিল। হঠাৎ আরও কয়েকটি মোটরসাইকেল তাদের ধাওয়া দেয়। ভিডিওতে একাধিকবার ‘ধর ধর’, ‘এই দিক ধর’ ইত্যাদি শব্দ শোনা যায়। পরে ধাওয়া দিয়ে তাঁদের থামিয়ে দেওয়া হয়।
ভিডিওতে আরও দেখা যায়, আটক হওয়া দুজন যুবক বলছেন, তাঁরা কাজ করেন এবং কাজে যাচ্ছিলেন। এ ঘটনার সঙ্গে তাঁদের কোনো সম্পর্ক নেই। পরে তাঁদের কাছ থেকে একটি ব্যানার পাওয়া যায়। তাতে লেখা ছিল, ‘আওয়ামী লীগ ও ছাত্রলীগ নিষিদ্ধের প্রতিবাদে মিছিল’। এরপর ছয়জনকে আটক করে তাঁদের কোমরে দড়ি বেঁধে মহাসড়ক দিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের থানায় নিয়ে যায়।
কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (অপারেশন) আবদুল আলীম প্রথম আলোকে বলেন, ‘স্থানীয়রা ওই ছয়জনকে আটক করে আমাদের কাছে দিয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইরানে প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু
তেহরানের বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশি নাগরিকদের জন্য হটলাইন চালু করা হয়েছে।
রোববার তেহরান দূতাবাস এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরানে বসবাসরত সব বাংলাদেশি নাগরিকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য দূতাবাস ইমার্জেন্সি হটলাইন স্থাপন করেছে। ইরানে বসবাসরত সব বাংলাদেশি নাগরিকদের নিম্নোক্ত মোবাইলফোন নম্বরগুলোতে হোয়াটসঅ্যাপসহ সরাসরি যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
+ ৯৮৯৯০৮৫৭৭৩৬৮ ও +৯৮৯১২২০৬৫৭৪৫।